![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Sonjoy Biswas Shantø
আমার দিকে তার কথার বান নিক্ষেপ করার আগে সন্দেহের দৃষ্টিতে আমার দিকে তাকাতেই আমি হাতের মুঠোফোনটা পকেটে ডুকিয়ে ওর প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাড়িয়ে রইলাম।
: কার বাড়িতে এসেছ তুমি?
: ওই বাড়িটার পাশের বাড়ি।
: কি আত্মীয় তোমার?
আমি থ হয়ে গেলাম। যাদের বাড়িতে এসেছি তারা একটু দূরের আত্মীয়। আমি এসেছি আরেকজনের সাথে। কি আত্মীয় ঠিক করে বলতে গেলে অনেক ভেবে বলতে হবে। আমি কি একটা নিকট আত্মীয় বলেছিলাম মনে নেই। ও তো আর এর জন্য তদন্ত কমিটি গঠন করবে না।
পর্যায়ক্রমে -
: তোমার বাড়ি কোথায়?
: ভাটেরা।
: ও ভাটেরায় তো আমারও আত্মীয় আছে।
সৌভাগ্য বসত আমি ওর আত্মীয়কে চিনতাম। না হলে কি ভাবত কে জানে। অনেকক্ষন কথা বলে, তাড়া হুড়ো দেখিয়ে কোন ভাবে লোকটার কাছ থেকে নিস্তার পেয়ে ওই বাড়িতে ফিরে আসলাম।
চারপাশে এত কোলাহল তবুও যেন শুন্যতার এক সমুদ্রে ভাসছি। অজানা কোন এক বিশেষ মুহূর্তের অপেক্ষায় ক্লান্ত হৃদয়। যার সাথে এসেছি তিনি আমাকে একটি ঘরে বসালেন। অনুষ্ঠান থাকার কারনে ঐ ঘরে আরো কয়েক জন লোক ছিলেন। আমি মুঠোফোনটা বের করে ফেসবুকের স্টেটাস পড়তে লাগলাম।
হঠাৎ সেই কণ্ঠটা শুনতে পেলাম। কোন এক অসম্ভব ভালো লাগা জড়ানো। মোবাইলটা পকেটে ডুকিয়ে অন্যমনস্ক ভাবে বসে রইলাম, ওর কথা গুলো শুনার জন্য। হৃদয়ের স্পৃহায় অবারিত নয়নে তাকাই সহসা। ওই মায়াবী নেত্রদ্বয় অজান্তেই কি এক একটা মায়াজালে আটকে ফেলেছে আমায়।
খুব বলতে ইচ্ছে করে তাকে কোন এক রাতের আলো আঁধারে কবিতার খাতার পাতায় দু ফোটা চোখের জল আর লেখনীর কালিতে অস্তিত্ব আঁকি তার।
কোন এক কুয়াশা ঘেরা ভোরের রবির নরম রোদে আমার অনুভূতি জুড়ে শুধু সে ই থাকে।
কষ্ট টা শুধু এই যে তোমার নাগালের বাইরে কোন এক অজানা অধ্যায়ে আমার স্থান। যে অধ্যায় কোন দিনই তোমার পড়া বা জানা হবে না।
৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:১১
সাইলেন্ট পেইন বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৪২
রোদেলা বলেছেন: কোন এক কুয়াশা ঘেরা ভোরের রবির নরম রোদে আমার অনুভূতি জুড়ে শুধু সে ই থাকে
মন ছুঁয়ে গেলো।