![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালো আছি.ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো .।
একটা সময় ছিল যখন সারাদিন বসে বসে ফেসবুকের Bridal page গুলো দেখতাম!!আর চিন্তা করতাম, ইশ্শ,এই বউগুলো এত্তো সুন্দর কেনো?????মানুষ এত্তো সুন্দর কিভাবে হয়???
আজকে চিন্তা করলাম,লিখতে যখন পারিই না,তখন copy paste ই ভরসা!!!
এই ছবিগুলো ফেসবুকের Bridal page থেকে নেয়া।কারো কাছ থেকেই অনুমুতি নিতে পারিনি।তবে কেউ আপত্তি করলে সাথে সাথে মুছে দেবো।
copy paste পোস্টের জন্য] কেউ বকা দিবেন না প্লিইইজ।[img|http://ciu.somewherein.net/ciu/image/66772/small/?token_id=8add81a70bb235b4228d2917f12f39e7
লাল টুকটুকে বউ আমার সবসময় ভালো লাগে!
এখন ফ্যাশনে ইন রেড লিপস।খুব সুন্দর,তাই না!!
এই ড্রেসটা খুব ভালো লাগলো,একদম আনকমন!
এইটও সুন্দর!!
ইশ!!?মানুষ এত্তো সুন্দর কিভাবে হয়???
আরো সুন্দর !!এইবার গায়ে হলুদ!!
যদিও গায়ে হলুদে হলুদ রংটাই বেশি ভালো লাগে!!
সবগুলো বউের মধ্যে একজোনকেই শুধু চিনি।প্রতিদিন দেখি!!!
কোনটা??????????
আপনারাই বলেন!!!(আবারো বলছি,এই ছবিগুলো ফেসবুকের Bridal page থেকে নেয়া।কারো কাছ থেকেই অনুমুতি নিতে পারিনি।তবে কেউ আপত্তি করলে সাথে সাথে মুছে দেবো।)
০৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৪৫
দূর দ্বীপবাসীণি বলেছেন: ভাইয়া,বউ সাজতে হলে মেকআপ দিতেই হবে। মেকআপ ছাড়া বউ সাজা যায় কি?
তবে আপনার কথা ঠিক ,সাজুগুজু করলে সব মেয়েকেই মোটামুটি সুন্দর লাগে ।
আর স্নানঘর থেকে বের হবার পর আসলেই সুন্দর লাগে;তবে সেটা বোধয় সবাইকেই-ছেলেদেরও,মেয়েদেরও এমনকি বাবুদেরও!
না, প্রথম বউটাকে কোনোদিন দেখিনি!যাকে চিনি সে প্রথম বউটা না।
২| ০৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৫৫
সজিব আহমেদ বলেছেন: শেষের টা
০৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:০৯
দূর দ্বীপবাসীণি বলেছেন: হয়নাই,হয়নাই
৩| ০৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:০১
কান্ডারি অথর্ব বলেছেন: ভাই জানের কি বিবাহ হইয়াছে :!> :!> :!> :#> :#> :#>
০৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:১০
দূর দ্বীপবাসীণি বলেছেন: আমি আপুজান ,ভাই জান না
৪| ০৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:০৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পরের বউ দেইখা কি লাভ!
০৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:১২
দূর দ্বীপবাসীণি বলেছেন: ঘটনা সত্য!!!কোনো লাভ নাই!!!
৫| ০৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:১০
আমি ইহতিব বলেছেন: বিয়ের ছবি বৌয়ের ছবি দেখতে সবসময়ই ভালো লাগে। এটাও ভালো লাগলো। প্রথম, চতুর্থ আর ষষ্ঠ বৌ কে বেশী ভালো লেগেছে।
০৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:১৩
দূর দ্বীপবাসীণি বলেছেন: আমারো!!!আপনার পছন্দ আর আমার পছন্দ মিলে গেছে!!!চিমটি!
৬| ০৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৩৩
আমিনুর রহমান বলেছেন: আপনি কোনডা
কেমন আছেন???
০৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৩৮
দূর দ্বীপবাসীণি বলেছেন: কমু না,কমু না .খুইজ্যা বাইর করেন!
আলহামদুলিল্লাহ,অনেক ভাল আছি ভাই।
৭| ০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:০৮
আমিনুর রহমান বলেছেন: ৪ নং অথবা ৮ নং ..................
০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:১৯
দূর দ্বীপবাসীণি বলেছেন: সর্বনাশ!!!কিভাবে বুজিলেন জাতি জানতে চায়!!!(স্পেসিফিক করে বলতে বইলেন না,বলিব না,তবে আপনার অনুমান সঠিক হইয়াছে!!! :#>
৮| ০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:১৪
সবুজ মহান বলেছেন: আপুনি আপ্নের একটা ছবি দেন না বিয়ের শাড়িতে !!
৬ নম্বর টারে আমার ভাল লাগিয়া গেছে
০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:২১
দূর দ্বীপবাসীণি বলেছেন: আমার ছবি আছে তো ভাইয়া!!!!একটু খুজে দেখেন
৯| ০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:১৬
সবুজ মহান বলেছেন: মিসটেক হইয়া গেছে !!! ভাল তো লাগছে ৭ নম্বর বউটারে
০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:২৩
দূর দ্বীপবাসীণি বলেছেন: আমার সবগুলাকেই ভালো লাগছে!কি যে করি!!!
১০| ০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:২২
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: :#>
০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:২৪
দূর দ্বীপবাসীণি বলেছেন: আপনি লজ্জা পাইসেন কেন ভাইয়া??
