![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খাড়ান ভাইজান।
জার্মানীর বিশ্বকাপ দলের তুর্কী বংশদ্ভুৎ মুসলিম খেলোয়াড় তার নিজের ইনকামের টাকা প্যালেষ্টাইনের গাজায় দিলো না-কি ব্রাজিলের দুঃস্থ শিশুদের কল্যাণে দিলো তা লইয়া অত লাফানের দরকার নাই।
ওজিল অনেকের চাইতে অনেক উপরের স্তরের যে সে বিশ্বকাপ থেকে ইনকামের অংশ দুঃস্থ শিশুদের দান করছে। সেই কাজের লাইগাই তারে নিয়ে গর্ব করেন।
ব্রাজিলের দুঃস্থ শিশুদের দান করলে ছওয়াব পাবে না তা আপনারে কে কইলো
নেট ঘেটে যতটুকু দেখলাম তাতে বুঝলাম সে অফিশিয়ালী ব্রাজিলের দুঃস্থদের জন্য টাকা দিয়েছে।
কিন্তু দিয়েছে তো.. .. .কয়জেন দেয়?
গাজার অধিবাসীদের জন্য অনুদান দিয়েছে আলজেরিয়ার বিশ্বকাপ টিমের খেলোয়াড়রা। কিন্তু আমার মতে আর্থিক সাহায্যের চাইতে কূটনৈতিক সাহায্যই তাদের দরকার। আর্থিক সাহায্য শুধু সাময়িক সমস্যার সমাধান দিবে। কিন্তু পার্মানেন্ট সমাধানের জন্য দরকার রাষ্ট্রীয় পর্যায়ে কূটনৈতিক সাহায্য।
১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৫
সিদ্দিকী শিপলু বলেছেন: ধন্যবাদ শফিক আলম
২| ১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:১২
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ। ওজিল দুস্থ্য শিশুদের জন্য টাকা দিয়েছে এটাতেই তার মনের উদারতার খোঁজ পাওয়া যায়------। হুমমম -- এই মুহুর্তে মুমুর্ষ রোগীদের জন্য ঔষধ এবং খুধার্তদের জন্য খাদ্য দরকার। আর পাশাপাশি কুটনৈতিক তৎপরতা আবশ্যক ====
১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৭
সিদ্দিকী শিপলু বলেছেন: এই মুহুর্তে মুমুর্ষ রোগীদের জন্য ঔষধ এবং খুধার্তদের জন্য খাদ্য দরকার। আর পাশাপাশি কুটনৈতিক তৎপরতা আবশ্য।
ধন্যবাদ
৩| ১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪১
পুরান লোক নতুন ভাবে বলেছেন: ভাই তাইলে প্রথম আলু আর বালের কন্ঠ কি মিছা কইছে!! জাতি জানতে চায়!!
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:১০
শফিক আলম বলেছেন: সহমত।