![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুভির নামঃ AO: The Last Hunter
পরিচালকঃ Jacques Malaterre
দেশঃ French
মানব প্রজাতির সর্বশেষ জাতি এখন পর্যন্ত আমরা অর্থ্যাৎ মানব জাতি।
জীব বিজ্ঞানীরা পৃথিবেতে এই পর্যন্ত কত প্রজাতির মানুষ এসেছে, সে সম্পর্কে প্রচুর কথা বলেছেন বা গবেষণা করেছেন। যেমন চিনের পিকিং মানুষ। ইন্দোনেশিয়ার জাভা, জার্মানির হাইডেলবাগ ইত্যাদি খুবই পরিচিত মানব প্রজাতি।ঠিক তেমনই একটা প্রজাতি হচ্ছে নিয়ান্ডারথাল।আধুনিক মানব জাতির জিনে এখনও নিয়ানডারথালদের অস্তিত্ব রয়েছে।বলা হয়ে থাকে হোমো-স্যাপিয়েন্স এবং এই নিয়ান্ডারথালরা সমসাময়িক জাতি।ইউরোপে মানব প্রজাতিরা যাবার আগ পর্যন্ত তারাই রাজত্ব করে বেরাত।ইউরোপে আধুনিক মানুষ প্রথম প্রবেশ করে আজ হতে ৪০ হাজার বছর পুর্বে আর ঠিক তার ১০ হাজার বছর পরই বিলুপ্ত হয়ে যায় আমাদেরই এক প্রজাতি।আর এই নিয়ান্ডারথালদের নিয়েই তৈরি করা হয়েছে এই অসাধারন সৃষ্টি দ্য লাস্ট হান্টার।আচ্ছা আপনারা কি বলতে পারেন আমরাই সর্বশেষ প্রজাতির মানবগোষ্ঠী,যারা সফলতার সহিত টিকে আছি আজকের এই আধুনিক পৃথিবীতে,কিন্তু আমরা কত বছর টিকে থাকব?নাকি আমরা চিরস্থায়ী?আমরাইতো হাইডেলবার্গ,জাভা মানবদের শেষ করে দিয়েছি,আর আমরাই নিয়ান্ডারথালদেরকে বিলুপ্ত করে দিয়েছি আজ হতে ৩০ হাজার বছর আগে।আসলে আমরা কেমন জীব?শ্রেষ্ঠ না নিকৃষ্ট?আবার টিকে থাকার জন্য হলেও এক জাতি আরেক জাতিকে বিলুপ্ত করে দিচ্ছে।এটাই নিয়ম।এর বিরোধিতা করে লাভ নেই।আমাদের ভারসাম্য রক্ষায়ই হয়ত আমাওরা অজান্তেই গনহত্যা,ধ্বংশলীলা চালিয়ে গিয়েছি,যাচ্ছি,যাব।এটাই নিয়ম।এটাই হয়ত প্রকৃতি।
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯
শোভনের শোভন বলেছেন: দেখব বলে ভাবছি; কষ্ট করে ডিরেক্ট লিঙ্ক দিবেন ভাই?
পোস্টের জন্য ধন্যবাদ!