![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নের শহর ঢাকা,তবে স্বপ্ন না বলে দুঃস্বপ্ন বললেও বুঝি খুব একটা ভুল হবে না। কারণ সহজ, আমরা এমন একটি জায়গায় থাকি যেখানে জীবনের কোন নিশ্চয়তা নেই। আমরা ঢাকা কমার্স কলেজের প্রাক্তন ছাত্র, আজকে যখন শুনলাম যে আমাদের বাংলা বিভাগের শিক্ষিকা তৃষ্ণা গাঙ্গুলি ম্যাম আমাদের মাঝে নেই, আমরা স্বাভাবিক ভাবেই স্তম্ভিত হয়েছি। জীবনে অনেক কঠিন পরিস্থিতি তে নিজেকে শক্ত রেখেছি, কিন্তু ম্যাম এর মৃতদেহ দেখে কিছুতেই নিজের চোখের পানি আটকাতে পারিনি।
স্তম্ভিত ত আমরা হয়েছিলাম ই, কিন্তু তখন বুঝিনি যে আমাদের স্তম্ভিত হওয়া মাত্র শুরু। আমরা জানতে পারলাম, ঢাকায় আজমল নামের এক হাসপাতাল রয়েছে। ওখানে ম্যাম এর এ অবস্থা হয়েছে। আর জানলাম মৃত্যুর কারণ বাচ্চা সিজার হওয়ার পর রক্ত শুন্যতা। ঢাকার মত একটা শহর, যেটাকে নাকি বলা হয় মেগাসিটি, সেখানে একটা মানুষ সিজার এর মত সিম্পল অপারেশন এ মারা যায় কিভাবে তা মাথাতে এলো না। অপারেশন এর আগে প্রয়োজনিয় রক্তের জোগান রাখা একটী মৌলিক কাজ, সেটাও কি তারা জানেন না? আরও শুনলাম তাদের ডিজিটাল এক্সরে যন্ত্র নেই এমন কি জ়রুরী বিভাগ অর্থাত আই.সি.ইউ ও নেই! ওখানে নাকি আগেও এভাবে অনেক রোগি মারা গেছেন। ডাক্তার রা কি বোঝেন না যে তাদের গাফিলতির জন্য আমাদের কত আপনজন কে আমরা হারাচ্ছি? আজ তৃষ্ণা গাঙ্গুলি ম্যাম মারা যান নি তাকে হত্যা করা হয়েছে। ডাক্তার দের বলছি আপনারা কসাই নন, যে টাকায় বেতন পান ওই টাকা আমাদের ই। আমরা বাচতে ওই টাকা দিয়েছি মরতে নয়। আজকে আজমল হাসপাতাল আমরা ধুলোয় মিশিয়েছি, এতে করেই বুঝে নেবেন কোন কিছুতে সহজে পার পাওয়া এত সহজ নয়।
১৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:১৭
আলভী রায়ান খান বলেছেন: হ্যা ওটাই
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৫৫
মোঃমোজাম হক বলেছেন: টিভিতে দেখলাম কিভাবে ভাংচুর করা হলো।
যে ডঃ দোষী তাকে না ধরে জাতীয় অপচয় করা কতটা যুক্তিযুক্ত হলো ভেবে দেখবেন।
আপনি পিকে লিখেছেন"আমার লেখাই আপনাকে আমার পরিচয় দেবে।"
১৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:২০
আলভী রায়ান খান বলেছেন: আপনি কি মনে করেন না মানুষের জীবন ও জাতীয় সম্পত্তি? ওটা অপচয়ের খেশারত দেবে কে? আমার লেখাই আমার পরিচয় দেবে, তবে সেটা সঠিক ভাবে বোঝার দায়িত্ত্ব আপনাদের।
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৫৭
মোঃ রাইসুল ইসলাম রাসেল বলেছেন: ah ! Nirmom akta gotana.ami dka ct clg a pori. Aj clg a gie ak sr er kase sunte pelm mam er ay korun abong okal mretur kotha. Sune khub kharap laglo. Akta kisu kora dorkar
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৫৯
মোঃ রাইসুল ইসলাম রাসেল বলেছেন: mujammel vy kotha ta thik e bolecen
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:০১
স্পেলবাইন্ডার বলেছেন:
টিভির খবরে যেটা বুঝলাম ঐ গাইনি ডাক্তার এই হাসপাতালের ডাক্তার নন, উনি অন্য একটি হাসপাতালে বসেন। মৃতা শিক্ষিকা ওনার কাছে নিয়মিত চেকআপ করিয়েছেন এবং ডেলিভারী তথা সিজারিয়ান অপারেশনের জন্য ঐ ডাক্তার আজমল হাসপাতালের ওটি ভাড়া নিয়েছেন। অর্থাৎ এখানে মৃতা শিক্ষিকা নিজের ইচ্ছায় এসে ভর্তি হন নি। তাই ওনার মৃত্যুর জন্য মূলত উক্ত ডাক্তারই দায়ী যিনি যথেষ্ঠ সুযোগ-সুবিধা না থাকা একটি হাসপাতালে কেন অপারেশন করতে গেলেন।
দ্বিতীয় একটা বিষয় হল, এরকম কন্ট্রাকে অপারেশনের সময় সার্জারী ডাক্তার তার সহকারী ও অ্যানেসথিয়াসিস্ট নিজের সাথে নিয়ে আসেন। হাসপাতাল শুধু ওটি ভাড়া পায়।
৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:০৭
নাকিব বলেছেন: ব্যক্তিগত ভাবে আমার জানা নেই, উনার কি হয়েছিল, বা ডাক্তার দের কি দোষ ছিল, কিন্তু সিজার অপারেশন এ রোগী মারা যায়না, বা কমপ্লিকেশন হয়না, এটা বেশ ভুল ধারনা। যেকোন অপারেশন, যত বড় বা ছোট হোক না কেন, অজ্ঞান বা এনেস্থেশিয়া দেবার ব্যাপার যেখানে জড়িত আছে, সব সময়ই রিস্ক জড়িত।
১৮ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:০৩
আলভী রায়ান খান বলেছেন: আপনি কি সামান্য হোলেও পক্ষপাতিত্ব করছেন না?
৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:১২
বেঙ্গল মাসুদ বলেছেন: আসলেই মন্ত্রী ফকিরের কথামত শিক্ষিকা ইশ্বরের দেয়া সময়মত পরলোকে গেছেন।
৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:১৫
বেঙ্গল মাসুদ বলেছেন:
আজমল হাসপাতাল
৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:২৬
আলভী রায়ান খান বলেছেন: যাই হউক এরকম ঘটনার অভাব নেই যে হাসপাতালের গাফিতলির জন্য মানুশ মারা গেছে, আমি এটাই চাই যাতে এটা না ঘটে। আমি নিশ্চিত যে আপনারাও তা চান না
১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৩৩
ব্লগার ইমরান বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। আমার এক পরিচিতি আন্টি ওখানে কি একটা সমস্যা হওয়াতে গিয়েছিলো। কিন্তু বেচারীকে ২ বছরে ৩টা অপারেশনের করা হয়েছিলো। কিছুদিন আগেও একবার অপারেশন করে বললো কিছু নেই। মানে টাকা নেওয়ার ধান্দা আরকি।
আমরাই একটা ব্যাব্সথা নিতে চাচ্ছিলাম। আপনারা নিলেন ধন্যবাদ।
উপরের কমেন্টসে যারা চুশীল গিরি দেখাচ্ছেন, তাদের বলি, হাসপাতালের মালিক যখন টাকা গুনতে গুনতে হাসপাতাল থেকে বের হয়। তখন কি তার খেয়াল থাকে না এসমস্ত ফাযলামীর কথা। ডা:-রা যে অযথা মানুষকে হয়রানে করে এটাও নিশ্চয় জানেন। তিনি জেনেও কেনো কোনো ব্যা্বস্থা নেয়নি।
আমি মনে করি তার হাসপাতাল ভান্গা হয়েছে। এখন তারেও মেরেমেরে ভেন্গে দেওয়া উচিত।
১৮ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:০১
আলভী রায়ান খান বলেছেন: আপনি ঠিক ই বলেছেন, ঢাকায় এসব হাতুড়ে হাসপাতাল এর অভাব নেই। মানুষ যাবে কোথায়? সবার তো এপোলো বা স্কয়ার এ চিকিতসা করানোর মত অবস্থা নেই, তবে কি সাধারন মানুষ বিনা চিকিতসায় এভাব্র মারা যাবে?
১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:৪১
হেডস্যার বলেছেন:
রাস্তার গাড়ি কি দোষ করছিল?
১৮ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৫৬
আলভী রায়ান খান বলেছেন: এটা তো আমাকে জিজ্ঞেস করে লাভ হবে না, আমি ত আর অবরোধ করি নি।
১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:৫৮
ফয়সাল তূর্য বলেছেন: খুবই দুঃখজনক।
১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:৪১
জাহিদ মজুমদার বলেছেন: ভবিষ্যতে যারা হাসপাতাল ভাঙচুর করবেন তাদের প্রতি একটা অনুরোধ, সুখের মারামারি, ভাঙচুর শেষ হওয়ার পর আপনারা দুচাইরটা ডাক্তারকে রাস্তায় নামাইয়া ন্যাংটা কইরা ছাইড়া দিবেন। ওদের বহুত কান্ডকারখানা সহ্য করছি।
১৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৫৯
রাইডার্স বলেছেন: উপরের কমেন্টসে যারা চুশীল গিরি দেখাচ্ছেন, তাদের বলি, আমি নিজে আজমল হাসপাতালে ভর্তি ছিলাম, আমাকে একদম মুমূর্ষু বানিয়ে (আমাকে যারা দেখতে গিয়েছিলো এবং সাথে যারা ছিলো, তাদের ভাষ্যমতে) তারপর অন্য হাসপাতালে পাঠিয়ে দেয়। তাহলে বলুন কি করবেন???
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৫০
ফারা তন্বী বলেছেন: এটা কি মিরপুর ১০ এর আজমল হসপিটাল? ইশ!