১১| ০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:২৫
আমিনুর রহমান বলেছেন: আমার মেইল একটা মেইল দেন। জানিয়ে দিচ্ছি কোনটা আপনে
আর কেমনে বুঝলাম কইতাম না
০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:০৮
দূর দ্বীপবাসীণি বলেছেন: আপনার মেইল আইডি কই পাইতাম????
আপনি তো আমার নাম জানেন,তাইনা??ফেবু থাইকা বাইর করসেন?কিন্তু ামার ফেবু আইডি তো প্রটেক্টেড।আপনে ছবি দেখলেন কেমনে???
আম্মাআআআআ,,,,,আমি খেলমু না
১২| ০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:২৭
আমিনুর রহমান বলেছেন: আপনি মানুষ হিসেবে সুন্দর সেটাতো জেনেছি এখন জানলাম আপনি দেখতে ও সুন্দর
০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:১৪
দূর দ্বীপবাসীণি বলেছেন: কেমনে জানলেন????বিয়ের মেকআপ দেয়া ছবি তে সৌন্দর্য বুঝা জায়না রে ভাই,একটা বানদররে বিয়ের মেকআপ দিলে তারেও এইরকম সুন্দর লাগবে!১ নং কমেন্ট টা পইরা দেখেন!
১৩| ০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:২৯
কান্ডারি অথর্ব বলেছেন: আমিনুর রহমান বলেছেন: ৪ নং অথবা ৮ নং ..................
আপু আই এম ছরি কিন্তু আমার এখন মনে হয় আপনি
৮ নং ছবির বিয়ের শাড়িতে সাঁজা বউটা
০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:১৫
দূর দ্বীপবাসীণি বলেছেন: ৪ নং অথবা ৮ নং,,,,এর বেশি রআর বোলতে পারতেসিনা ভাই
১৪| ০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৩০
সবুজ মহান বলেছেন: না আপ্নের ছবি কোনটা আর খুঁজব না যদি ভাল লাগিয়া যায় !!
তয় আমার অন্তর্দৃষ্টি কয় আপনি ৮ নম্বর বউ
ঠিক ? ইয়েস ঠিক !
০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:১৬
দূর দ্বীপবাসীণি বলেছেন: : কমু না,কমু না.
১৫| ০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৩৬
*কুনোব্যাঙ* বলেছেন: দূর দ্বীপবাসিনীর বিয়ের একটা ছবি দিলেন না! যাইহোক, আমি দিয়ে দেই
বিয়ের সাজ নিয়ে আমারও একটি পোষ্ট ছিল। দেখার আমন্ত্রণ রইল।
View this link
০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:১৮
দূর দ্বীপবাসীণি বলেছেন: এইখানে কেউ বিয়েতে দাওয়াত দেয়না রে ভাই!!
আপনার পোস্ট টা পড়তেসি এখন
১৬| ০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৪১
বাংলার নবাব নাজমুলউদ্দৌলা বলেছেন: ৮ নম্বর তারে ভালো লাগিল । ইশ! এইটা যদি আমার বউ হইত !!!
০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:২০
দূর দ্বীপবাসীণি বলেছেন: উনি এখন অন্য কারো বউ!!
বাংলার নবাবের আর চিন্তা কি???এর চাইতেও সুন্দরি বউ পাবেন!!
১৭| ০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৪২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দরী বউদের ছবি ভাল লাগলো ।
আপনার ছবি কোনটা বলতে না পারলেও , আপনি যে অসাধারন রূপবতী ( মাশাআল্লাহ) এতে কোন সন্দেহ নাই ।
আল্লাহ আমাদের হেফাজত করুন ।
পোস্টে প্লাস ।
০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৩৪
দূর দ্বীপবাসীণি বলেছেন: ইশ!!খুশিতে গলে গেলাম!!!!?
বিয়ের মেকআপ দেয়া ছবি তে সৌন্দর্য বুঝা জায়না রে ভাই,একটা বানদররে বিয়ের মেকআপ দিলে তারেও এইরকম সুন্দর লাগবে!
১৮| ০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:১৬
*কুনোব্যাঙ* বলেছেন: ওহ বলতে ভুলে গেছি, এই ছবির মানুষটাকে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে!
০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৩৫
দূর দ্বীপবাসীণি বলেছেন: কোথায়??কোথায়?????কোথায়????
১৯| ০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:২৬
সবুজ মহান বলেছেন: এইতো সিলভী আপু ধরা খেয়ে গেলা
৪ নম্বরটা তুমি !!! বাহ রে !! আপুটা তো আগুন সুন্দরী !!!
০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৪০
দূর দ্বীপবাসীণি বলেছেন: খেলবো না.আমি খেলবোনা।
আই পোলা,সিলভী আপু কেডা???
আম্মাআআআআ
২০| ০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৩০
নিঃসঙ্গ ঢেউ বলেছেন: আমার তো সবাইরেই ভালো লেগে গেছে :#> :#>
আমি কি আরেফিন রুমি হয়ে যাচ্ছি
০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৪১
দূর দ্বীপবাসীণি বলেছেন: নিঃসঙ্গ ঢেউ বলেছেন: আমার তো সবাইরেই ভালো লেগে গেছে
আমি কি আরেফিন রুমি হয়ে যাচ্ছি ।
সেইরকমই তো মনে হচ্ছে!!!
২১| ০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৩৮
শীলা শিপা বলেছেন: ৩ নম্বরটা পছন্দ হইছে। আমি এমনেই সাজবো।
০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৩৯
দূর দ্বীপবাসীণি বলেছেন: হা,তবে এখন রেড লিপস ইন,আপনার বিয়ের সময় যদি আউট হয় তাহেলে আবার ভালো লাগবে না!
এইভাবে সাজতে হলে তারাতারি বিয়ে করে ফেলেন শিলা!
