![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিডিয়াতে ভাইরাল হয়ে যাওয়া আইএস এর ছবিটা নিয়ে কিছু সন্দেহ।
## আইএস এর মন্তব্য/ছবি/ভিডিও গুলো কোন সুনির্দিষ্ট সাইটে পাওয়া যায় না। তারা বিভিন্ন সাইট এবং সোশ্যাল সাইট ব্যবহার করে। কিন্তু ইতালীয়ান নাগরিক Cesare Tavella কে গুলি করে হত্যা করার মাত্র কয়েক ঘন্টার মধ্যে SiTE (Intelligence Group Jihadist Threat ) এই ছবিটা পাইলো কোথায়? কোন বিশ্বাসযোগ্য সোর্সের কথা তারা বলেনি কেন? বরং জঙ্গীদের ব্যবহৃত টুইটার একাউন্টগুলোতে দেখলাম SiTE এর ছবিটিই ব্যবহার করা হচ্ছে।
## আই এস এর ইলাবোরেশন এ ইসলামিক ষ্টেট হলেও SiTE এর মতো এতো গুরুত্বপূর্ণ সংগঠন তাদের সাইটে আইএস এর ইলাবোরেশনে The Islamic Start বললো কেন? এবং এখনও পর্যন্ত (01/10/2015) তারা এই লেখাটা সংশোধন করলো না কেন? বিষয়টা অনিচ্ছাকৃত ভুল বলে মনেই হয় না। লিংক
## নিউইয়র্ক টাইমস এর ভাষ্যমতে আরবিতে লেখা ভাষ্য অনুযায়ী killed him using “silenced weapons.” বলা হয়েছে।
লিংক
কিন্তু স্থানীয় ব্যাক্তিরা না-কি গুলির আওয়াজ শুনেছে। তাহলে তো silenced weapons এর ভাষ্যটাও মিথ্যা।
## আসলে কারা জড়িত তা তাড়াতাড়ি বের করা জরুরী। আমার বাংলাদেশে কোন জঙ্গীর আস্তানা দেখতে ইচ্ছুক না। ইতোমধ্যে এই ঘটনায় বাংলাদেশের সুনাম ক্ষুন্ন হচ্ছে। আল্লাহ আমাদের বাংলাদেশ কে জঙ্গীবাদ, সন্ত্রাস এবং দুর্নীতি থেকে মুক্ত রাখুক এবং বিশ্বের দরবারে সম্মানের সাথে মাথা তুলে টিকে থাকার তৌফিক দেক।
০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৭
সিদ্দিকী শিপলু বলেছেন: ইহুদি প্রেতাত্মা হউক বা আমেরিকার প্রেতাত্মা। এটা সত্য যে তারা ইসলাম কে ব্যবহার করে স্বার্থ সিদ্ধি করছে। অবশ্যই এটা মধ্যপ্রাচ্য কে অশান্ত করার জন্য একটি পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র।
২| ০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০১
মাঘের নীল আকাশ বলেছেন: স্টার্ট দেইখা আমিও কনফিউজড ছিলাম!
০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৯
সিদ্দিকী শিপলু বলেছেন: যেখানে নিউইয়র্ক টাইমস সহ অনেক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ”সাইট” এর সংবাদকে গ্রহণ করছে, সেখানে সাইটের এই ধরণের বানান ভুল অনিচ্ছাকৃত নয়।
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪০
গেম চেঞ্জার বলেছেন: ইহুদি প্রেতাত্মার আরেক নাম আইএস।