নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ ইসতিয়াক হোসাইন (তুষার)

I am a very simple man.

মোঃ ইসতিয়াক হোসাইন (তুষার) › বিস্তারিত পোস্টঃ

কে কতটা মুসলিম সেটা ৫ মিনিটেই পরখ করে নিন। সবারই লেখাটা একবার হলেও পড়া উচিৎ।

১১ ই মে, ২০১৫ সকাল ১১:০৫

আমরা আমাদের বাসায় বা বাইরে সবসময় কোন না কোন কাজে ব্যস্ত থাকি। হয়তবা সেসব কাজের মাঝে আমরা কারো উপস্থিতি আশা করিনা। আর আপ্রত্যাশিতভাবে কেউ যদি উপস্থিত হয় তবে তাকে আমারা কোন ভাবেই সবিনয় গ্রহন করা তো দূরের কথা, তাকে কিভাবে আমাদের সামনে থেকে দূর করা যায় তা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি।
এখন দৈনন্দিন কাজের মাঝে সেটা বাসায় হোক আর বাইরে অফিসে কিংবা অন্য কোন জায়গায়ই হোক, হুট করে যদি আমাদের দরজায় আমাদের নবী করিম (সঃ) নাড়া দেন তাহলে আমরা তার সাথে কেমন আচরণ করবো? তিনি যদি আমাদের অফিসে, বা আমরা যেসব জায়গায় প্রতিদিন কাজ করি সেখানে এসে আমাদের সাথে কিছু সময় কাটাতে চান তাহ্লে আমরা তার সাথে কেমন আচরণ করবো? আমাদের অনেকের বাসায় আমরা বিভিন্ন রক্মের কাজ করে থাকি, হয়তবা আমরা ম্নে করবো উনি আমাদের এই কাজ দেখলে উনি কষ্ট পাবেন তাই তার মুখের ওপর দরজা লাগিয়ে দিয়ে কি বাসার স্ব কিছু ঠিক ঠাক ক্রে এরপর তাকে ঘড়ে ঢুকাবো না যেম্ন আছে তেম্নভাবেই ঘড়ে ঢুকাবো? আমরা অন্যান্য যেসব কাজ করি, তা উনি পছন্দ করুক র নাই ক্রুক, তাকে কি সেভাবেই আমাদের পাশে বস্তে ব্লে আপ্যায়ন করবো নাকি ব্লবো আপনি একটু পড়ে আসেন কারন আমি যেসব কাজ ক্রছি তা আপনার পছন্দ হবেনা।
এরপর যদি উনি ইচ্ছা প্রকাশ করেন যে উনি আমাদের সাথে কিছুদিন স্ময় কাটাতে চান তাহলে আমরা তাকে ক্তদিন আমাদের সাথে রাখতে রাজি হব এবং ক্তদিন উনার সামনে আমাদের দৈনন্দিন কাজ আমরা যেভাবে করি সেভাবে চালিয়ে যাব এবং আশা করবো যে উনি যাওয়ার স্ময় ব্লে যাবেন যে আমার উম্মতকে আমি যেভাবে শিক্ষা দিতে চেছিলাম তারা আমার আদর্শেই বড় হয়েছে এবং সেভাবেই চলছে।
এসব প্রশ্নের উত্ত্র দিতে গেলে দেখা যাবে আমরা কেউই কখনও আমাদের কাজ ক্রম দিয়ে এবং আমাদের আচার আচরণ দিয়ে তাকে খুশি ক্রতে পারবোনা। আসলেই আমরা উনার সঠিক উম্ম্র হতে পারিনাই। যেদিন আমরা ম্নে করবো আমরা এসব প্রশ্নের উত্ত্র দিয়ে সেগুলা যথাযতভাবে পালন ক্রতে পারবো, আশা ক্রি সেদিন উনি আমাদের সবার ম্নের মাঝে রয়ে গেছেন এবং সেদিন আমরা মুসলিম ব্লে নিজেদের প্রিচয় দিতে পারবো।
আশা করি লেখাটা সবার ভাল না লাগ্লেও অনেক কিছু উপ্লব্ধি করতে পারবেন।

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৫ সকাল ১১:৩১

হাসান রাজু বলেছেন: ঠ্কি ব্ঝুল্মানা ।

২| ১১ ই মে, ২০১৫ সকাল ১১:৪৮

আবু মুছা আল আজাদ বলেছেন: ভাল লাগল । তবে এত ভাল হবার দরকার কি বা প্রয়োজন কি?

