নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ বিশ্বাসী................... স্রোতের বিপরীতে একজন।

সাইদুর রহমান সিদ্দিক

স্রোতের বিপরীতে একজন

সাইদুর রহমান সিদ্দিক › বিস্তারিত পোস্টঃ

নিস্তব্দতা

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৭

চারিদিকের হাল্কা আবরণের ছোঁয়ায়,
কোন এক অচেনা মায়ায়।
জরাজীর্ণ আবেকের কোলঘেষে,
মেতে উঠেছিলাম মুক্ত
বাতাসে হেসে।
হঠাৎ চারিদিকের কালো অন্ধকারে,
ঝিঝি পোকার বাসার করিডোররে।
কান উচিয়ে নিস্ফুলতার শব্দের
কনকনিটা এলো শরীরের তরে।
একা বসে মগ্ন এখন তেমার সৃতির
চাদরে,তবুও
সামনে ভেসে উঠছে তোমার সেই
মুক্তঝরা হাসি।
এজে নয় কোন অনুূভূতি , সত্যিই সামনেই
তো তোকেই অনেক ভালবাসি।
চুলের সেই মুগ্ধকর গন্ধে বাতাসের
টানে, ওহো সেটা আমি জানিনা শুধু
পাখিরাও জানে।
হঠাৎ শুকনো পাতার ঝনঝন
শব্দে ভেংগে গেল স্বপ্ন,
চারিদিকে তাকিয়ে দেখি কোথাও
নেই সেই রত্ন।
নিস্তব্দতায় মগ্নে ছিলাম তোমার ওই
মনে,
জানি সখি জানি আমি কি রয়েছে মনে।
আজ তুমি অনেক দুরে রয়েছো সেটাও
আমি জানি,কি নেশায় জড়ালাম
তোমায় সেটাই এখন বাকি।
জানি হয়তো কখনও পাবো না তোমার
দেখা, খুজে নিবো ললনা তোমায়
নিস্তব্দতায় রেখা।
হয়তো ভূলিতে পারো জানিনা তার
কারন, ভূলেও গেলে হে মুছবেনা সেই
তোমার আমার সেই সৃতিচারণ।
খুজে পাবো তোমাকে সেই
চেনা সৃতির নিস্তব্দতা,
তুমি না থাকলেও সেই
নিস্তব্দতা থেকে হব নাতো একা।
----- কপিতা
# নষ্ট

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.