নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভ্যাগাবন্ড

আবীর ফেরদৌস

আবীর ফেরদৌস › বিস্তারিত পোস্টঃ

নাহিদ এবং নাহিদঃ পর্ব ১

২২ শে জুলাই, ২০১৭ রাত ২:০৯

রঙ্গীন আলোয় ঝলকানিতে স্মোকবক্স হতে নির্গত ধোয়া রঙ্গিন হয়ে উঠছে,আর রঙ্গিন ধোয়ায় ধুমায়িত ছোট জাহাজটির চেহারাই যেন বদলে দিয়েছে।জাহাজটির দিকে অপলক নেত্রে তাকিয়ে আছে নাহিদ এবং নাহিদ।ওরা প্রেমিক প্রেমিকা।আবার মিতাও।এইতো কিছুক্ষন আগে কি এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে ওরা,একদম মৃত্যুর মুখ থেকে শুধু মাত্র ওরা দুইজনই বেঁচে ফিরেছে,বাকীদের লাশ এখনও সেই নির্জন ভবনে পরে আছে,নাহিদ ও নাহিদ রক্তাত্ব,প্রেমিক নাহিদের সাদা শার্ট আর প্রেমিকা নাহিদের হাতাকাটা হলুদ কামিজ রক্তে রঞ্জিত।সব রক্ত ওদের না,ওদের বন্ধু ও হত্যাকারীদেরও রক্ত আছে।প্রেমিকা নাহিদের দুধে আলতা শরীরের কয়েকটা আঘাতের কারনে রক্ত জমাট বেধে আছে,গায়ের রঙের কারনে এই রক্তের রঙ যেন ভয়ংকর সুন্দর হয়ে উঠেছে,রক্ত আর দুধের রং,সত্যি বলতে কি অপুর্ব।ওরা অপলক নেত্রে বিশাল নদীর বুকে জাহাজটির দিকে তাকিয়ে আছে,বেনীআসহকলার সাথে সাদা ধোয়ায় জাহাজটি আরো মোহময় হয়ে উঠেছে,সাথে ভেসে রক,ব্যান্ড,পপ,মেটালিকা,লিংকিন পার্কের গান।বোঝাই যাচ্ছে এটা একটা প্রমোদ তরী।প্রমোদ তরীর যাত্রীরা জানেনা কি ঘটে গেছে এপারের এই নির্জন গ্রামে।গ্রাম না বলে আধা শহর বলাই উত্তম।কিন্তু নাহিদ ও নাহিদ জানে না এই জাহাজে কি ঘটছে?উভয় পক্ষই উভয় পক্ষ সম্বন্ধে অজ্ঞ।আসলেই কি হচ্ছে এই জাহাজে?
চুপি চুপি বল কেউ শুনে যাবে সঙ্গীতটির একটা রিমিক্স ভার্শন ভেসে আসছে,জাহাজটি দূরে হওয়ার পরেও নাহিদ দ্বয় উক্ত গান শুনতে পাচ্ছে।এর মাঝেই যেন মনে হল জাহাজে একটা স্প্রিংফিল্ড হতে বুলেট বের হবার শব্দ বের হল।চলুন সকলে দেখে আসি জাহাজটি আসলে প্রমোদতরী নাকি মৃত্যু তরী?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৫১

ভ্রমরের ডানা বলেছেন:



গল্প রিভিউ লিখেছেন নাকি?

২২ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৫৯

আবীর ফেরদৌস বলেছেন: না গল্প লিখার চেস্টা করছি

২| ২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:

এটা কোন গল্পের পর্যায়ে পড়ে? আগে কখনো দেখিনি!

২২ শে জুলাই, ২০১৭ রাত ১১:১৪

আবীর ফেরদৌস বলেছেন: শেষই তো করলাম না,সবে তো শুরু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.