২২| ০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৪৪
সিয়ন খান বলেছেন: এত সুন্দর সুন্দর মেয়া দেখা তো বিয়া করতে মন চায়
০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৪০
দূর দ্বীপবাসীণি বলেছেন: করে ফেলেন,করে ফেলেন!!!দেরি কিসের!!!
২৩| ০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৪৯
সবুজ মহান বলেছেন:
silvi islam= দূর দ্বীপবাসীনি
যাউজ্ঞা ভাল থাকো আপু ।
০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৪৩
দূর দ্বীপবাসীণি বলেছেন: জাতির মাথায় অনেক বুদ্ধি!!!!!
২৪| ০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:০৯
আমিনুর রহমান বলেছেন: আপনার হাসি খুব সুন্দর। আমার ব্লগে গেলেই উপরের ডানে তাকালেই আমার মেইল এ্যাড পাবেন।
০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৪৫
দূর দ্বীপবাসীণি বলেছেন:
তাই????
২৫| ০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:২০
মেফতাহুল সাগর বলেছেন: আপনার গলার হারটার দাম কত? আমি রিসেন্ট বিয়ে করব বলে ঠিক করেছি। যেহেতু আপনার বিয়ে হয়ে গেছে তো অন্য কাউ কে করব আগামি ১২ তারিখ।
০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৩৬
দূর দ্বীপবাসীণি বলেছেন: ভাই,আব্বু তো বিয়ের গয়না ২০০৪ এ বানায় রাখসিলো।সে সময় সোনার দাম কম ছিল অনেক।মনেহয় ১৭০০০ টাকা ভরি ছিলো।এখনকার দামের সাথে াকাশপাতাল পার্থক্য!
২৬| ০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৩২
s r jony বলেছেন:
আরে ভাই আপারেইত দরকার।
আম্মা গতকাল বাসায় লাস্ট (তবে ফাইনাল না) নোটিশ দিছে "এই মাসের মধ্যেই" বিয়া করন লাগব।:``>>
মানসিক ভাবে প্রস্তুত না হলেও(
( "মানিব্যাগ"ভাবে প্রস্তুত আচি, আপনি এখুনি ঘটকালি কইরা দেন যাতে ১২-১২-১২ তে যেন আমার বিয়া খাইতে পারেন
০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৪৭
দূর দ্বীপবাসীণি বলেছেন: কি যে করি!!!!
যান আজ থেকে অভিযান শুরু!!!
২৭| ০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৩৩
রায়হান০০৭ বলেছেন: আমার টার কাছে এইগুলান কিছুই না
:#> :#> :#>
০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৪৯
দূর দ্বীপবাসীণি বলেছেন: এইভাবে বলেনা ভাইয়া,সবগুলো আপুর জামাই মনে কষ্ট পাবে!!!
২৮| ০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৪৩
সত্যচারী বলেছেন: একটাও ভালো লাগে নাই, একিই রকম সাজ।, সবগুলোই শাড়ী পড়া,
ছোট পোশাকের কোন বিয়ের সাজ নাই?
০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৫০
দূর দ্বীপবাসীণি বলেছেন: চি চি চি.,,পচা কথা বলে না!
২৯| ০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন: সবুজ মহান বলেছেন: এইতো সিলভী আপু ধরা খেয়ে গেলা
৪ নম্বরটা তুমি !!! বাহ রে !! আপুটা তো আগুন সুন্দরী !!!
নারে ভাই আমি পুরো নিশ্চিত আপু হইল ৮ নং ছবির বউটাই
কি বলেন সিলভি আপু ? আপনি যতই লুকান আপনি ৮ নং ছবির বউটাই
:#> :#> :#> :#> :#> :#> :#> :#>
আমিনুর রহমান বলেছেন: আপনার হাসি খুব সুন্দর। আমার ব্লগে গেলেই উপরের ডানে তাকালেই আমার মেইল এ্যাড পাবেন।
হুম ........................ :!>
০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৫২
দূর দ্বীপবাসীণি বলেছেন: ৪ নং অথবা ৮ নং
এর বেশি আর কেমনে বলি???
৩০| ০৬ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:০০
কান্ডারি অথর্ব বলেছেন: বাংলার নবাব নাজমুলউদ্দৌলা বলেছেন: ৮ নম্বর তারে ভালো লাগিল । ইশ! এইটা যদি আমার বউ হইত !!!
লেখক বলেছেন: উনি এখন অন্য কারো বউ!!
বাংলার নবাবের আর চিন্তা কি???এর চাইতেও সুন্দরি বউ পাবেন!!
কিছু বোঝা গেল মনে হয় আর বাকি ছবি গুলো আপনার হতেই পারেনা সে যাই হোক যদি আপনি এই ছবিগুলোর কোন একজন হয়েও থাকেন তবে আপনি অনেক রূপসী এই কথা স্বীকার করতেই হবে
০৬ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:১০
দূর দ্বীপবাসীণি বলেছেন: লেখক বলেছেন: উনি এখন অন্য কারো বউ!!
ভাই,ছবির সবগুলা আপুই তো এখন অন্য কারো বউ।সবগলোই বিয়ের ছবি।
এখন, াপনি যদি বলেন, ৩ নং টারে ভালো লাগিল । ইশ! এইটা যদি আমার বউ হইত !!!
তাহলেও ামি একি কথা বলিব, উনি এখন অন্য কারো বউ!!?এর চাইতেও সুন্দরি বউ পাবেন!!
