![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
=তুই আমার একটা উপকার করে দে দোস্ত।
-কি? বল।
= এক ছেলে সম্পর্কে একটা খোঁজ খবর নিয়ে দিতে হবে...
- বিয়ে শাদী সম্পর্কিত না-কি? কোন সমস্যা নাই, নাম -ডেজিগনেশন দিয়ে দে, হাঁড়ির খবর বের করে এনে দিচ্ছি।
= না, না, বিয়ে শাদী সম্পর্কিত না। অন্য বিষয়। আসলে ছেলেটা আমার এক বান্ধবীর হাজবেন্ড। তুই চিনবি না, আমার স্কুল ফ্র্যান্ড। তুই অন্য আরেকটা মেয়ের বিষয়ে খোঁজ খবর নিয়ে জানাবি, আমার বান্ধবীর হাজবেন্ডের সাথে তার কোন সম্পর্ক আছে কি-না।
(* * আমার তো আক্কেল গুড়ুম। বলে কি??)
- কি কস এসব? কেন? আসলেই? ডিটেইলস জানাতো, কি হইছে!!
= আমি তেমন কিছুই জানি না। কিন্তু আমার বান্ধবী খুব কান্নাকাটি করতেছে। তোর কথা বলার পর আমাকে খুব করে ধরেছে খোঁজ নিয়ে জানাতে। প্লিজ, তুই আমাক কাজটা করে দে। আমার বান্ধবী খুব কান্নাকাটি করতেছে। সংসার ভেংগে যায় যায় অবস্থা।
- আচ্ছা, আচ্ছা, খোঁজ নিয়ে জানাবো। কিন্তু তোর বান্ধবীর হাজবেন্ডের কি এধরনের অভ্যাস আগেও ছিল?
= মনে হয় না। এরকম থাকলে জানতাম। তবে ঠিক এভাবে বান্ধবীকে জিজ্ঞাসা করি নাই!!
- তাইলে তোর বান্ধবী কেমন করে টের পাইলো সেইটা জানস?
= না, এতো কিছু তো জিজ্ঞাসা করি নাই। আসলে ম্যাসেঞ্জারে আমার কাছে হেল্প চাইছে, দেশ থেকে আসার পর অনেকদিন কথা হয় না। ম্যাসেঞ্জারেই সেদিন অনেক কান্নাকাটি করলো, এতো কিছু জিজ্ঞাসা করি নাই।
-এসব কিছু জিজ্ঞাসা না করে তুইও ধরে নিলি যে ছেলেটা প্রেম করতেছে!!!
= হইতেই পারে। তোদের ছেলেদের বিশ্বাস নাই। আমরা মেয়েরা সারাদিন বাসায় থাকি, তোরা বাইরে থাকস, কোথায় কি করস না করস সেটা মেয়েরা বুঝবে কিভাবে?
- হ, তরে কইছে!! বাইরে থাকলেই ছেলেরা প্রেম করে তাই না?
= তোর এত কথা বুঝে কাজ নাই, তুই আমার বান্ধবীর জন্য এই কাজটা করে দিবি কি-না বল? প্লিজ দোস্ত।
- আচ্ছা ঠিক আছে খোঁজ নিয়ে জানাবো।
---------
(কাজের ব্যস্ততা অথবা ভুলোমনা নামক দোষের কারণে আমি আসলে খোঁজ নিতে ভুলে গেছিলাম, আর আসলে আমি বিষয়টাকে অত গুরুত্বও দেইনি)
কয়েকদিন পর আমার বন্ধু আমাকে ম্যাসেঞ্জারে আবার নক করল।
-----++
=কিরে দোস্ত, তুই তো এখনও আমাকে কিছু জানাইলি না। আমার বান্ধবী প্রতিদিন আমাকে ম্যাসেঞ্জারে কল দিয়ে অনুনয় বিনয় করতেছে, আর কান্নাকাটি করতেছে। তুই কি খবরটা বের করতে পারছস?
- সরি দোস্ত সরি, ভুইলাই গ্যাছিলাম। আচ্ছা আমি আজকেই খোঁজ নিয়ে জানাবো।
=তোর উপর খুব মাইন্ড করলাম, তোকে এত করে রিকোয়েস্ট করলাম...
