নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিদ্ধার্থ ভট্টাচার্য্য

সিদ্ধার্থ ভট্টাচার্য্য › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছে

০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১১:৪৬

কষ্ট পাই না আর,
স্মৃতিগুলোকে রোমন্থন করতে চাই না আর!
ভেসে যেতে পারব না আর-
মিথ্যে বোধ কিংবা প্রতিশ্রুতির সাগরে!
ছোট্টছোট্ট স্মৃতিগুলো কাদাঁয় না আর,
ভালোবাসার বৃষ্টিতে সিক্ত হবার ইচ্ছেটা জাগে না আর!
মৃত ইচ্ছেগুলো আর চায় না ফিরে পেতে প্রান,
গিটারের কর্ডে মরচে ধরেছে,গাইতে চায় না গান!
নিষ্প্রান বিকেলগুলো নতুনত্ব খুজঁতে শশব্যস্ত হয় না আর!
চাই না আর হৃদয়কুঠুরীর বন্ধ দরোজা খুলতে,
শুনতে চাই না আর ভালোবাস আমায়,
ঊড়ে গিয়েছিলে প্রিয়,নীড়ে ফিরিয়ে আনতে চাই না আর!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১১:৫৯

আনিসা নাসরীন বলেছেন: এত অবজ্ঞাই সেই মানুষটাকে ভোলায়।

সুন্দর।

০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ১২:০৬

সিদ্ধার্থ ভট্টাচার্য্য বলেছেন: অবজ্ঞা কি আর এমনি এমনি আসে আপু! ☺
মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ১২:২০

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো হয়েছে কাব্য।

০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ১২:০৮

সিদ্ধার্থ ভট্টাচার্য্য বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা রইলো আপনার জন্য। ☺

৩| ০৩ রা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০১

সামিউল ইসলাম বাবু বলেছেন:
এতো কষ্ট বুকে থাকলে। মন্টা যে ভিষণ খারাপ করবে।

০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ১২:১২

সিদ্ধার্থ ভট্টাচার্য্য বলেছেন: এত কষ্ট নিয়েও ভাল আছি।
ভাল থাকবেন।ধন্যবাদ। ☺

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.