৩১| ০৬ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:১২
শাহিন বলেছেন: এখানে যে আপনার নিজের একটি ছবি আছে তা আগে বুঝতে পারিনি । নিশ্চিতভাবেই এটা ৪ অথবা ৮নং ছবি । তবে ৪নং মেয়েটির হাসি খুবই সুন্দর । যাই হোক, আপনার ছবি ৪ অথবা ৮ যেটাই হোক না কেন । আপনার প্রেমিক পুরুষও নিশ্চিতভাবে ভাগ্যবান । শুভেচ্ছা ।
০৭ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৭:১২
দূর দ্বীপবাসীণি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
সে ভাগ্যবান কি না জানি না, কিন্তু আমি নিশ্চিতভাবে ভাগ্যবান!
৩২| ০৬ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:২৮
কান্ডারি অথর্ব বলেছেন: ঠিক আছে আপনি না বলেন আর আমার অনুমান ঠিক নাইবা হোক কিন্তু কথা হল ওই একটাই আপনি ভীষণ সুন্দরী একজন ..............
অনেক অনেক শুভেচ্ছা আর ভালো থাকবেন শুভ কামনা রইল
০৭ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৭:১৬
দূর দ্বীপবাসীণি বলেছেন: ভীষণ সুন্দরী!!! :!> :#> (ভাগ্যিস আপনি আমাকে সামনাসামনি দেখন নি!তাহলে আর বলতেন না!)
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
৩৩| ০৬ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:২৮
সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: ফেসবুকের Bridal page গুল আমিও দেখতাম!! এখনো দেখি, এবং ভাবতে থাকি আমারও যদি এমন সুন্দর বউ হতো, তাইলে জীবনটা ধন্য হতো। সেই সাথে ভালো মনের হওয়া চায় ।
০৭ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৭:২১
দূর দ্বীপবাসীণি বলেছেন: হুম,একদম ঠিক।াপনার বউ এি আপুগুলার চেয়েও সুন্দর হবে,
দেখেন।
৩৪| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:২৪
লালন রিটার্ন বলেছেন: ৮নং মেয়েটা এখন অন্য কারো বউ। বাউল এর কপালে মেয়ে থাকার কথা না।
০৭ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৭:২৩
দূর দ্বীপবাসীণি বলেছেন: বাউল এর কপাল এই মেয়ে থাকার কথা না।
কারন বাউল এর কপালে এর থেকেও ভালো মেয়ে আছে!
৩৫| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৩১
বিশ্ব প্রেমিক বলেছেন: সবগুলারই দেখি কেমন জানি চেনা চেনা লাগে ....... :-< :-<
০৭ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৭:২৪
দূর দ্বীপবাসীণি বলেছেন: হায় হায়!!!
৩৬| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৩৮
ইমরাজ কবির মুন বলেছেন:
আমার কোনটা? :#>
০৭ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৭:২৮
দূর দ্বীপবাসীণি বলেছেন: একটাও না!!
সবগুলো আপুর জামাই আছে!
৩৭| ০৭ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৭:২৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: আপনাকে দেখতে মন চাচ্ছে।
০৭ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৭:৩২
দূর দ্বীপবাসীণি বলেছেন: স্বর্না, ৪ নং অথবা ৮ নং ছবির মেয়েটি আমি!
আমাকে দেখতে হলে হয় আপনি জাপান আসেন অথবা আমাকে নিউইয়র্ক নিয়ে যান
৩৮| ১০ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৩৪
একজন আরমান বলেছেন:
বিয়ার কথা শুইনাই বিয়া করতে মুঞ্চায়।
আর আপু সবাইরে এতো কনফিউজড কইরা রাখছেন কেন? কইলেই তো হয় যে ৮ নাম্বার ছবিটা আপনের। একটু ষষ্ঠ ইন্দ্রিয় খাটাইলেই বোঝা যায়।
১১ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৮:০৯
দূর দ্বীপবাসীণি বলেছেন: আহারে!!!তাহলে আর দেরি কেনো???তাড়াতাড়ি বিবাহ করেন!!!
আমাকে দাওয়াত দিয়েন কিন্তু!!!
ষষ্ঠ ইন্দ্রিয় খাটাইয়া কিভাবে বুঝলেন আমাকেও একটু বলেন না প্লিজ!
৩৯| ১১ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৮:৫৬
দেশপ্রেমিক পোলা বলেছেন: আমার বৌ বাকী ৯ জন বৌয়ের চেয়ে সুন্দরী। হায় হায় পরের বৌয়ের ছবির দিকে এতোক্ষণ তাকিয়ে ছিলাম। আমার বৌ জানলে খপর আছে। আপনার হলুদ রং অনেক পছন্দের? গায়ে হলুদের ছবি নাকি ঐটা?
১১ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৩১
দূর দ্বীপবাসীণি বলেছেন: শেষের ৪টা ছবিই ৪টা আপুর গায়ে হলুদের ছবি!
ভাইয়া, এখানে আপনার বউএর ছবিও আছে নাকি!!!
কোনটা??তাড়াতাড়ি বলেন!!!
৪০| ১১ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:২২
দেশপ্রেমিক পোলা বলেছেন: আররে না আমার বৌ নেই এখানে। আমি বলতে চেয়েছি আমার বৌয়ের চেয়ে শুধু আপনিই একটু বেশি সুন্দরী। বাকী ৯ জন আমার বৌয়ের চেয়ে অনেক পিছিয়ে।
১১ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৪২
দূর দ্বীপবাসীণি বলেছেন: তাই!
আপনার বউ আপনার এই কমেন্ট দেখলেও খবর আছে!!!!
৪১| ১১ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:১১
দেশপ্রেমিক পোলা বলেছেন: খাইছে, সেটি তো চিন্তা করিনি। আমি খেলব না। আমার কমেন্টগুলি ডিলেট করে দিয়েন।
জাপানে আসছি মার্চ মাসে, ইনশাল্লাহ। দাওয়াত রইলো ভাইয়াসহ আমার বাসায়। পিচ্চি আছে নাকি? থাকলে নিয়ে আইসেন।
১২ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৮:১৯
দূর দ্বীপবাসীণি বলেছেন: ওহ!!! তাই নাকি???
