![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অফিসের একজন কর্মচারী, নাম আমির সাহেব, তিনি কিছুদিন আগে তাঁর ওপেন হার্ট সার্জারি করিয়েছেন। তাঁর হার্ট এর সমস্যা ১০ বছর আগে ধরা পরলেও তিনি এই সমস্যাকে পাত্তা না দিয়ে কিছুদিন আগে যখন অপারেশন করান, তখন ডাক্তারদের কথা ছিল একটাই, যে তিনি যদি আরও আগে পদক্ষেপ নিতেন তাহলে আজকে তাঁর এই সার্জারি করা লাগতোনা। সবাই আমরা জানি যে হায়াত মউত আল্লাহ্র হাতে, এতে কারও হাত নাই। কিন্তু যতদিন ভালো থাকা যায়, তার সর্বোত্তম চেষ্টা করাই ডাক্তার দের কাজ এবং তারা তাই করেন।
আজকে আমির সাহেবের সার্জারির পর উনার কাজ করার ক্ষমতা ৮০% নাই বলা গেলেই চলে। বাকি যে কদিন উনি বেচে আছেন, দোয়া করি উনি যেন অনেক দিন বেচে থাকেন, কিন্তু উনার শারীরিক অবস্থা তাঁকে কোন ভারী বা বেশিক্ষন কাজ করার অনুমতি দেবেনা।
তার সাথে আমি বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট তুলনা করলাম। কোন ধরনের অমিল কেন জানি খুঁজে পেলামনা। আমাদের দেশের সব রাজনৈতিক দল সব সময় বলে থাকে সাধারন জনগন উমক ও তুমুকের ওপর অতিষ্ঠ।
আমি অনেক দিন ধরেই বের করার চেষ্টা করছি যে এই সাধারন জনগণ আসলে কে বা কাকে বলে। আমি জনগণের একজন কিন্তু সাধারন কিনা তা আমি ঠিক বলতে পারবোনা। যদি সাধারন হয়ে থাকি, তাহলে আমার নিজের কাছে কিছু প্রশ্ন আছে। আমি আসলে কি চাই? আমি কি চাই যে রাজনৈতিক রেশানলে পরে আমার জীবন ছিন্ন বিন্ন হয়ে যাক? আমি কি চাই যে আমি যখন বের হই তখন আমি বাসায় ফিরবো কিনা তা নিয়ে আমি সন্দেহে থাকি? আমি কি চাই যে একদল অন্যদল এর ওপর দোষ চাপানোর সময় আমি তার মাঝে পরে আমার জীবনের থেকে একটা মূল্যবান সময় পার হয়ে যাক যা কিনা আমি আর কখনো ফিরে পাবোনা?
আসলে সাধারন মানুষ বলতে কেউ নাই। তাদের কোন অস্তিত্ত নাই। তাই রাজনৈতিক দল গুলার কাছে আমার আবেদন, আমাদের জীবন নিয়ে খেলবেন না দয়া করে। এমন একটা সময় আসবে যখন খেলার মত আর কেউ বাকি থাকবেনা আর তখন আমাদের দেশের ও অস্তিত্ত থাকবেনা।
©somewhere in net ltd.