![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Sonjoy Biswas Shantø
অস্বস্তিতে অতিবাহিত হওয়া প্রতি মুহূর্ত এত লম্বা হয় কেন, কে জানে। অনেকক্ষণ ধরে মেয়েটিকে দেখতে পাচ্ছি না। নয়ন যেন শত অন্বেষনেও ক্লান্ত হচ্ছে না। হয়তো মেয়েটি আনমনে কারো সাথে গল্পে ব্যস্ত। জানি এমন কোন মুহূর্ত আমার জীবনের কোন দিবসে থাকবে না। তবুও……
এমনিতেই আমি কোন অনুষ্ঠানে যাই না, তাও আবার সঙ্গী ছাড়া। আসবনা আসবনা করেও মেয়েটিকে এক পলক দেখার জন্য না এসে থাকতে পারলাম না। সম্ভবত দ্বিতীয় বার ওদের বাড়িতে আসলাম। শুনেছি ছোট বেলায় একবার এসেছিলাম কিন্তু আমার মনে নেই।
অচেনা লোকের কোলাহলে নিজেকে খুব একা লাগে। বাড়ি থেকে বের হয়ে এদিক ওদিক ঘুরাঘুরি করে আবার ফিরে আসি। নতুন যায়গায় ঘুরাঘুরি করা খুব ভালই লাগে আমার কাছে। কিন্তু বেশি দূরে যেতে পারি না। হৃদয়ের টানে ফিরে আসি মাঝ পথ থেকেই।
অবশেষে মনে হয় অপেক্ষার অধ্যায় শেষ হয়েছে। কিছু অস্বস্তি নিয়ে বারান্দার এক পাশে দাড়িয়ে ছিলাম আমি। একটু পর মেয়েটি এসে দাড়াল বারান্দায়, উঠোনের কোলাহলের দিকে তাকিয়ে। আমার বুক যেন কম্পিত হচ্ছিল অজানা এক শক্তিতে। তখনো ওর মুখটা দেখিনি। সামনে থেকে হারিয়ে গেল ক্ষণ কালেই। কিছুক্ষন খোজার বৃথা চেষ্টা করে বাড়ি থেকে বের হলাম নতুন যায়গাটা একটু ঘুরে দেখার জন্য।
সব জায়গায়ই কিছু বিরক্তিকর লোক থাকে। এদের খোঁজার প্রয়োজন পড়ে না। এরা অদূরেই থাকে। এদের এড়িয়ে যাওয়া খুব কঠিন। মেজাজ তিরিক্ষি করতে এদের চেয়ে ভাল মাধ্যম খুব কম পাওয়া যায়।
এমন একজন কে পেতে আমার বেশি দেরী হল না। " এই যে বড় ভাই শুনছেন," আমাকে উদ্দেশ্য করে। বয়সে ছোটদের যারা তাচ্ছিল্য করে বড় ভাই বলে ডাকে, আমার মতে তারা খুব মারাত্মক প্রকৃতির লোক।
©somewhere in net ltd.