নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতার হাহাকার

ভাবনার জগত পৃথিবীর তুলনায় এক অপরিসীম মহাসাগর। পৃথিবীকে বলি, আমাকে ভাবতে দাও। আমাকে ভাবতে দাও। আমাকে ভাবতে দাও।অতীত , বর্তমান আর ভবিষ্যৎ কে নিয়ে আমি ভাবতে চাই। তবে নিজের ভাবধারায়। আমি আমার পথের সূচনা করবো ভাবনার জগত এর মধ্য দিয়ে।

হিটলার চৌধুরী

সাধা সিধে একজন মানুষ । যার নেই কোনো ব্যাখ্যা, নেই কোনো সংজ্ঞা।

হিটলার চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

প্রেমের ডিম মুরগি থিওরিঃ

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৯

যে মানুষের আগমন ঘটলে দেশী মুরগি ব্রয়লার মুরগিতে কিংবা গলাছিলা পাকিস্তানি মুরগিতে পরিনত হয় তাহাকে প্রেমিকা বলে... এসকল মুরগিদের মধ্যে যারা নিয়মিত একটা করে ডিম দেয় তাদের প্রেম অনেকদিন টেকে আর যাহারা ডিম দিতে ব্যার্থ হয় তাহাদের অবস্থা ডিম কোষ্ঠকাঠিন্যে গলাছিলা মুরগির মত হয়.... এ সময় অতি সহজে পোষমানা মুরগি গুলো খাচায় আবদ্ধ হয় যেখানে তারা প্রায়শঃ রূপচর্চা, মুরগির পেডেগ্রি ভক্ষণ করে এবং প্রতিদিন একটা করিয়া ডিম পারে যা তাহাদের প্রেমিকাকে সন্তুষ্ট রাখে..... যে সকল মুরগি সহজে পোষ মানে নাহ তাদের ডিমের সাইজ ছোটো হয় এবং ডিম কোষ্ঠকাঠিন্যে ভোগে.... পরবর্তীতে দেশী মুরগি থেকে গলাছিলা মুরগিতে পরিনত হয়..... অধিকাংশ দেশী মুরগি নিজেদের দেশী মুরগীয় ফ্রেন্ড সার্কেল ত্যাগ করে উচ্চাশার বশে খাচায় গিয়ে ঢোকে এবং একেকটি গলাছিলা মুরগি হয়ে পুনরায় দেশী মুরগির ঝাকে ফেরৎ আসে..... নতুন করে পশম গজাতে বেশ কিছুদিন সময় লাগে ততদিন তারা বিমর্ষ থাকতেই বেশী পছন্দ করে..... তবে ডিম ব্যতীত সফলতা কল্পনাও করা যায় না..... সফল হইতে হইলে অবশ্যই ডিম দিতে হইবে.... টিকটিকির ন্যায় হলে আবার সমস্যা..... সবচেয়ে ভালো হয় কচ্ছপ আকৃতির ডিম দিতে পারলে..... মাঝে ব্যতিক্রম স্বরুপ কুমিরের ডিম ও পাওয়া যাইতে পারে এবং প্রেমিকার মানসিক পুষ্টির জন্য উহা মারাত্নক ভূমিকা রাখতে পারে......

প্রেমিকাকে সন্তুষ্ট রাখার সবচেয়ে আদর্শ উপায় হচ্ছে প্রতিদিন একটি করিয়া ডিম পারা.....আর ডিম পারা জন্য মুরগির পেডেগ্রির কোনো বিকল্প নেই......

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.