![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার স্বত্ত্বার এক অবিকল প্রতিবিম্ব। অন্যভাবে বলতে গেলে আমি একজন অতি নগন্য মানব বা মানুষ, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়।
সাগরের গভীরে কি শান্তি আছে?
জলের উপরে নাকি ঢেউয়ের দোলায়,
সূর্যের তাপে শুকনো পাতার মর্মর ধ্বনিতে,
নাকি সবুজাভ অরণ্যের শুন-শান পথে,
নাকি নীলগিরির মাথায় উঠে প্রকৃতি দেখায়,
নাকি শৈল প্রপাতের হিম জলের তলায়?
মাঝেমাঝে মন উড়ে দূরের বাতাসে,
প্রতিটি নিঃশ্বাস শান্তি খুঁজে বেড়ায়,
অস্তির মন ছুটে চলে এদিকওদিক,
শান্তি পেতে যেতে চায় সে চারিদিক,
কিন্তু, একি হায়! তাহলে শান্তি কোথায়?
চলতে চলতে ফুরোয় না পথের দ্বার,
ক্লান্তির করতলে নুয়ে পড়ে দেহ,
ঝরে যায় দেহের সব সবল ভঙ্গি,
শুয়ে পড়ি শীতল মাঠির বিছনায়,
তবুও মেলেনা শান্তি লাভের মোহনা,
অবশেষে পাড়ি জমায় অন্তিমের ঠিকানায়। নীলাচল, বান্দরবন।
শৈল প্রপাত, বান্দরবন।
চিম্বুক, বান্দরবন।
©somewhere in net ltd.