![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার স্বত্ত্বার এক অবিকল প্রতিবিম্ব। অন্যভাবে বলতে গেলে আমি একজন অতি নগন্য মানব বা মানুষ, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়।
সহস্র দূরবীণের দৃষ্টিসীমানা থেকে
রাতের ঐ তারারা ডাকছে আমায়,
সুদূরের প্রতিধ্বনিরা আমায় বলে -
হে বাছাধন! তুমি পালাচ্ছ কোথায়?
ভন্ডের কপটতায় নিমজ্জিত সবাই
আমি তো একা! পালাবো কোথায়?
©somewhere in net ltd.