![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"MOTIVATION IS THE BULLET IN THE BRAIN"
এই বুলেট নিয়েই খেলা চলছে... জীবন মরন খেলা... নিজের লাইফের অভিজ্ঞতা থেকেই বলছি, কলেজে পড়ার সময় প্রাইভেটে গিয়ে জঙ্গিদের একটা ভিডিওক্লিপ দেখেছিলাম... ওই আধাঘণ্টা সময় মনে হইছিল- ওরা যা বলছে তাই ঠিক...
সাধারণত মানষিকভাবে অবসাদগ্রস্ত যুবকদেরই ব্রেইনওয়াশ করা হয়... যারা জীবনে লক্ষ্যহীন, দিকভ্রষ্ট তারা যেকোন ভাবে প্রভাবিত হতে পারে...একটা মানুষকে DEPRESSED অবস্থায় যে কোন ধরণের আশাব্যঞ্জক কথা বল্লেই বিশ্বাস করবে...
একটা মানুষের ব্রেইনওয়াশ করার ব্যাপারগুলো সিম্পল... প্রথমে তাকে IDENTITY করে কড়া পর্যবেক্ষণ রাখা হয় তার উপর... এরপর মানুষটির দুর্বল জায়গায়গুলো চিহ্নিত করে আঘাত করা হয়... তারপর তাকে যা বোঝানো হয় তাই বোঝে... এজন্য প্রথমে কিছু MOTIVATIONAL কথা বলে তাকে বসে আনা তা যদি মানুষটির মিলে যায় তবে সে তা বিশ্বাস করতে শুরু করে... ঠেলে দেয় নির্মম অন্ধকারে...
মানুষ ভুল সময়ে ভুল পথে ধাবিত হয়... সবসময় বাবা-মাই সবচেয়ে ভাল বন্ধু হওয়া উচিত... কিন্তু যুগের পরিবর্তনে পিতামাতার সাথে সন্তানের দূরত্ব বেড়ে চলছে... বেড়ে চলেছে পারিবারিক মেলবন্ধন... মানুষের মাঝে হিউম্যান ইন্টারেকশন কমে গেছে প্রচুর পরিমানে... এর ফলে দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটছে... এর দোষ আমাদের শিক্ষাব্যবস্থার নাহ... দোষ আমাদের সামাজিকতার... যার বলি হয় এইসব যুবকদের জীবন...
২| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১২:৪৯
সশঙ্ক বলেছেন: ঠিক সাবান না, কিছু চেতনা-চিন্তাধারা তৈরী করে দেয়া হয়...
৩| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১:১৮
বিবেক ও সত্য বলেছেন: পৃথিবীর সকল মানুষের ব্রেইন ওয়াশ করা হয়
৪| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১:৩১
সশঙ্ক বলেছেন: সকল মানুষ নয়, যারা মানষিকভাবে বিপর্যস্ত, তাদের...
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৬ রাত ১২:৪২
চাঁদগাজী বলেছেন:
ব্রেইন-ওয়াশের সময়, মাথার ভেতরে সাবান ইত্যাদি ঢুকায়ে দেয়?