![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারত সহিষ্ণুতার প্রতীক! উদার গণতান্ত্রিক দেশ! সেখানে কোন ধরণের অ-সহিষ্ণুতা নেই! কোন সংখ্যালঘুকে সেখানে পিটিয়ে খুন করা হয় না! একমাত্র বাংলাদেশেই সংখ্যালঘুদের উপর নির্যাতন চালিয়ে হত্যা করা হয়! এমনটা প্রায় শুনি আমাদের ভারতীয় বন্ধু মুক্তমনাদের মুখে।
মনে আছে তুলসী রাণীর কথা? কিংবা বিশ্বজিৎ? এই দুইটি ঘটনায় বাংলাদেশের মানুষগুলো কতটা প্রতিবাদ মুখর হয়ে উঠেছিল ভারতীয় বন্ধুরা আপনাদের সে কথা মনে আছে কি?
অথচ আপনাদের (ভারতীয় বন্ধু) দেশে কি পরিমাণের সংখ্যালঘু নির্যাতন সে কি জানা আছে? আর কই, আপনাদের তো দেখতে পাই না সেসব সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রতিবাদী হয়ে উঠতে! হয় তো এখন বলবেন, এতো বড় দেশ, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে!
স্যরি ভাই। এসব ঘটনাগুলোকে বিচ্ছিন্ন বলবেন না। এসব ঘটনা ধর্মীয় উগ্রতা। প্রভাব। সংখ্যালঘুদের উপর সব দেশেই নির্যাতন চালায়। এসব অস্বীকার করার অধিকার আমাদের নেই। হোক সে মুসলিম, হোক সে হিন্দু। তাই বলে নির্যাতন চালিয়ে তাকে হত্যা করতে হবে!?
এই তো কয়েক মাস আগে গরুর মাংসের গুজব ছড়িয়ে ভারতের উত্তর প্রদেশের দাদরিতে এক মুসলিমকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। আর এবার দুই মুসলিম গরু ব্যবসায়ীকে পিটিয়ে গাছে ঝুলিয়ে রাখা হলো। অপরাধ, তারা গরু কেনো বিক্রি করতে নিয়ে যাচ্ছিলো!
তবে হাস্যকর বিষয় কি জানেন? যে দেশে গরুকে রাষ্ট্রমাতার স্বীকৃতির দাবীতে ৮ জন বিষ খেয়ে আত্মহত্যা করতে পারে, সে দেশের মানুষ উগ্রতায় যে অন্যসব দেশকে ছাড়িয়ে যাবে এটা এখন অনেকটাই স্পষ্ট। আপনাদের কি মনে হয়?
তাই বলছি, এসব ঘটনাকে বাড়তে দিয়েন না। এখনই সময়, এসব উগ্রতা, পাগলামি বন্ধ করা। নয় তো এমন একদিন আসবে, মুক্তবুদ্ধির চর্চা করার অপরাধে এরাই আপনার বুকে দুর্গা বা কালি অথবা হনুমান হয়ে ত্রিশূল বিধিয়ে দিবে।
আপনার যদি সত্যি মুক্তমনা হয়ে থাকেন। আপনারা যদি সত্যি বৈষম্যহীন একটি সমাজ আশা করে থাকেন। তবে বলব আপনাদের এবং আমাদের উদ্দেশ্য একই সুতোয় গাঁথা। তাই আসুন, দেশ নয়, গোত্র নয়-যেখানে অন্যায় সেখানেই গড়ে তুলি প্রতিরোধ। আর কাঁধে কাঁধ মিলিয়ে বলি জয় হোক মানবতার।
২| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০৩
বিপরীত বাক বলেছেন: ভারতীয় মুসলমানগুলো নিজেরাই নিজেদের দুর্দশার জন্যে দায়ী।
৩| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৯
বিজন রয় বলেছেন: হত্যার বদলে হত্যা কাম্য নয়।
৪| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৮
অেসন বলেছেন: যদি সত্যি বৈষম্যহীন একটি সমাজ আশা করে থাকেন, তবে আগে নিজের দেশকে বৈষম্যহীন ভাবে গড়ে তুলুন।
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৪৩
অগ্নি সারথি বলেছেন: বন্ধু প্রতিম রাষ্ট্র নিয়ে কোন কথা তো বলা যাবে না।