নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিদ্ধার্থ ভট্টাচার্য্য

সিদ্ধার্থ ভট্টাচার্য্য › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু

০১ লা জুলাই, ২০১৬ রাত ১২:০৬

ঘোলাটে কাঁচের ফাকেঁ দেখেছিলাম-
তোমার চলে যাওয়া।
তখন ঝুম বৃষ্টি হচ্ছিলো,
বৃষ্টির জল আর আমার চোখের জল-
হয়তো মিশে একাকার হয়ে,
চাপা পরে গিয়েছিলো-
তোমার নীরব অভিমানে।
তুমিও কি কেঁদেছিলে?
নাকি উপভোগ করেছিলে প্রকৃতির কান্না?
প্রতিটি কণা,এক লহরী তৈরী করছিলো-
আমার হৃদয়ে!
ভেসে আসছিলো প্রতিটি বিকেল, প্রতিটি সন্ধ্যার,
প্রতিটি গোধুলী লগ্নের স্মৃতি!
পেরেছিলাম কি আমি-
তোমাকে ভালবাসতে?
নাকি বোঝাতেই ব্যর্থ হয়েছি?
সুখের স্বপনে ভেসেছি মিছেমিছি!
বলেছিলাম ইট পাথর না হোক,
খড়কুটো দিয়ে বাধঁবো সুখের ঘর!
স্বপ্নগুলো আজ বিবর্ণ,
ভালবাসাটাও সাদাকালো!
বৃষ্টি ফোঁটার সাথে পদপৃষ্ট হয়ে-
তিলেতিলে ঘটছে মৃত্যু আমার -
জীবনের,স্বপনের!
কারো মৃত্যু আমি দেখিনি,
দেখেছি একটি ভালবাসার অপমৃত্যু!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৬ রাত ১২:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো হয়েছে।
শুভ ব্লগিং...........

০১ লা জুলাই, ২০১৬ দুপুর ১:২১

সিদ্ধার্থ ভট্টাচার্য্য বলেছেন: ধন্যবাদ ভাইয়া! দোয়া করবেন।

২| ০১ লা জুলাই, ২০১৬ সকাল ১১:৪৩

সুমন কর বলেছেন:

আপনি যখন অন্য কারো'র মন্তব্যের প্রতি উত্তর দিবেন। তখন নিচের ছবির মতো সর্ববাম পাশের এ্যারোতে ক্লিক করে জবাবটির উত্তর দিবেন। তাহলে উনি জানতে পারবেন।

শুভ ব্লগিং........ !:#P

০১ লা জুলাই, ২০১৬ দুপুর ১:২০

সিদ্ধার্থ ভট্টাচার্য্য বলেছেন: ধন্যবাদ দাদা। ব্লগে নতুন তাই অনেক কিছুই জানিনা। সহায়তারর জন্য ধন্যবাদ। আশা করি সবসময় সাহা্য্যের হাত বাড়িয়ে, আমার লেখনীর, লেখনশৈলীর সমালোচনা করে আমাকে এগিয়ে যেতে সহায়তা করবেন।

৩| ০২ রা জুলাই, ২০১৬ রাত ১২:৩১

কালনী নদী বলেছেন: সুন্দর হয়েছে দাদা।

০২ রা জুলাই, ২০১৬ রাত ১২:৪০

সিদ্ধার্থ ভট্টাচার্য্য বলেছেন: সময় করে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই ☺

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.