![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিএনজি ওয়ালা সিএনজি ওয়ালা,
মিটারে তুমি যাও?
এক্সট্রা টাকা চাও?
রাস্তা ফাঁকা তাও?
কঠিন ভাব নাও?
ব্যাটা তুমি মস্ত চামার
কাটতে চাও পকেট আমার
মিটার নিয়ে বললে কথা
ভেংচি দাও যথা তথা।
অকারণেই ভাব মেরে নাক উঁচিয়ে যাও?
আসছে নতুন সিস্টেম, শুনতে কি পাও?
রাস্তায় এখন উবার চলে
পাঠাও চলে গ্যাপে।
হে ভগবান একটা বাইক
যাস লেগে মোর অ্যাপে।
চমকে গিয়ে কোমর বেঁধে ধর্মঘটে যাও?
টা টা ভাইয়া, আজকে থেকে তুমি মুড়ি খাও!
(Collected)
২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৩
সিদ্দিকী শিপলু বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ
২| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার
ঢাকা শহরের সিএনজিওয়ালাদের
বাস্তব চিত্র তুলে ধরার জন্য।
২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৩
সিদ্দিকী শিপলু বলেছেন: ধন্যাবাদ
৩| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪১
সাজ্জাতুল ইমরান ফয়সাল বলেছেন: চমৎকার
২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৩
সিদ্দিকী শিপলু বলেছেন: ধন্যবাদ।
৪| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১০
ডা: মেহেদী হাসান বলেছেন: কিছুদিন পর মুড়িও পাবে না.।
৫| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১১
নূর-ই-হাফসা বলেছেন: কবিতার কথা গুলো দারুন লাগলো
৬| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪০
করুণাধারা বলেছেন: ভাল জিনিষ শেয়ার করেছেন। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৬
শাহিন-৯৯ বলেছেন: বেশি বাড়লে একদিন অধপতন অবধারিত।