নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ ইসতিয়াক হোসাইন (তুষার)

I am a very simple man.

মোঃ ইসতিয়াক হোসাইন (তুষার) › বিস্তারিত পোস্টঃ

রাজনীতির একটি ভিন্ন প্রেক্ষাপট

২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

আমার পরিচিত এক ধনী লোক। উনার অনেক অর্থ সম্পদ আছে। এক পর্যায়ে তিনি খরছ করার কোন জায়গা খুঁজে না পেয়ে একটা দ্বীপ কিনে ফেললেন। সেই দ্বিপে অনেক মানুষ ছিল। সবাই খুশি ছিল। কিন্তু একটাই সমস্যা ছিল। সেখানে ছিল অনেক বড় বড় ইঁদুর। শুধুমাত্র ইঁদুরের অত্যাচারের জন্য সবাই এক সময় ঠিক করে ফেলল যে সবাই সেখান থেকে চলে যাবে। তখন অই ধনী ব্যাক্তির মাথা নাড়া দিয়ে উঠল। কারণ একটাই জায়গা ছিল যেখানে তার ক্ষমতা ছিল অনেক বেশি এবং তার কথা মত লোকজন উঠাবসা করত। উনি কখনই চান নাই যে এই ক্ষমতা তার হাত ছাড়া হোক যেখানে সে নিজেও একজন ভুক্তভুগি ইঁদুরের যন্ত্রনায়।
একদিন সে ড্রাম এ ড্রাম এ করে মধু নিয়ে আসল। সবগুলা ড্রাম সমুদ্রের পাশে রেখে দিল। সকালে যখন উঠে দেখল দ্বীপের অনেক ইঁদুর ড্রামগুলোতে ঢুঁকে গেছে তখন সে সবগুলা ড্রাম নিয়ে দূরে একটা জায়গায় এমনভাবে বন্ধ করে রাখল যেন ইঁদুরগুলো সেখান বেরিয়ে যেতে না পারে। কিন্তু সে কখনই চান নাই যে ইঁদুরগুলা মারা যাক।
এক পর্যায়ে যখন ইদুরগুলোর মধু খাওয়া শেষ হয়ে গেল তখন তারা বেঁচে থাকার জন্য একে অন্যকে খাওয়া শুরু করল। একটা পর্যায়ে দেখা গেল সব খাওয়া দাওয়া শেষে শুধু ২ টা ইঁদুর বেঁচে আছে। তখন সেই লোক সেগুলোকে আবার দ্বীপে এনে ছেড়ে দিল। সেই ইঁদুরগুলা এখন কোন মানুষকে যন্ত্রনা দেয়না। কারো খাবার নষ্ট করেনা। কারণ এখন ইঁদুর এখন শুধু ইঁদুর খায়। একটা সময় দেখা গেল সেই দ্বীপে আর কোন ইঁদুর নেই কারণ সেই ২ টা ইঁদুর বাকি সব ইঁদুরকে খেয়ে ফেলেছে।
যখন সব ইঁদুর শেষ হয়ে গেছে তখন সেই লোক ঐ ২ টা ইঁদুরকে মেরে ফেলে। কারণ সেগুলোর প্রয়োজন আর ছিলনা।
আর কিছুই বলার নেই।
ধন্যবাদ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.