![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রবিন ফন পার্সি কে ফ্লাইং ডাচম্যান উপাধি দেয়া হচ্ছে মূলত তার উড়ে যেয়ে হেডে গোল করার জন্য (স্পেনের বিপক্ষে) কিন্তু আসুন জেনে নিই ফ্লাইং ডাচম্যান কি?
১৭০০ শতকের শেষের দিকে George Barrington তার লেখায় ফ্লাইং ডাচম্যান নামক একটা ভৌতিক জাহাজের কথা লিখেছিলেন যা কি না অদৃশ্য হয়ে যেতে পারে । যুগে যুগে আরও অনেক লেখক ফ্লাইং ডাচম্যান জাহাজ নিয়ে উপন্যাস কবিতা লিখেছিলেন । যদিও ফ্লাইং ডাচম্যান নামক জাহাজের কোন অস্তিত্ব খুজে পাওয়া যায় না, তবুও অনেক নাবিক বলেন যে তারা ফ্লাইং ডাচম্যানকে আবছা ভাবে দেখেছেন এবং কালো মেঘের আড়ালে আবার হারিয়ে যেতে দেখেছেন।
কথিত আছে ফ্লাইং ডাচম্যান নামক একটা জাহাজ ছিল যা স্বর্ণ চোরাকারবারী এবং লুটতরাজের কাজে নিয়োজিত ছিল। একবার এক প্রচন্ড ঝড়ের কবলে পড়ে ফ্লাইং ডাচম্যান কিন্তু এর ক্যাপ্টেন তীড়ে ভীড়তে অস্বীকৃতি জানায় এবং ওই প্রচন্ড ঝড়ে সেই জাহাজের সলিল সমাধি হয়। অনেকে বলেন আসলে সেই জাহাজের ক্যাপ্টেনের নাম বা উপাধি ছিল ফ্লাইং ডাচম্যান।
©somewhere in net ltd.