![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার স্বত্ত্বার এক অবিকল প্রতিবিম্ব। অন্যভাবে বলতে গেলে আমি একজন অতি নগন্য মানব বা মানুষ, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়।
১২/০১/২০১৭ ইং
রাত ৩:০৭ মিনিট
প্রিয় ক্লোরিন (Cl),
প্রথমে STP তে N মোল ভালোবাসা নিও। আমি প্রেম পর্যায় সারণির ১১নং মৌল এবং তুমি ১৭নং মৌল। তদানুসারে আমাদের দূরত্ব খুব বেশী নই। তাছাড়া অনেক রাসায়নিক ক্রিয়া-বিক্রিয়ায় তুমি আমার প্রভাবকও বটে। তুমি কি জানো, একদিন তোমার দেখা না পেলে আমার হৃদয়ে নীরব ঘাতক কার্বন ডাই অক্সাইড (CO2) গ্যাস বাসা বাঁধে। আর দেখা পাওয়া মাত্রই কার্বন ডাই অক্সাইড (CO2) অপসারিত হয়ে অক্সিজেনে (O2) ভরে যায়। তোমার চোখে চোখ রাখলে মনে হয় যেন রাদারফোর্ডের পরমাণু মডেলের আলফা কণা গুলো ভালবাসা হয়ে বিচ্ছুরিত হচ্ছে এবং চোখের চাহনি গামা রশ্মির মত হৃদয় ভেদ্য। তোমার প্রতি আমার যে প্রেমের রাসায়নিক বন্ধন সৃষ্টি হয়েছে তা কখনো ভেঙ্গে যাওয়ার নয়। কেননা তুমি যে আমার SP অর্বিটালের নিউক্লিয়াস। আমি ইলেকট্রন হয়ে তোমার চতুর্দিকে সর্বদা ঘূর্ণায়মান থাকতে চায়। আশাকরি কুণ্ডলী পথে ঘুরতে ঘুরতে একদিন তোমার মাঝে মিশে যাবো। প্লিজ আমায় জারিত করো না। তোমার আমার বিজারন বিনা আমাদের বিক্রিয়া স্বার্থক হবে না। একবার ভেবে করে দেখো, যখন আমাদের বিক্রিয়ার উৎপাদ সোডিয়াম ক্লোরাইড (NaCl/লবণ) জন্ম গ্রহণ করে তোমাকে আম্মু আর আমাকে আব্বু বলে ডাকবে, তখন কতই না ভালো লাগবে! তাই তুমি হিলিয়াম (He) এর মতো নিষ্ক্রিয় না থেকে পটাশিয়াম(k) এর মতো সক্রিয় হয়ে আমার ভালবাসায় সাড়া দিও।
পরিশেষে তোমার সাথে আমি আয়নিক বন্ধন গড়ার আশা ব্যক্ত করে ইতি টানলাম।
ইতি,
তোমারই ধাতব মৌল
সোডিয়াম (Na)
ফেসবুকে এই পোস্টটি প্রকাশের লিঙ্ক
©somewhere in net ltd.