![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের দেশের অবস্থা নিয়ে কিছু গাণ এর কথা মনে পড়ছে তাই সবার সাথে শেয়ার করলাম ।
দেশের এই অবস্থাতে আমরা কেউ শান্তিতে নেই, নিরাপদে নেই, আমাদের জীবন ব্যাবস্থা হুমকির মুখে।
ওয়ারফেজ ব্যান্ড এর “জীবন ধারা” গানটি বেশী মনে পোড়ছে তাই এটা দিয়েই শুরু করলাম ।
জীবন ধারা -- ওয়ারফেজ
অ্যালবামঃ জীবনধারা
আমারই দেশে এমনি জীবনধারা,
বদলে যায় রাজারা থেকে যায় তার ছায়া। (২)
অসহায় এক জীবনধারা চারপাশে আজ আমার
রাজনীতির শিকলে বাঁধা জীবন সবার
কতকিছু ঘটে যায় তবু থাকতে হয় নির্বিকার
কেটে যাবে একিভাবে কারো নেই যে কিছু করার।
আমারই দেশে এমনি জীবনধারা,
বদলে যায় রাজারা থেকে যায় তার ছায়া।
অসহায় এক জীবনধারা চারপাশে আজ আমার
রাজনীতির শিকলে বাঁধা জীবন সবার
কতকিছু ঘটে যায় তবু থাকতে হয় নির্বিকার
কেটে যাবে একিভাবে কারো নেই যে কিছু করার।
কত আশাকে বারেবারে
বেঁধেছে বুকে এই দেশেরই মানুষ,
শত বাধাকে ভেঙেচুড়ে
মুক্তির নিশানটাকে
সামনে তুলে ধরে বারেবার
বারেবার এগিয়ে গেছে তারা।
আমারই দেশে এমনি জীবনধারা,
বদলে যায় রাজারা থেকে যায় তার ছায়া।
শত ছলনা প্রলোভনে
ভুলেছে মন এই দেশেরই মানুষের
কবে জনতা এক হবে
মৃত্যুর শপথ নিয়ে
নতুন সমাজ গড়ে আরেকবার
আরেকবার এগিয়ে যাবে তারা।
আমারই দেশে এমনি জীবনধারা,
বদলে যায় রাজারা থেকে যায় তার ছায়া।
অসহায় এক জীবনধারা চারপাশে আজ আমার
অর্থহীন কিছু দ্বন্দ্ব যা নেই কোনো দরকার
লক্ষহীন ভবিষ্যৎ সামনে শুধুই অন্ধকার
একিভাবে কেটে যাবে কারো নেই যে কিছু করার।
অসহায় এক জীবনধারা চারপাশে আজ আমার
রাজনীতির শিকলে বাঁধা জীবন সবার
কতকিছু ঘটে যায় তবু থাকতে হয় নির্বিকার
কেটে যাবে একিভাবে কারো নেই যে কিছু করার।
ডাউনলোড
যেভাবে সাধারণ মানুষ মারা যাচ্ছে,কত মায়ের বুকের মানিক ঝরে পড়ছে অকালেই। আমাদের সমাজ এখনো কুলোশিত হয়ে আছে কিছু মানুষের কারণে, কিন্তু আর কত দিন এভাবে ওকালে প্রাণ হারাবে এই দেশের স্বাধীন মানুষ গুলো ? ? ?
তাই এখন আর্ক ব্যান্ডের হাসানের স্বাধীনতা এ্যালবামের
"আর কত মৃত্যু "গানটি মনে পড়লো ।
আর কত মৃত্যু-হাসান
অ্যালবামঃ স্বাধীনতা
যে মায়ের ছেলে ফিরে আসেনি
মাগো মাগো বলে কভু আর কাছে ডাকেনি ,
সে মায়ের বুকে কি অসহনীয় বেদনা
কেও কখনো কি দেবে সান্ত্বনা ?
এ কেমন জীবন অকালেই ঝরে যায় ,
এ কেমন সমাজ কোন প্রতিবাধ নেই প্রতিবাধ নেই
এ ভাবে কি শত তাজা প্রাণ হারিয়ে যাবে ?
নির্বিকার সবাই তা দেখে যাবেই
আর কত মৃত্যু ? কত হাহাকার ?
ন্যায় আধিপত্যের হবেকি বিদায় ?
আর যেন কখনো এমন না হয়
করতীপক্ষের নজর হোক উদয়
সন্ত্রাসীর কালো হাত সজোরে তুমি ভেঙ্গে দাও
নির্দোষীর অধিকার ফিরিয়ে দাও
বলো...বলো...বলো...বলো...বলো...বলো...বলো
যে মায়ের ছেলে ফিরে আসেনি
মাগো মাগো বলে কভু আর কাছে ডাকেনি ,
সে মায়ের বুকে কি অসহনীয় বেদনা
কেও কখনো কি দেবে সান্ত্বনা ?
এ কেমন জীবন অকালেই ঝরে যায় ,
এ কেমন সমাজ কোন প্রতিবাধ নেই প্রতিবাধ নেই
এ ভাবে কি শত তাজা প্রাণ হারিয়ে যাবে ?
নির্বিকার সবাই তা দেখে যাবেই
আর কত মৃত্যু ? কত হাহাকার ?
ন্যায় আধিপত্যের হবেকি বিদায় ?
