নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ বিশ্বাসী................... স্রোতের বিপরীতে একজন।

সাইদুর রহমান সিদ্দিক

স্রোতের বিপরীতে একজন

সাইদুর রহমান সিদ্দিক › বিস্তারিত পোস্টঃ

মায়াবিনী (নষ্ট ক্যাঁপাচিটার)

৩০ শে মার্চ, ২০১৫ সকাল ৯:০৮

--মায়াবিনী বিহারিণী --

আখিঁ ছল ছল করে দিবানিশির তরে,
সুখ কিনিবে তবে মোহে পরে তোর
আমি হয়িছিনু আপন তোরে করিয়া বরণ।

সুখ দেখিয়া চেয়েছিনু তোর মনখানি
কেবা কি করিয়া মোর মন তবে আদলে
রাখিয়া মোর চোখে ঝড়ায়ে দিলে পানি।

আধারের কাছে খুজে পেয়েছিনু তোর মনখানি
মুক্ত বাতাসে উড়িয়ে দিয়েছিনু
তোর সবি নিশ্বাসের বিশ্বাস
দির্ঘশ্বাস ফেলিয়া তোর পানে চেয়ে রহিয়া করিয়া বরন মরন নেশার খেলা,

তোর কথা ভাবতে ভাবতে মোর
মন খানি হয়ে উথালা পরে নদীর তীরে
তোকে এখনও খুজি হাজারের ভিরে ।

মধ্যভোজনে তোরে আবার মনে পরে
রৌদ্রময় আকাশের দিকে চেয়ে রহিয়া থাকি
তুই ছিলি মোর প্রানের ময়না পাখি।

এখনও তোরে বুকের ভিতরে বাধিয়া রাখিতে
চেষ্টা চালিয়ে যাই দিবানিশির তরে
তোর মুখের একটুখানি কথায় মোর মনটিও ভরে।

তবুও দুটি আখিঁ ছল ছল করে ফেলিতে চাই জল
চোখদুটি বলে বেরুবে না আর তোর চোখ দিয় জল

আমারেই থাকবা তুমি স্পটে গাথিয়া রেখে আমি তোমার কাছে ভিখারিনী
ওগো নও তুমি পর মোর তুমিই মায়াবিনী বিহারিণী।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.