নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতার হাহাকার

ভাবনার জগত পৃথিবীর তুলনায় এক অপরিসীম মহাসাগর। পৃথিবীকে বলি, আমাকে ভাবতে দাও। আমাকে ভাবতে দাও। আমাকে ভাবতে দাও।অতীত , বর্তমান আর ভবিষ্যৎ কে নিয়ে আমি ভাবতে চাই। তবে নিজের ভাবধারায়। আমি আমার পথের সূচনা করবো ভাবনার জগত এর মধ্য দিয়ে।

হিটলার চৌধুরী

সাধা সিধে একজন মানুষ । যার নেই কোনো ব্যাখ্যা, নেই কোনো সংজ্ঞা।

হিটলার চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

প্রশ্নফাঁস

২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৩

একটা জিনিস কি, একটা ছাত্র সারাদিন পড়াশোনা করে, পরিশ্রম করে তারপর পরীক্ষায় নিজ যোগ্যতায় ৭৫ পায়, আর একটা ছাত্র পরীক্ষার আগের রাতে প্রশ্ন কালেক্ট করে পরীক্ষা দেয়, ৮০ পায় এই জায়গায় কিঞ্চিত পার্থক্য আছে....



হ্যা, আপনি সৎ, সততার সাথে পরীক্ষা দিয়ে নিজ যোগ্যতায় ৭৫ পান আর আরেকজন চুড়ি পন্থায় ৮০ পায়.. কিন্তু এটা জানেন কি, যে স্বয়ং আপনার ফ্যামিলি মেম্বাররা আপনাকে ঐ চোরের সাথে তুলনা করে হেয় করবে ??!



আপনি ৭৫ মার্কের সার্টিফিকেট নিয়ে সততার সাথে মাথা নিচু করে হাটবেন আর ঐ দিকে আরেকজন চুরি বিদ্যায় ৮০ নম্বরের সার্টিফিকেট নিয়ে আপনার উপর দিয়ে হেটে চলে যাবে.... আপনার ফ্যামিলি পর্যন্ত ঐ চোর ছেলের সাথে আপনার বৈষম্য করবে... তারা এটা দেখবে না, আপনি সৎ কিনা... কোনো ভার্সিটি ভর্তি পরীক্ষার সময় আপনার সততার জি পি এ দেখবে না...



এমন সততার আমার দরকার নাই, থ্যাংকু ! এই টাইপ সততা আমি দুচি না.. হুম, জানি, সততার মূল্য একদিন না একদিন পাওয়া যায়.. টাইম নাই ঐ "একদিন" এর অপেক্ষা করার... যখন নিজ যোগ্যতায় চোরকে হারাতে পারব না তখন নিজ যোগ্যতা পকেটে নিয়ে চোরের লেভেলে নামতে হবে... টিকে থাকতে হবে.. ভূলে যান যে প্রশ্ন পেয়ে পরীক্ষা দেয় সে চোর, সে ভালো, সে যা করে তা নিজের অস্তিত্ব রক্ষার জন্য করে....



এবং, বিলিভ মি, পুরো পুস্তিকা পাঠ করা শেষে ঐ পাওয়া প্রশ্ন সলভ করে গোল্ডেন এ+ পাওয়ার পর আমি একটুও লজ্জাবোধ করব না, যদি না পাই তাও লজ্জাবোধ করব না !



আমি অসৎ, এবং আমার আমার এই অসততা নিয়ে বিন্দুমাত্র লজ্জাবোধ নাই... টিচাররা যদি একটা পাবলিক পরীক্ষার প্রশ্ন হাই লেভেলের করতে পারে তাহলে আমি ও দুই নম্বর রাস্তায় টিচারদের টেক্কা দিতে পারি... সৃজনশীলতার মানে এই না যে একটা প্রশ্ন বুঝে উঠতেই তিরিশ মিনিট লাগবে...



কলকাতায় দুইটা, ঢাকায় একটা- কী?



এইটা সৃজনশীল, একটু মাথা খাটানোর পর ৭০-৮০% মানুষ পারবে.. কিন্তু যদি বলি,



কলকাতায় একটা, ঢাকায় দুইটা - কী বুঝবেন??



আমি যে বলতে চাচ্ছি, কলকাতায় মমতা ব্যানার্জী নামে একটা খাটাশ আর বাংলাদেশে ঐ একই প্রজাতির দুইটা খাটাশ আছে.. এইটা বুঝবেন??! নাকি অন্য কিছু ??! সৃজনশীলতায় শিক্ষকদের বোঝার ক্ষমতায় ও পার্থক্য আছে... ১০ জন শিক্ষক একটা প্রশ্নের উত্তর লিখলে যদি ১০ রকম উত্তর না আসে তাহলে হয় প্রশ্নটা আন্তর্জাতিক মানের, নাহলে শিক্ষকেরা আন্তর্জাতিক মানের....



সব কথার এক কথা, আমি ফাঁস প্রশ্ন সংগ্রহ করি এবং তা পড়ি, সে অনুযায়ী পাস করি... যদি এর জন্য মানুষ আমাকে খারাপ বলে আমার কোনো আপত্তি নাই....



অনেস্টি ইজ দা বেস্ট পলিসি, সব জায়গায় খাটে না... আগে একজন ছাত্র হিসেবে সার্ভাইভ করতে হবে... পরের কথা পরে... ঐ "একদিন" সততার ফল পাবো, আর সেই "একদিন" একদিন আসবে... সেই আশায় বসে থাকলে.........



আর যদি বলতেই হয়, বাংলাদেশের প্রত্যেকটা জায়গা করাপ্টেড... সব থেকে বেশী করাপ্টেড একটা ছাত্রের ফ্যামিলি... সৎ থেকে খারাপ রেজাল্ট করলে ফ্যামিলি সাপোর্ট দেয় না, বৈষম্য করে, যারা চুরি করে পারে তাদের সাথে.... তাই বলে ভাল ছাত্র যে একদম নাই তা না, আবার প্রকৃত ভালোর সাথেও যে তুলনা করে না তা না... গোড়াপত্তন ঘর থেকেই হয় !



আমি জানি আমার জীবনের লক্ষ কি, সেই লক্ষ পেতে হলে আমাকে সার্ভাইভ করতে হবে.... একটা ফ্যামালি, একটা সমাজ, চোদ্দ লক্ষ ব্যাচমেট, একটা দুর্নীতিময় দেশ, শিক্ষা ব্যবস্থা এসব সার্ভাইভ করে উঠে দাঁড়াতে হবে... উঠে দাড়ানোর পরের কাজ নির্ধারন করবে আমি ভালো মানুষ না খারাপ মানুষ, কিন্তু আগে ঐ সুযোগ পাওয়ার জন্য উঠে দাড়াতে হবে আগে....

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪০

রাশেদ রিয়াদ বলেছেন: apnar kothar jukti ache,stdnt jdi honest hoy tbe se kno jaygay harbe na.ar xm e egiye thakar jnno tar o qstn hate rakh uchit!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.