নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভ্যাগাবন্ড

আবীর ফেরদৌস

আবীর ফেরদৌস › বিস্তারিত পোস্টঃ

Death Zone: 1st Chapter

১১ ই জুন, ২০১৬ রাত ৯:০১

ওইতো ওইযে আমার লাশটা পরে আছে,
দেখতে পাচ্ছেন না?ওই যে ওই বাবলা গাছটার নিচে।
আর তার পাশেই একটা নরখাদক আমার কলিজা কত মজা করে খাচ্ছে,দেখে আমার প্রান জুড়িয়ে যাচ্ছে,ইস!কতদিন না জানি বেচারা খেতে পায় নাই,খাক,খেতে থাকুক,ক্ষুধার্তদের খেতে দেখতে সর্বদা ভাললাগে।
দ্য বেস্ট সিন ইন দ্য আর্থ।
আমার রক্তে ভিজে লাল হয়ে গেছে সবুজ নরম ঘাসগুলো,অসাধারন একটা দৃশ্য।সবুজের বুকে লাল। আচ্ছা আপনার কাছে ক্যামেরা হবে?
এই অসাধারন ছবিটা তুলে রাখতাম,জানেন আমি ছবি তুলতে খুব পছন্দ করি?
কি বললেন নেই?
উফফ,সো স্যাড। আর থাকবেই বা কেন?থাকাটাই এখানে অস্বাভাবিক।
দেখেন দেখেন কি চমতকার!নরখাদকটা আমার মগজ খাচ্ছে,মগজ সাধারনত অনেক নরম,ওর ভাল লাগবে।
এই যাহ!ওর তো দেখি সঙ্গীও জুটে গেছে,অদ্ভুততো!ওরা ঝগরা করছে না,কি সুন্দর ভাবে মিলে মিশে আমাকে খাচ্ছে,একজন আমার মগজ,আরেকজন আমার কিডনী।ওরা আগে সুস্বাদু অঙ্গগুলো ভক্ষন করছে,এরপর খাবে আমার পা,হাত,চামড়া,পাকস্থলি,হার ইত্যাদি হা হা হা।
সত্যিই অনেক আনন্দের একটা বিষয়।
আচ্ছা আপনি কথা বলছেন না কেন?নরখাদকটা কি আপনাকেও চিবিয়ে খেয়েছ আমার মত?
যাই বলেন না কেন আমি শতভাগ নিশ্চিত আপনিও ওর খাবারে পরিনত হয়েছিলেন।
একটা জিনিশ খেয়াল করেছেন ওদের চেহাড়ার সাথে আমাদের অনেক মিল তাই না?সবকিছুতেই মিল হবে হয়ত?
না?কেন?
মানে আপনি বুঝাতে চাচ্ছেন ওদের বিবেক নেই?
হতে পারে।
কথা বলতে বলতে ওরা আমার হার বাদে সব খেয়ে ফেলল,চলেন যাই নতুন জায়গাটা ঘুরে দেখি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.