কোন সিটিতে আসছেন???
মার্চে আসছেন,তার মানে পিএইচডি/মাস্টার্স এর স্টুডেন্ট?
যদি কোনো হেল্প লাগে জানায়েন প্লিজ!
৪২| ১২ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৮:৫৯
সরকার আলী বলেছেন: তোতেমো কাওয়াই দেস নে .............
আনো সুমিমাছেন, আনাতা নো বাসো ওয়া টোঈ ওকিনাওয়া সিমা দেস্ কা?
১২ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৩৫
দূর দ্বীপবাসীণি বলেছেন: দেশপ্রেমিক পোলা বলেছেন: বাংলায় জাপানিজ লিখলে এতো বিশ্রী দেখা যায় আগে বুঝিনি।
এই জন্য বাংলায় লিখছি!
আমি ওকিনাওয়া না, মাৎসুয়ামায় থাকি।
৪৩| ১২ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:১১
দেশপ্রেমিক পোলা বলেছেন: ওসাকাতে আসছি ইনশাল্লাহ। তবে মার্চের আগেও আসতে পারি। পিএইচডি শেষ করেছি কয়েকদিন আগে। পোস্ট ডকটরাল ফিলোশিপে আসব। আপনি কোথায় থাকেন?
@ সরকার আলী : সরকার আলী মো নিহোননি সুনদেইমাছকা? নিহোন নো দোকো দেছ কা? বোকু ওয়া রাইনেন নো নি/ছান গাৎচু ওসাকানি ইকিমাছ। জিকান গা আরেবা আইমাশোকা?
বাংলায় জাপানিজ লিখলে এতো বিশ্রী দেখা যায় আগে বুঝিনি
:!>
৪৪| ১২ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৪৪
দূর দ্বীপবাসীণি বলেছেন: দেশপ্রেমিক পোলা বলেছেন: বাংলায় জাপানিজ লিখলে এতো বিশ্রী দেখা যায় আগে বুঝিনি।
আসলেই তাই!!!
আমি মাৎসুয়ামায় থাকি।এটা খুব ছোটো সিটি!মাত্র ১১ জন বাংলাদেশি থাকি!
আমার বর ও এখানে ডকটরাল ফিলোশিপে আছে,ওসাকাতে জখন াসছেন তখন দেখা হবে ইনশাল্লাহ।আমরা কানসাই এয়ারপোট ইউজ করি।
জাপানে আসার পর মাৎসুয়ামায় এসে বেড়া্য় জায়েন কিন্তু!বেশি দুর না
৪৫| ১২ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৫৭
খায়ালামু বলেছেন: বিয়া করতাম চাই
১২ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:০২
দূর দ্বীপবাসীণি বলেছেন: করে ফেলেন!করে ফেলেন!
দেরি কিসের????
৪৬| ১২ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৩১
নীল-দর্পণ বলেছেন: উপর থেকে ৩নং ছবিতে উনি কি পড়েছেন, স্কার্টের উপর পান্জাবী!!
৫&৬ নং ছবির দুজনকে ভাল লেগেছে, যদিও বিয়ের সাজের জন্যে ঠিক হয়নি, তারপরেও অন্যরকম
১২ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:০৬
দূর দ্বীপবাসীণি বলেছেন: হাহাহা, স্কার্টের উপর পান্জাবী!! যা হাসালেন!!!আপনি খুব মজা করে কথা বলতে পারেন!
৬ নং বউটা আমারো খুব পছন্দের!যা কিউট!!!
আর একটা কথা,আপনি আমার অনুসারিত ব্লগার।
৪৭| ১২ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৩২
দেশপ্রেমিক পোলা বলেছেন: ইংরেজি বানান কি matsuyama ??? সে তো দেখছি অনেকদুর। কানসাই থেকে কিসে যান ওখানে? কতক্ষণ লাগে? ভাইয়া কি Matsuyama University তে?
১২ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৫৩
দূর দ্বীপবাসীণি বলেছেন: হা, ইংরেজি বানান ঠিক আছে।
না না বেশি দুর না।বাসে ৬ ঘন্টা আর প্লেনে আধা ঘন্টা।
দুঃখের কথা আর কি বলব বলেন, মাৎসুয়ামায় ইন্টারনাশনাল এয়ারপোট নাই আর টোকিও আরো দুর,প্লেনেই দেড় ঘন্টা লাগে!!
ও Ehime University তে।
একটা কথা জানতে মনচায়,আপনি কি ইন্জিনিয়ার?
ওসাকাতে বেশিরভাগ ইন্জিনিয়ার তো,এইজন্য !
জাপান আসার পর জানায়েন।
১২ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৩২
দূর দ্বীপবাসীণি বলেছেন: ভাইয়া,আপনি কি রাগ করলেন আমার উপর?
কোনো ভুল করে থাকলে সরি বলতেসি
৪৮| ১২ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৪৭
হাসান যোবায়ের বলেছেন: বাহ আপনিতো আসলেই অনেক সুন্দর।
:#> :#> :#>
অনেক সহজেই বুঝা যাচ্ছে কোনটা আপনি। যে ছবিতে কোন লিখা নেই সেটাই অরজিনাল ছবি। আপনি ৪ নাম্বার ছবিতে সম্ভত লিখাটি কেটে দিয়েছেন। আমার মনে হচ্ছে আপনি ৮ নাম্বার বউটি।
আপনার জামাই সৌভাগ্যবান।
১২ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:০৯
দূর দ্বীপবাসীণি বলেছেন: :!> :#> :!>
অনেক অনেক ধন্যবাদ!!!
