![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার স্বত্ত্বার এক অবিকল প্রতিবিম্ব। অন্যভাবে বলতে গেলে আমি একজন অতি নগন্য মানব বা মানুষ, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়।
তুমিই সেই মেয়েটি,
যার চোখে আছে মায়া;
ঐ মায়ায় ডুবেছে মন,
ডুবেছে আমার কায়া।
তুমিই সেই মেয়েটি,
যার ঠোঁটে আছে হাসি;
সেই হাসিতে হয়ে পাগল,
গলায় নিতেও পারি ফাঁসি।
তুমিই সেই মেয়েটি,
যার মেঘ কালো চুল;
আনমনে তোমায় ভালবেসে,
করিনি তো আমি ভুল!
তুমিই সেই মেয়েটি,
যাকে ভাবি সকাল-দুপুর;
তবুও পাইনা তোমার দেখা,
অবশেষে রাত্রি পেরিয়ে ভোর।
©somewhere in net ltd.