নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিদ্ধার্থ ভট্টাচার্য্য

সিদ্ধার্থ ভট্টাচার্য্য › বিস্তারিত পোস্টঃ

অবসর

০১ লা জুলাই, ২০১৬ রাত ১১:৫৬

কোন এক বিষন্ন বর্ষার দিনে,
তুমি আর আমি বসেছিলাম-
দূরত্বে।
এটা কি মনের দূরত্ব ছিলো?
নাকি আপেক্ষিক?
হয়তোবা আমার বোঝার ভুল।

মনে পড়ে যায়-
বর্ষার দিনে রিক্সার হুড তুলে একসাথে ঘোরা,
তোমার হাত ধরতে না পারা আর-
আমার শক্তি প্রদর্শনের ব্যর্থ প্রয়াস!
তোমার ঠোঁটের কোনে আলতো হাসি।

ভাবছিলাম, দু আঙুলের ফাঁকে-
জ্বলন্ত তামাক হাতে!
আগুনের উত্তাপ তোমার শরীরের উত্তাপ ভেবে-
ভ্রম হচ্ছিলো আমার!
ধোঁয়া হয়ে উড়ে যাচ্ছিলো-একটি একটি মধুর স্মৃতি!
দীর্ঘশ্বাসগুলো আজ চাপা পড়ে যাচ্ছে ধোঁয়ার মাঝে।
নিকোটিন যেন রক্তে মিশে, জানান দিচ্ছিলো-
তোমার অস্তিত্ব ; আর আমার অবোধ মন-
অনুভূতিকে ভোঁতা করে-
খুঁজে পায়নি তোমাকে!
বোঝাতে পারিনি আমার ভালোবাসা তোমায়,
ব্যর্থতার দায় কাঁধে নিয়ে,
খুঁজে নিলাম আজ-
প্রিয় অবসর!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৬ রাত ১২:৩০

কালনী নদী বলেছেন: অসাধারন, অবসরের কবিতা। ভালোলাগা জানবেন, দাদা।

০২ রা জুলাই, ২০১৬ রাত ১২:৪৪

সিদ্ধার্থ ভট্টাচার্য্য বলেছেন: আপনার ভালো লেগেছে শুনে আমারও ভাল লাগছে ☺

২| ০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন: এটা কি মনের দূরত্ব ছিলো?
নাকি আপেক্ষিক?
হয়তোবা আমার বোঝার ভুল।

কি বুঝাতে চেয়েছেন?
মানে একটার স্বাপেক্ষে আরেকা টা, এমন কিছু কি ?

০২ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

সিদ্ধার্থ ভট্টাচার্য্য বলেছেন: একটার স্বাপেক্ষে আরেকটা বোঝাতে চেয়েছি। ☺

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.