তবে আমি কিন্তু কোনো ছবি এডিট কোরিনি!!!!
৪৯| ১২ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৫৪
ভাইরাস ২০১৩ বলেছেন: আমার বউ এর ছবি দিছেন কেনো? ৬ নং টা আমার বউয়ের মত মনে হচ্ছেতো?
১২ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:১২
দূর দ্বীপবাসীণি বলেছেন: ওহ তাই!!!!
ভাবিকে বলবেন যে উনি ভীষণ সুন্দরী!
আর ভাইয়া, আপনার আপত্তি থাকলে আমি ছবি টি মুছে দেবো
৫০| ১২ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৪৬
চান্দের গাড়ি বলেছেন: শেষেরটাই সুন্দর বেশি
৫১| ১২ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:০১
দূর দ্বীপবাসীণি বলেছেন: তাই! সবগুলো আপুই তো সুন্দর
৫২| ১২ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:২৫
সরকার আলী বলেছেন: হাই, ওয়াকারিমাশ্তা। আরিগাতো গোযাইমাশ্তা।
@ দেশপ্রেমিক পোলা, হাই, সো দেস্। ওয়াতাশি ওয়া নাগানো-কেন নো ইনা-শি এ সুনদেইমাছ। ইমা শিংসু দাইগাকু নো হাকাসে নি-নেন দেস্। ওয়াতাশি নো তোমোদাচি মো ওসাকা-নি সুনদেইমাছ, ওনামায়ে ওয়া গোলবার দেস্। দোইতাশিমাশ্তে।
১২ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:০৬
দূর দ্বীপবাসীণি বলেছেন: দোইতাশিমাশ্তে।
আপনি বাকৃবি'র?
আমার আব্বু বাকৃবি'র প্রফেসর ছিলো।
৫৩| ১২ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:২১
তামিম ইবনে আমান বলেছেন:
জাপানে নাকি কোন প্রাণ নেই। সবাই রোবটের মত?
১২ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৩৫
দূর দ্বীপবাসীণি বলেছেন: নাহ,এখানকার মানুষ খুব আন্তরিক!যদি কোনো হেল্প চান তাহলে জান দিয়ে হেল্প করবে।
৫৪| ১২ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:২৯
সরকার আলী বলেছেন: হ্যা, আমি বাকৃবি'র।
তাই না কি? (অবশ্যই অত্যন্ত আদবের সঙ্গে ও নিতান্ত প্রয়োজনে) স্যারের নাম কি? কোন বিভাগ?
১২ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৩৮
দূর দ্বীপবাসীণি বলেছেন: এইগুলা বলে দিলে তো সব বাকৃবি'র পোলাপান আমাকে চিনে যাবে
নাম আর বললাম না,জেনেটিক্স আন্ড প্লান্ট ব্রিডিং বিভাগ।
৫৫| ১২ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৫৮
ওই চোরা বলেছেন:
এইটা সুন্দর লাগসে আমার
১২ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৩৯
দূর দ্বীপবাসীণি বলেছেন: আসলেই! খুব সুন্দর!!
৫৬| ১২ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৩৮
আনাড়ী নং ৪২০ বলেছেন: প্রথম আর শেষটা জোস
১২ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৪০
দূর দ্বীপবাসীণি বলেছেন: সবগুলা জোস
৫৭| ১২ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৪০
নীল-দর্পণ বলেছেন: কারো অনুসারিত ব্লগার হতে পারি, ভেবে নিজেকে কেমন কেমন যেনো লাগছে
১২ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৪৪
দূর দ্বীপবাসীণি বলেছেন: আপনার রান্নার পোস্টগুলো আমার খুব ভালো লাগে!
এতো সুন্দর করে লেখেন!
আমি নিক খোলার আগে থেকেই আপনার লেখা পড়ি।
৫৮| ১২ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৪৯
নীল-দর্পণ বলেছেন: ওরেক্খাইসে আর ফুলাইয়েন্না
এইনেন আপনার পুরষ্কার
১২ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৫৪
দূর দ্বীপবাসীণি বলেছেন: পিজ্জা খামুনা!আপনের হাতের রান্না খাইতে মনচায়!
৫৯| ১২ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৫৭
নীল-দর্পণ বলেছেন: আমি কাউকে রেঁধে খাওয়াই না, শুধু রেসিপি দিই
১২ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:১৮
দূর দ্বীপবাসীণি বলেছেন:
৬০| ১২ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৪৭
সরকার আলী বলেছেন: "সব বাকৃবি'র পোলাপান আমাকে চিনে যাবে" তাতে সমস্যা কি ঠিক বুঝতে পারলাম না। ইতোমধ্যে যে নিজের নাম- সুরত বলে ফেলেছেন তার কি হবে???
Anyway, সমস্যা থাকলে সমস্যা নাই।
১২ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:১৭
দূর দ্বীপবাসীণি বলেছেন: Anyway, সমস্যা থাকলে সমস্যা নাই।
এই লাইনটা পড়ে হাসলাম অনেক!
যারা আমার নাম আর চেহারা চেনে মানে আমাকে চেনে তাতে আমার কোনো সমস্যা নেই,আমি শুধু আমার বাবার পরিচয়ে পরিচিত হতে চাইনি।(ও!দূর দ্বীপবাসীনি তাহলে ওমুক স্যারের মেয়ে:এইভাবে পরিচিত হতে চাইনি।)
আমি কি বোঝাতে পারলাম??
ভালো থাকবেন ভাই।
৬১| ১২ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৪
সরকার আলী বলেছেন: পাইছি!!!!!