৩| ১১ ই মে, ২০১৫ সকাল ১১:৫০

জনাব মাহাবুব বলেছেন: ভাই আগে বানান ঠিক করেন, লেখাটি হ-য-ব-র-ল লাগলো

৪| ১১ ই মে, ২০১৫ রাত ৮:৩২

চাঁদের আলো: বলেছেন: বানান টা ঠিক হলে পড়তে ভালো লাগত ।

৫| ১১ ই মে, ২০১৫ রাত ৯:০১

মোঃ ইসতিয়াক হোসাইন (তুষার) বলেছেন: মাফ করবেন। আমি বাংলা টাইপিং এ একটু খারাপ।

৬| ১১ ই মে, ২০১৫ রাত ১১:০৬

লেখাজোকা শামীম বলেছেন: আপনার আইডিয়াটা ভালো। প্রায় একই রকম একটা আইডিয়া ফাদার বা মাদার টেস্টিং।
কোন একটা কাজ নৈতিকভাবে কতটুকু ভালো বা মন্দ বোঝার জন্য ফাদার বা মাদার টেস্টিং করা হয়। যেই কাজটা আপনি আপনার বাবা বা মায়ের সামনে করতে পারবেন না, সেটা সাধারণ অনৈতিক কাজ হয়। বলা হয়, বাবা বা মায়ের সামনে যে কাজগুলো করা যায়, সেগুলো করে গেলে মানুষ খারাপ হতে পারে না।

৭| ১১ ই মে, ২০১৫ রাত ১১:৪৭

সানোয়ারুল ইসলাম বলেছেন: আপনার এই চিন্তাটা যুক্তি যুক্ত আমরা নিজেও জানি আমরা ভালো কাজ করছি না,কিন্তু তবুও নিজেদের পরিবর্তন করছিনা কিংবা পরিবর্তনের ইচ্ছাটাও করছি না।আবার বেশীর ভাগ মানুষই এই চিন্তাটাও করেন না যে আমরা ভূল পথে রয়েছি,ভূল পথে চলছি,মনে হচ্ছে যেন আমরা এভাবেই চলব,সব কিছু ঠিক ঠাক হচ্ছে।এটার পরিবর্তন প্রয়োজন।সকল মানুষকে ইসলামি আইন কানুন মেনে চলার এবং সারা বিশ্বে কেমন করে ইসলাম কায়েম করা যায় সেই চেষ্টা অব্যাহত রাখার আহব্বান জানাচ্ছি।

৮| ১২ ই মে, ২০১৫ রাত ১২:৫০

শতদ্রু একটি নদী... বলেছেন: ৫ মিনিটেই যদি পরীক্ষা কইলা সব বলা যাইতো, তাইলে আল্লাহ মানুষরেও ৫ মিনিটের জন্য দুনিয়াই পাঠাইতো। পুরা একটা জীবন দিয়া পাঠাইলো ক্যান?

৯| ১২ ই মে, ২০১৫ দুপুর ১২:০৮

মোঃ ইসতিয়াক হোসাইন (তুষার) বলেছেন: ভাই আসলে ব্যাপারটা ৫ মিনিটে জীবন পরখ করা না, কথা হল আমরা কীভাবে চলছি এবং আমাদের কীভাবে চলা উচিৎ।

১০| ১২ ই মে, ২০১৫ বিকাল ৪:৫২

পাউডার বলেছেন: বর্তমান সময়ে কোনো মুসলিমের সামনে আইসা কেউ যদি আইসা বলে যে আমি ওমুক নবি, তাহলে ঐ নবিকে ঐখানেই কতল করার সম্ভাবনা ৯৯%।

১১| ১২ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

মোঃ ইসতিয়াক হোসাইন (তুষার) বলেছেন: ভাই আসলে ব্যাপারটা ভুল বুঝবেন না। এখানে শুধু এটাই বুঝানো হয়েছে যে, যদি আমাদের নবী মুহ: (স:) আজ থাকতেন, এবং আমরা উনার দর্শন এভাবে পেতাম তাহলে আমরা কি করতাম। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.