![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার স্বত্ত্বার এক অবিকল প্রতিবিম্ব। অন্যভাবে বলতে গেলে আমি একজন অতি নগন্য মানব বা মানুষ, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়।
একজন মেয়ে যখন স্কুলে-কলেজে, ভার্সিটিতে, প্রাইভেট-কোচিংবা কোন জরুরী কাজে বাড়ির বাইরে গমন করে। তখন তাদের নিরাপত্তা নিয়ে পরিবারের সকলেই খুবই দুশ্চিন্তায় থাকেন। অবশ্য দুশ্চিন্তায় থাকার যথেষ্ট কারণও রয়েছে। টিভি অন করে চ্যানেল ঘুরাতে ঘুরাতে টিভিসেটের নিন্মাংশের নিউজফিডে বা দৈনিক খবরের কাগজে চোখ বুলালে নারী হয়রানি বা নির্যাতনমূলক সংবাদ প্রায়শই লক্ষ্য করা যায়। আজকাল এসব ঘটনাদি যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
শুনুন, আমার একটা ছেলেবেলার গল্প বলিঃ
আমাদের গ্রামের বাড়িতে ছোট বেলায় দেখতাম, সন্ধ্যা নামার সাথে সাথে ফুফুরা বা মায়েরা বা দাদিরা হাঁস-মুরগীগুলোকে খোঁয়াড়ে ঢুকাতেন ডিঙিয়ে ডিঙিয়ে। কারণ, সন্ধ্যার পর শিয়াল মামাদের উৎপাত বেড়ে যেত, আর খোঁয়াড়ের বাইরে পেলেই হাঁস-মুরগীদের খপ করে ধরে গপাগপ সাবাড় করত। যেহেতু হাঁস-মুরগীগুলো নিজেরা নিজেদের রক্ষা করতে অক্ষম, সেহেতু তাদের সন্ধ্যার সঙ্গে সঙ্গে খোঁয়াড়ে ঢুকাতে হত সুরক্ষিত রাখার নিমিত্তে।
পৃথিবীর সকল প্রাণীকুলই স্বাধীনতা প্রিয়। তদ্রূপ মুরগী যখন নিজের স্বাধীনতা পেয়ে যায়। শিয়াল মামাও সেই স্বাধীনতার সুযোগ নিয়ে মুরগীর পাশে গিয়ে দাঁড়ায়। কিন্তু কেন........?
কারণ, একটাই। মুরগীর স্বাধীনতাকে যেন শিয়াল আপন আহারের ভোজপুরিতে রূপায়িত করতে পারে। মুরগী যতই চালাক হোক না কেন? সে কখনই শিয়াল হতে পারবে না। আর শিয়াল মামা যতই সৎ হোক না কেন? স্বভাব জাত অভ্যাস তাকে ঐ দিকে টানবেই। তাতে কেউ হয়তো বা নিজেকে সামলিয়ে রাখবে কিন্তু বাকি শিয়াল গুলো রাতের আঁধারে মুরগীকে ফুসলিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাবে। সুতরাং স্বাধীনতা পেয়ে বনের চতুর প্রাণী শিয়ালের কাছ থেকে নিজেকে রক্ষা করা জন্যে মুরগীর উচিত চতুর্দিকে খেয়াল রেখে চলাফেরা করা। একটা কথা না বললেই নই, মুরগী হয়ে শিয়াল সেজে চলাফেরা করলেই বিপদ অনিবার্য।
উপরের বর্ণিত কথাগুলো নিছক রূপক গল্প মাত্র। আমি চাইনি উপরোক্ত গল্পের দ্বারা আমাদের বোন, সহপাঠি কিংবা ভালোবাসার মানুষদের তুলনা করতে। কারণ, আমার দৃঢ় বিশ্বাস যে তারা নিজেরাই নিজেদের দেখভাল করার ক্ষমতা রাখেন। যার জন্যে প্রয়োজন - একটু সাহস, বুদ্ধি, সচেতনতা বৃদ্ধি এবং সততা।
©somewhere in net ltd.