নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেখানে আইন আছে, সেখানে স্বাধীনতা নেই । সো ইফ ইউ টিচ মি রুলস, আই উইল টিচ ইউ হাউ টু ব্রেক দেম ।

সশঙ্ক

সশঙ্ক › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার রংমিলান্তি-১

২৪ শে জুলাই, ২০১৬ রাত ৯:২১

প্রিয় মৃণালিনী,
ভালবাসা নিও । যদি তুমি আমাকে নাও ভালবাস, তবুও আমি তোমাকে চিরটাকাল ভালবেসেই যাব । তোমাকে একটা প্রেমিকার মত চেয়েছিলাম, গার্লফ্রেন্ড না । গার্লফ্রেন্ডদের বেশিদিন ভালবাসা যায় না , কিন্তু প্রেমিকাকে শতজনম ভালবাসলেও আশ মেটে না । আমি তোমার মাঝে মৃত্যুঞ্জয়ের বিলাসীকে খুজেছিলাম । তুমি আসবে নীল শাড়ি পড়ে , খোপায় শিউলি ফুল । তোমার ব্যাগে থাকবে আনাড়ি হাতে এক বাটি আমার জন্য বেশি করে চিনি দেয়া পাতলা পায়েশ । গায়ে গা চেপে বসে নয়, একটু দূরে বসে বার বার মাথা ঝকিয়ে আমার কথাগুলো শুনবে । পাশাপাশি হাটার সময় যখন হঠাৎ হাতের বেপরোয়া আঙুলটা তোমার হাতটা স্পর্শ করবে, অমনি তুমি আমার দিকে তাকিয়ে একটা লাজুক হাসি দিবে । রিকশা করে যাবার সময় বার বার হুডের পেছন তাকিয়ে দেখবে আমি ঠিকমত রাস্তা পার হচ্ছি কি না । কোন ফোনালাপ চলবে না, থাকবে শত শত চিঠির আদান-প্রদান । জর্জ মাইকেল বা ডেনভারের কোন গান ধরলে বলবে, “পূর্ণেন্দু পাত্রীর সেই গল্পটা আবৃতি করো না ।” আবার বৃষ্টির দিন হলে বের বারণ করে বলবে, “বৃষ্টিতে ভিজলে তোমার যে জর আসে জানোনা ?” । কোন উৎসব-পার্বণে কিছু উপহার দিলে বকুনি দিয়ে বলবে, “কেন শুধু শুধু টাকাগুলো খরচ করলে ” । অসুখে যখন শুনবে খেতে পারছিনা তখন খাবার রান্না করে পাঠিয়ে দেবে । ল্যান্ডফোনের এই যুগে আমার ফোনের অপেক্ষায় থাকবে । তোমার চাহিদা হবে শুধুই আমি । তোমার হাত ধরার সুখস্বপ্নে কেটে যাবে অনন্ত রাত । তোমার সবকিছুতেই থাকবে একটুখানি রাগ, যেদ আর অসম্ভব বারাবারি । মাঝে মাঝে দুস্টু মিস্টি অভিমান । আমার জীবনের প্রতিটি সাফল্যেই থাকবে তোমার দ্ব্যর্থ অনুপ্রেরণা । অপুর হৈমন্তী হয়ে বেঁচে থাকবে আজীবন । সবশেষে তোমার কাছে আমার একটাই চাওয়া, তুমি আমাকে ভালবাস আর নাই বাস আমাকে যে প্রতিটামুহূর্তে মিস কর ।

তারিখ: যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম
ইতি
তোমার অপ্রিয় বোকাসোকা ছেলেটা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.