স্যারের নাম আর বলতে হবে না।
(একটা গোপন কথা বলার লোভ সামলাইতে না পেরে বলছি: ওয়াতাশি ওয়া আনাতা নো গোসুজিন ইওরি ইচি-নেন সেম্পাই দেস্ (অনাজি গাকুবু দেস্)।
১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৭:৪২
দূর দ্বীপবাসীণি বলেছেন: সো নান দেস কা!
ভালোই তো!ছোটো ভাইয়ের বাসা্য় এসে বড়িয়ে যান।দওয়াত থাকলো!
৬২| ১২ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫৪
একজন আরমান বলেছেন:
হুম। আম্মারে রাজি করানোর ধান্দায় আছি।
আর ষষ্ঠ ইন্দ্রিয়ের কথা বলা যাবে না।
১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৭:৪৪
দূর দ্বীপবাসীণি বলেছেন: তাড়াতাড়ি রাজি করান!
আর হানিমুন করতে জাপান আইসেন!
আমাদের বাসা্য় দাওয়াত থাকলো।
৬৩| ১২ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫৯
জেমস বন্ড বলেছেন:
এর চেয়েয় চানি লিউন অনেক ভালা
১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৭:৪৮
দূর দ্বীপবাসীণি বলেছেন:
:-&
৬৪| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৮:২৮
সরকার আলী বলেছেন: ওয়াতাশি ওয়া আনাতা নো গোসুজিন নো FB তোমোদাচি দেস্।
গো-কাজোকু-নো মিনা-সান-নি ইয়োরোশিকু ওনেগাই ইতাশিমাছ।
১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৩২
দূর দ্বীপবাসীণি বলেছেন: সো নান দেস কা!
গো-কাজোকু কি জিনিস বুজতেসি না!
আমার জাপানীজ খুব খারাপ
৬৫| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:০০
দেশপ্রেমিক পোলা বলেছেন: হ্যা আমি ইন্জিনিয়ার। আগে রাগ করেছিলাম না এখন রাগ করেছি আপু, অনেক রাগ, আমি রাগ করেছি কিনা জিজ্ঞাসা করেছেন এজন্য।
রাগ করব কেন? জাপানে ঘোরার ইচ্ছা তো ছিল অনেক। দেখি আল্লাহ কি করেন। বাইরে ভাল লাগে না, হয়তো সবকিছু ছেড়েছুড়ে দেশেই চলে যেতে হবে।
১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৩৮
দূর দ্বীপবাসীণি বলেছেন: না,না,রাগ কইরেন না প্লিজ!
আমি ভাবলাম আমার প্যাচালের চোটে অতিষ্ট হইয়া রাইগা গেলেন নাকি!!!
আমি সামনাসামনি কিন্তু কথা কম বলি কিন্তু ব্লগে অত্যাধিক প্যাচাল পাড়ি!
আপনি আসলেই দেশপ্রেমিক ।সবাই যেখানে জেকোনো মূল্যে বিদেশে থাকতে চায়,আপনি সেখানে সবকিছু ছেড়েছুড়ে দেশেই চলে যেতে চান!
৬৬| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৪১
প্রিন্স হেক্টর বলেছেন: এক্টাও ভাল্লাগে না
এইটা ভালো
১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৩৯
দূর দ্বীপবাসীণি বলেছেন: হা,এইটা আসলেই খুব ভালো!
৬৭| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৫০
সরকার আলী বলেছেন: গো-কাজোকু-নো মিনা-সান-নি ইয়োরোশিকু ওনেগাই ইতাশিমাছ = তোমার পরিবারের সবাইকে আমার শুভেচ্ছা জানাইও।
(Extremely sorry, সরাসরি তুমি বলে ফেললাম)।
১৩ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:২৭
দূর দ্বীপবাসীণি বলেছেন: অসুবিধা নাই।
আপনি তো আমার বড়!তুমি বলতেই পারেন।
৬৮| ১৩ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:০৭
সরকার আলী বলেছেন: ওয়াকারিমাশিতা। জাআ, ...........(?) সান, ও-গেনকি-দে।
আনাতা-নো কোতো, ওয়াসুরে-মাসেন্।
কানারাযু উচি-নি আসোবি-নি কিতে কুদাসাই-নে।
তানোশিমি-নি শিতে-ই-মাস্।
সাইয়োওনারা!
৬৯| ১৩ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৪৯
একজন আরমান বলেছেন:
হানিমুন করতে জাপান?
১৪ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৭:৩১
দূর দ্বীপবাসীণি বলেছেন: ক্যান???জাপান কি বালা না????
৭০| ১৩ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৫১
shaontex বলেছেন: ওরে কত বউরে
:!> :!> :!>
১৪ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৭:৩২
দূর দ্বীপবাসীণি বলেছেন: হমম...
৭১| ১৩ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:০১
এবং ব্রুটাস বলেছেন: বিয়ের সাজে মনে হয় সব মেয়েকেই সুন্দর লাগে। তবে সবুজ শাড়ি পড়া বউকে কেন যেন বেশি ভালো লাগছে।
আর প্রিন্স হেক্টরের শেয়ার করা আমাদের জাতীয় ভাবি সবার চেয়ে বেশি সুন্দরী।
১৪ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৭:৩৩
দূর দ্বীপবাসীণি বলেছেন: আসলেই!
সবুজ শাড়ি পড়া আপুটা খুবই সুন্দরী।
৭২| ১৩ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:১৩
ডিসকো বান্দর বলেছেন: সুন্দর বউ এর চেহারা র চেয়ে তার মনের আনন্দ অনেকখানি সুন্দর। আফসোস, সেটার ছবি তোলা যায়না আজো।
ব্উয়ের বাবা মা যখন বউটাকে খুশী মনে দেখে, তাদের মনের সুখ--সেটা অবশ্যই অসাধারন, অতুলনীয়।
১৪ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৭:৩৭
দূর দ্বীপবাসীণি বলেছেন: ভাইয়া,আপনি অনেক সুন্দর করে লিখেছেন!
