![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার স্বত্ত্বার এক অবিকল প্রতিবিম্ব। অন্যভাবে বলতে গেলে আমি একজন অতি নগন্য মানব বা মানুষ, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়।
আমরা আরম্ভ করি, শেষ করি না;
আড়ম্বর করি, কাজ করি না;
যা অনুষ্ঠান করি, তা বিশ্বাস করি না;
আবার যা বিশ্বাস করি, তা পালন করি না;
ভুঁড়ি পরিমাণ বাক্যালাপ করতে পারি,
তিল পরিমাণও আত্মত্যাগ করতে পারিনা;
অহংকার দেখিয়ে আত্মতৃপ্ত থাকি,
কিন্তু যোগ্যতালাভের চেষ্টা করি না;
আমরা সকল কাজেই পরের প্রত্যায়ন প্রত্যাশী,
অথচ পরের ত্রুটি নিয়ে আকাশ বিদীর্ণ করতে বিন্দুমাত্র লজ্জাবোধ করি না।
পরের অনুকরণে আমাদের গর্ব
পরের অনুগ্রহে আমাদের সম্মান,
পরের চোখে ধুলি নিক্ষেপ করায় আমাদের পলিটিক্স এবং নিজের বাকচাতুর্যে নিজের প্রতি ভক্তিবিহ্বলতা প্রকাশ করায় আমাদের জীবনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হয়ে দাঁড়াচ্ছে, যাচ্ছে যত দিন।
©somewhere in net ltd.