ডাউনলোড
কাল থেকে টানা তিন দিন হরতাল আর হরতাল এলেই মনে পড়ে ডিফারেন্ট-টাচ এর রাজনীতি গানটির কথা, এই গানটির তুলনা হয়না । গানটি অনেক পুরানো কিন্তু কথা গুলো এখনো বাস্তব ।
ডিফারেন্ট টাচ- রাজনীতি
অ্যালবামঃ শ্রাবণের মেঘগুলো
“হাল জামানার রাজনীতি ভাই , করতাছি যে আমরা সবাই
পেছন পকেট সদাই গরম , গলা বাজির আছে যে সায়।।
এ মন হায়,
একবার দুইবার নেতা হইবার চায়
শুনছি নাকি নেতারা সব এয়ারকন্ডিশন পায়।।
হরতাল মিছিল চালাইয়া যাও , রিকশা গাড়ি ভাইঙ্গা ফালাও
পেছন পেছন আছি আমি , কোন কিছুর ভরশা নাই।
বিশ্রামেতে যাইয়া নেতা সপ্নে চোখ বুলাই
বঙ্গভবন যাইতে নেতা মার্সিডিজ চালায়
বাইরে গরম চলতায়াছে , সেখানে তা নাই
মরলে মরব যুবকরা সব , আর মরলে টোকাই।।
বড় সাধ,
একবার আমি মিনিষ্টার হব
মিনিষ্টারি না পাইলেও এমপি হব
ইলেকশনে দাড়াইবেন ভাই , শিক্ষাগত যোগ্যতা চাই
প্রাইমারি পাশ না হইলে স্যার হইয়া যাইবেন ডিসকোয়ালিফাই।।
দেশের সেবা করব বলে , দাড়াইছি ভাই দলে দলে
খুন খারাবির দোষ তাতে কি , রায়টা আমার পক্ষে যে চাই
গনপতি কবে হব , সুইস ব্যাঙ্কে নোট জমাব
হর হামেশা চিন্তা শুধু , বিনা লাভে দিন বুঝি যায়।
এবার কন,
কার কি মনে চায় একটা বার হুনতাম
কপাল গুনে যদি দ্যাশের গদিটা পাইতাম
একশ কথার এক কথা ভাই , বলতে মোদের দোষ কিছু নাই
ভক্তি আছে যেমন তেমন , কাম করনের নাইকো বালাই
ঝড় বন্যাতে ভাইসা গেছে , বৈদেশি ডলার আইসাছে
ডুব দিয়াছে কোন গুদামে , আমরা কিন্তু কিছু দেহিনাই
(দুঃখে মোদের দিন কাটে যে , এই বিভাগে নাই কিছু নাই
খুলনাবাসীর ভার্সিটি কি এই জনমে হইবে জিগাই
বিচার নাই এই দেশেতে তোমরা সবে গাও
আমরিকাতে যাব মোরা ইমিগ্রেশন চাই”)
ডাউনলোড
এই গানটি শোণার পর আমাদের সবার মনে হয়তো নেতা হবার মিথ্যা ইচ্ছা জাগতে পাড়ে বা একটু ঘৃণার জন্ম নিবে ( হয়তো ) ।
এখন ঐ ঘৃণাকে মুছে ফেলতে আবারো ওয়ারফেজ ব্যান্ডের বালাম ভাই এর মহারাজ গানটি শুনতে হবে । বালাম ভাই এর সেরা একটি গান হল "মহারাজ" । গানের কথা গুলো অনেক সুন্দর ।
মহারাজ- ওয়ারফেজ
অ্যালবাম : মহারাজ
সমাজ শিখরে আজ তুমি একা
রিক্ত কামনায় অহমের মায়াজালে
সকল ভালোবাসা পদলিত করে
মানবতার যত বন্ধন ছিড়ে ফেলে
ক্ষমতার নিয়মে দেয়াল তুলে
জনতাকে বেদনায় ভাসালে
ক্ষমতার পেছনে যাদের স্মৃতি
অবসরেও কি পরে মনে……
হে মহারাজ, এসো আমাদের সমতলে
পাবে জীবন, যাকে বহুদুর গেছ ফেলে
প্রানে জোয়ার, আছে জনতার এ ভুবনে
হে মহারাজ………
তোমার দুপাশে মিথ্যে গুণবাহী
দেবে কি বাঁধার আশা জনতার এ নিরলে
রবে কি জনগন রাজপথের কাঁটা
যারা তোমায় ভালোবেসেছে মনে প্রানে
হে মহারাজ………
ক্ষমতার নিয়মে দেয়াল তুলে
জনতাকে বেদনায় ভাসালে
ক্ষমতার পেছনে যাদের স্মৃতি
অবসরেও কি পরে মনে……
হে মহারাজ, এসো আমাদের সমতলে
পাবে জীবন, যাকে বহুদুর গেছ ফেলে
প্রানে জোয়ার, আছে জনতার এ ভুবনে
হে মহারাজ………
হে মহারাজ, এসো আমাদের সমতলে
পাবে জীবন, যাকে বহুদুর গেছ ফেলে
প্রানে জোয়ার, আছে জনতার এ ভুবনে
হে মহারাজ………
ডাউনলোড
পরিশেষে শুধু এতোটুকুই বলতে চাই
" অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানের ভুল গুলো না শুধরালে আমাদের ভবিষ্যৎ আরও খারাপ হবে " ।
(( এটি আমার প্রথম পোস্ট তাই ভুল হলে ক্ষমা চাইছি । ))
©somewhere in net ltd.