![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন্ত কংকাল? কি চমকে উঠলেন? না আমি কোন ভৌতিক গল্প বা অতি-প্রাকৃতিক গল্প বলব না।আজ আমি আপনাদের শুনাব এক অদ্ভুত জাতির কথা।রূপকথার মত শোনালেও এই জাতিটার নাম জীবন্ত কংকাল।
জীবন্ত কংকালরাও আমাদের মত মনুষ্য প্রজাতির।সারমেয় বা মার্জার প্রজাতির কেউ নয়।তবে জীবন্ত কংকালরা আমাদের মত রক্ত মাংসের তৈরি নয়, এরা হার এবং চামড়া দিয়ে তৈরি করা।এদের চামরার রঙ কালো হয়,বাদামী হয় কখনও বা সাদাও হয়।
তারপরেও রক্ত মাংসের মানুষের সাথে জীবন্ত কংকালদের পার্থক্য অনেক।রক্ত মাংসের মানুষদের ধর্ম থাকে।রক্ত মাংসের মানুষেরা হিন্দু হয়,মুসলীম হয়,খ্রীষ্টান হয়,ইহুদী হয়,বৌদ্ধ হয়,নাস্তিক হয়,আস্তিক হয়,কেউ পুঁজিবাদী হয় আবার কেউ সমাজতন্ত্রীও হয়।কিন্তু জীবন্ত কংকালদের কখনও কোন ধর্ম থাকে না, তারা হিন্দু হয় না,মুসলীম হয় না,খ্রীষ্টান হয় না,ইহুদী হয় না,বৌদ্ধ হয় না,নাস্তিক হয় না,আস্তিক হয় না,তারা ক্ষুধার্থ হয়।তবে একটা কথা মানতেই হবে পুঁজিবাদীদের সাথে তাদের একটা মিল আছে পুঁজিবাদীরা সর্বদা ক্ষুধার্থ থাকে,জীবন্ত কংকালরাও থাকে।তাই তাদেরকে পুঁজিবাদি বলা যায়।কিন্তু পুঁজিবাদের পেটে সবসময় খাদ্য সরবরাহ হয় কিন্তু জীবন্ত কংকালদের পেটে সহজে খাদ্য সরবরাহ হয় না।কারন খাদ্য পেতে দরকার হয় চারকোনা আয়তাকার সংখ্যা খোদাই করা কাগজের টুকরা,রক্ত মাংসের মানুষদের নিকট এটা ২য় ইশ্বর।২য় ইশ্বর হার চামড়ার কংকালদেরকে কখনও ধরা দেয় না।হার চামড়ার কংকাল গুলি শুধুই তাকিয়ে থাকে আকাশের দিকে।যদি ১ম ইশ্বর তাদেরকে ২য় ইশ্বরের নাগাল দেন।
জীবন্ত কংকালদের ইশ্বর অথর্ব এবং দুর্বল,সম্ভবত তিনি বহু আগেই মারা গেছেন।কিন্তু রক্ত মাংসের মানুষদের ইশ্বর সর্বশক্তিমান,তিনি সব সময় তাদের পাশে থাকেন।জীবন্ত কংকালদের ক্ষুধা পেলে আকাসের দিকে তাকিয়ে থাকে,না তারা আকাস বা বাতাস কোনটাই ভক্ষন করে না তারা আমাদের মত খাদ্য গ্রহন করে,তাও মাঝে মধ্যে।রক্ত মাংসের মানুষেরা এই খাদ্য গুলি তাদের সরবরাহ করে।সম্ভবত রক্ত মাংসের মানুষেরা এই হার চামড়ায় তৈরি জাতির ইশ্বর।তাই হার চামরারা এদের কাছেই মাথা নত করে।
জীবন্ত কংকালেরা নারী হয় পুরুষ হয় আবার তারা ছোট্ট জীবন্ত কংকালও উৎপন্ন করে,তারা বুকের দুধ পান করে না কারন জীবন্ত কংকালদের বুকের দুধ পান করতে নিষেধ আছে।তারা এটা উৎপাদন করতে পারে না।
রক্ত মাংসের মানুষের সর্গে যায়,নরকে যায় কিন্তু জীবন্ত কংকালদের শেষ আশ্রয়স্থল হচ্ছে শকুনের পেট।তারা শুধুই অপেক্ষা করে কখন শকুন আর হায়েনার পেটে তারা চলে যাবে।
এভাবেই তাদের জীবন অতিবাহিত হতে থাকে দিনের পর দিন মাসের পর মাস,বছরের পর বছর।ী
©somewhere in net ltd.