নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতার হাহাকার

ভাবনার জগত পৃথিবীর তুলনায় এক অপরিসীম মহাসাগর। পৃথিবীকে বলি, আমাকে ভাবতে দাও। আমাকে ভাবতে দাও। আমাকে ভাবতে দাও।অতীত , বর্তমান আর ভবিষ্যৎ কে নিয়ে আমি ভাবতে চাই। তবে নিজের ভাবধারায়। আমি আমার পথের সূচনা করবো ভাবনার জগত এর মধ্য দিয়ে।

হিটলার চৌধুরী

সাধা সিধে একজন মানুষ । যার নেই কোনো ব্যাখ্যা, নেই কোনো সংজ্ঞা।

হিটলার চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

উইন্ডোজ ফোনের স্ক্রিনকে কম্পিউটারে প্রজেক্ট করুন

০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ২:০২

স্ক্রিন প্রজেকশন বলতে বোঝায় আপনার মোবাইল স্ক্রিনকে কম্পিটারে দেখা কিংবা কম্পিউটারের মাধ্যমে আপনার স্ক্রিনকে নিয়ন্ত্রণ করা। মনে করুন আপনি একটি গেম খেলছেন আপনার মোবাইলে, আপনি চাইলে সেটি কম্পিউটারে সরাসরি দেখতে পারেন। অর্থাৎ কম্পিটারের দিকে তাকিয়েই গেইম খেলতে পারবেন।



এভাবে মাউস ব্যভার করে কম্পিউটার থেকে আপনি আপনার মোবাইলকে নিয়ন্ত্রন করতে পারবেন। ভিডিও দেখতে পারবেন, গেম খেলতে পারবেন, গান শুনতে পারবেন।



কীভাবে করবেন স্ক্রিন প্রজেক্টঃ



১) প্রথমে এই লিংক থেকে "Project My Screen" অ্যাপটি ডাউনলোড করে নিন।

২) এবার "Project My Screen" অ্যাপটি ইনস্টল করুন।

৩) USB Cable এর সাহায্যে আপনার মোবাইল, কম্পিউটারের সাথে যুক্ত করুন এবং স্ক্রিন আনলক করুন।

৪) এবার ডেস্কটপ থেকে অ্যাপটি চালু করুন। আপনার ফোন অনুমতি চাইবে। অনুমতি দিন।



ব্যস হয়ে গেল স্ক্রীন প্রজেকশন :D



( নিচের প্রক্রিয়া উইন্ডোজ ফোন ৮.১ এর জন্য প্রযোজ্য)

উইন্ডোজ ফোন ৮.১ এ এভাবে যদি কাজ না হয় তাহলে আপনার কম্পিউটারের Control Panel এ যান। সেখান থেকে Hardware and Sounds এ প্রবেশ করুন। সবার উপরে Devices and Printers এ ক্লিক করুন। সেখানে আপনার লুমিয়া এর ছবি পাবেন। Right Click করুন ঐ ছবির উপর। সেখান থেকে Uninstall করে দিন। কম্পিউটার রিস্টার্ট দিন। পুনরায় আপনার ফোনকে কম্পিউটারের সাথে সংযুক্ত করুন। এবং উপরের প্রক্রিয়াগুলো সম্পন্ন করুন।





চাইলে আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারে। উইন্ডোজ ফোনের উপর অনেক তথ্য নিয়ে ব্লগটি সাজানো।



ফেইসবুক গ্রুপঃ উইন্ডোজ ফোন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.