![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধা সিধে একজন মানুষ । যার নেই কোনো ব্যাখ্যা, নেই কোনো সংজ্ঞা।
প্রায় এক বছর আগে কোনো এক অমাবশ্যা রাতে (তারিখ মনে আছে) ১২ টার পর মাননীয় প্রেমিকাকে বলেছিলাম, আমি আপনাকে লাবু করি।। (ইন্ডায়রেক্টলি কিন্তু পুরোপুরি)
ম্যাসেজটা লিখে সেন্ড বাটনে ক্লিক মারার সাহস হচ্ছিল না......সেদিন হাত কাপছিল আর দোয়া পড়ছিলাম...... হঠাত মনে মনে ভাবলাম, ধুর শালা, যা আছে কপালে, ব্লক মারলে মারছে... দিলাম সেন্ড.........
ঘড়ির কাটা ঘোরে না দৌড়ায়......রাত ১২:৪৫ মিনিট...... অপেক্ষা অপেক্ষা...... ফিরতি বার্তার অপেক্ষা...... তখন ভাবছিলাম সে বলবে জান, আমিও তোমাকে লাবু করি...... তাহাকে নিয়ে চলে গেলাম গানে...... সিনেমার মত...... লালা লা লালা... লালা লালা লালা... লাআআআ লালাআআ লাল্লাআআ...... সেদিন মনে কাশ ফুল ফুটেছিল...... রঙিন প্রেমের বাতাসে সেদিন মনের নদীর পাড়ের কাশ ফুল গুলো দুলছিল...... মনে হচ্ছিল আহা... কি সুখ...... আমি অধীর আগ্রহে......সুতি কাথা টা সেদিন রেশমি হয়ে গিয়েছিল...... বালিশের কাভারটা সেদিন মখমলের হয়ে গিয়েছিল.........
তাহার রিপ্লাই আসিল......আমি ম্যসেজ ওপেন না করে বসে রইলাম......রইলাম তো রইলাম.........আমার স্পাইক করা চুলগুলো সেদিন ফ্যানের বাতাসে ধান ক্ষেতে ধানের মত করে দুলছিল.........সে কি রোমান্টিকতা...... সেদিন মন ময়ূরী তার পেখম মেলেছিল...।
তার প্রেম বার্তা খুলে যা বুঝলাম,- সে আমারে বেল ও দিল নাহ...... হেহ...... আমার রোমান্টিকতার খারে সে লাত্থি দিয়া তার বহুতল ভবনের ছাদ দিয়া ফেলায়ে দিছে............ আর আমি পড়ছি গিয়া ভবনের সামনের সুইমিং পুলে.. (তার ভবনের সামনে সুইমিং পুল আছে).... আমার প্রেম ইলেক্ট্রন, প্রোটন ও নিউট্রনে বিভাজিত হয়ে গেল...... বহু কষ্ট নিয়া সেই রাত পাড়ি দিলাম.........
শেষ করার আগে শুধু এটুকুই বলতে চাই,- কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা যদি তুমি জানতে...... ও ও ওওওওও সে কথা যদি তুমি জানতে......
২| ৩১ শে মে, ২০১৩ রাত ১১:১৭
ইমরাজ কবির মুন বলেছেন:
ছ্যাঁকা তো কষ্টময়ই জানতাম, কষ্টহীন কোনটা কি আসে ??
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৩ রাত ১১:১১
কাজী দিদার বলেছেন: ভাই কি ছেকা খাইলেন ?