আসলেই,মনের আনন্দের ছবি তোলা গেলে বোধহয় আসল সৌন্দর্যটা বোঝা যেত!
৭৩| ২৪ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৫৬
একজন আরমান বলেছেন:
ভালা তো। কিন্তু এত্তো টাকা দিবো কেডায়? আমি তো এখনও বেকার। কেবল গ্রাজুয়েশন শেষ করলাম, মানে এখনও শেষ হতে ১ মাস বাকি আর কি ! চাকরি নাই !!
২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:১১
দূর দ্বীপবাসীণি বলেছেন: এইটা ঠিক!আমিও নিউ ইয়ারের ছুটিতে বাংলাদেশ যাইতে চাইসিলাম।আমাদের ৩ জনের টিকিট কাটতেই লাগবে ৩ লাখের মত!!!!
ওরে আল্লারে!!!!খাইসে আমারে!!!!
দেশে যাওয়ার প্লান বাদ দিসি
৭৪| ২৫ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৪৬
একজন আরমান বলেছেন:
আচ্ছা যাক। একটা বুদ্ধি বের করছি। আমি বিয়া করলে আপানাকে দাওয়াত দিমুনে। আর আপনি আমার বড় বোন হিসেবে ২ টা বাংলাদেশ-জাপান-বাংলাদেশ এর টিকেট পাঠাইয়া দিয়েন।
তাহলে নিশ্চয়ই চলে আসবো হানিমুন করতে !
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৪
দূর দ্বীপবাসীণি বলেছেন: ওহ!!এই কথা!!!
টেকা কোনো বিষয় হইল?????ছোটো ভাই চাইব আর বড় বোন দিবো না তাই কি হ্য়????
এক্ষনি দিয়ে দিতেসি!
এই নাও ব্লান্ক চেক!!!আমাউন্ট তুমার পছন্দমত বসায় নিও!!
৭৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫
একজন আরমান বলেছেন:
শুভ নববর্ষ আপু।
০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৯
দূর দ্বীপবাসীণি বলেছেন: শুভ নববর্ষ ছোটো ভাইয়া!
অনেক ভালো থাকো!
৭৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮
প্রভাষ প্রদৌত বলেছেন: আপু তুমি কোনটা ?
তুমি নিশ্চয়ই এদের চেয়ে অনেক সুন্দর
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৯
দূর দ্বীপবাসীণি বলেছেন: আমি আছি তো !!!একটু খুজে দেখোতো!!!
৭৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৬
নীল-দর্পণ বলেছেন: আনকমন ড্রেসটা দেখে মনে হচ্ছে শাড়ীর উপর শেরওয়ানী পড়েছে
১৫ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৩
দূর দ্বীপবাসীণি বলেছেন: একের ভেতর দুই
৭৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৯
নীল-দর্পণ বলেছেন: আরে সেম কমেন্ট আগেও দিয়েছি। সাম্প্রতিক মন্তব্যে পোষ্টের শিরোনাম দেখে ঢুকলাম। দেখে মনে হচ্ছিলো এই পোষ্ট আগেও দেখেছি, কমেন্ট করার পরে দেখি আগেও....
১৫ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৪
দূর দ্বীপবাসীণি বলেছেন: কোনো অসুবিধা নাই।কেমন আছো?
অনেকদিন পর ব্লগে আসলাম আজকে।
৭৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৫
লোভা রহ্মান বলেছেন: শেষের ছবিটা আমার ক্লাসমেট কাম ফ্রেন্ড আনিকার। আপনার বিয়েতে লাল সাজ পছন্দ ৪ নং ছবিটা লাল না। তাহলে ৮ নং আপনি। আপু উত্তর টা এইবার দিয়েই দেন।
১৫ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৮
দূর দ্বীপবাসীণি বলেছেন: আনিকাকে বলবেন সে অনেক সুইট।
আপু জানো ামার বিয়েতেও আমি লাল সাজ দিতে পারিনি।
গোলাপি শড়ি পরসিলাম।
৮০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৪
বটতলার টারজান বলেছেন: ৪>৬>৫
১৫ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৯
দূর দ্বীপবাসীণি বলেছেন: ১ থেকে দশ..
৮১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৫
বটতলার টারজান বলেছেন: সবচেয়ে সুন্দর আসলে ৯ নাম্বার !
ওইটার ছবি যেদিন বিয়া করমু সেদিন দিমুনে !
:!> :!>
১৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০২
দূর দ্বীপবাসীণি বলেছেন: ৯ নাম্বার আপুটার বিয়ে হয়ে গেসে!
নজর দিয়োনা।আপুর জামাই টোমাকে মাইর দিবে
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৩২
শাহিন বলেছেন: উপরের বউ সাজা মেয়েগুলো সবই মেকআপ দেয়া । প্রকৃত অর্থে তারা কেউই সুন্দর নয় । আর সাজুগুজু করলে সব মেয়েকেই মোটামুটি সুন্দর লাগে । আমার মনে হয় মেয়েদের সৌন্দর্য বোঝা যায় রান্না ঘরে আর স্নানঘর থেকে বের হবার পর ।
"মেয়েদের সৌন্দর্য বোঝা যায় ঘুমন্ত অবস্থায়" হুমায়ুন আহমেদ ।
আপনি বলছেন "সবগুলো বউ এর মধ্যে একজনকেই শুধু চিনি। প্রতিদিন দেখি!!!
কোনটা??????????"
এই মেয়েগুলোর মধ্যে আমার প্রথম বউটাকেই ভালো লেগেছে । শুভেচ্ছা ।