নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ ইসতিয়াক হোসাইন (তুষার)

I am a very simple man.

মোঃ ইসতিয়াক হোসাইন (তুষার) › বিস্তারিত পোস্টঃ

কোথায় গেল এখন আমাদের সেই সোনার ছেলেরা?

১৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০০

আমরা জাতি হিসেবে খুব মূর্খ। মুখে কথা বলতে খুবই পটু কিন্তু কাজের বেলায় কেউ নেই। আমরা ৪৪ বছর আগের ঘটনার জন্য জন সম্মেলন, চত্তর ঘেরাও, মিছিল মিটিং করার বেলায় নাওয়া খাওায়া ভুলে যাই তারই সাথে ৪ দিন আগের নারী নির্যাতন এর কথাও খুব সহজেই ভুলে যাই। কোথায় সেই যুবসমাজ যারা কথায় কথায় ৭১ এর ঘটনার জন্য বিচার দাবী করে কিন্তু তাদের খেলার মাঠের সামনের নির্যাতনে সারা না দিয়ে এখন ঘরে বসে আছে। আমরা ৪৪ বছর আগের ঘটনা চোখে দেখিনি তাই উৎসাহ অনেক বেশি আর নিজের চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা তো দেখেই ফেলেছি আর তাই কোনো আগ্রহ নেই। এই ঘটনা আমার বোন, বউ, মার সাথেও হতে পারতো কিন্তু আমাদের তখন মোমবাতির চালান বন্ধ তাই একটা মোমবাতিও জ্বলবেনা, আমরা এই হিংস্রতার জন্য দিনের পর দিন বিচারের জন্য অপেক্ষা করতে পারবোনা কারণ আমাদের অনেক কাজ এবং আমরা অনেক ব্যস্ত। ৭১ এর ঘটনা নিয়ে যদি কিছু করা লাগে তাইলে আবার মোমবাতির চালান শুরু হয়ে যাবে। এই বাক্য সেই বিপ্লবী যুব সমাজের যারা সবাইকে চেনা সত্ত্বেও তাদের বিচার চাইতে নারাজ কারণ তারাতো আমাদেরই ভাই আর আমরাই তো তাদের এই সব শিখিয়েছি। আমাদের শেখানো ভেস্তে যায়নি বরং তারা সফল। তাদের সবার জন্য করতালি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.