-ওকে, আজকেই খোঁজ নিব। কিন্তু তুই কি জেনেছিলি তোর বান্ধবীর হাজবেন্ডের আগে থেকে এরকম অভ্যাস ছিল কি-না।
= নাহ, কখনই এরকম কোন কিছু ছিল না। তাদের প্রেমের বিয়ে। দুইজনই দুইজনকে অনেক ভালোবাসতো। কিন্তু এখন আমার বান্ধবীর চোখে শুধু জল।
- তো তোর বান্ধবী হঠাৎ কিভাবে টের পাইছে বিষয়টা?? এইটা জানছস?
= হুম জিজ্ঞাসা করছিলাম। বললো একদিন ওর হাজবেন্ডের সাথে তার অফিসে গেছিল। তখন ঐ মেয়ে কলিগকে দেখছে। ওর হাজবন্ডের সাথে মেয়েটার কি হাসি হাসি করে কথা!! দুইজনে অনেক খাতির। এই খাতির দেখেই আমার বান্ধবীর মনে সন্দেহ হইছে!!!
-কছ কি? তো হাসাহাসি কি তোর বান্ধবীর সামনেই করছে? নাকি আড়ালে আবডালে?
= না, সামনেই করছে। মেয়েটাই ওর হাজবেন্ডের চেম্বারে এসে গল্প করছে।
- ওই মেয়েটা কি তোর বান্ধবীর সাথে মারামারি-চুলাচুলি করছে?
= ধুর, উলটা পালটা কথা কস কেন? মারামারি করবে কেন?
- না, মানে তোর বন্ধবীর কাছ থেকে তার সোয়ামীরে ছিনাইয়া নেয়ার জন্য!!!
= নাহ, বরং ওর সাথেও খুব ভালো ব্যবহার করেছে। এমন ভাব করেছে যেন কত দিনের পরিচিত!!! যত্তোসব।
-তাহলে কেমনে হইলো??
আচ্ছা, ঐ মেয়েটা কি তোর বান্ধবীর হাজবেন্ডের হাত ধরছিল?
= আরে নাহ। তুই বেশী কথা কস। হাত ধরা লাগে না-কি? আচরণ দেখলেই বুঝা যায়। আমার বান্ধবীর মতো আমারও ধারণা এখানে একটা ঝামেলা আছে।
-তো পরে তোর বান্ধবী কি তার হাজবেন্ডকে এ বিষয়ে কিছু জিজ্ঞাসা করছে?
= হুম করছেই তো। কিন্তু তোরা ছেলেরা মহা শয়তান। প্রেম করলে কি আর স্বীকার করবে? মিচকা শয়তান একেকটা। একটুও স্বীকার করে নাই।
- তোর জামাই কি কারো লগে প্রেম করে?
= চপ, উলটা পালটা কথা কবি না। আমার জামাই এরকম না। আরেকবার এরকম কথা বললে তোর মাথা ফাটাইয়া ফেলবো।
-হ, তোর জামাই-ই শুধু সাধু। আইচ্ছা বাদ দে। কিন্তু একটা জিনিস বুঝলাম না।
= কি?
- তোর বান্ধবীর হাজবেন্ড এখন স্বীকার করতেছে না, তাহলে সে তার ওয়াইফ কে অফিসে নিয়ে প্রেমিকার সাথে হা হা হিহি করে প্রেম প্রকাশ করতে গেছিল কেন?
যদি প্রেম করেই থাকে আর সেটা যদি তার বউ এর কাছে অস্বীকার ই করার প্ল্যান থাকে, তাহলে সেধে সেধে বউকে অফিসে নিয়ে বউ এর সামনেই প্রেম দেখাইতে যাবে কেন?
= জানি না। জানার দরকারও নাই। তুই প্লিজ খবরটা নিয়ে দে। প্লিজ।
- আচ্ছা ঠিক আছে, আমি খোঁজ নিয়ে জানাচ্ছি।
----------
ভালো করে খোঁজ নিয়ে জানলাম আসলেই এরকম কিছুই নাই। বরং কলিগের ওয়াইফ অফিসে এসেছে একারণে আরেকজন কলিগ আতিথেয়তার জন্য আর ভদ্রতার খাতিরে সংগ দিয়েছে শুধু।
----+++++
****- পরে শুনেছি আমার রিপোর্টের উপর ভিত্তি করে আমার বান্ধবীর বান্ধবী পুনরায় স্বামী প্রেমে মগ্ন হয়েছে।
২| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৬
মি.সিম্পলম্যান বলেছেন: ভাইয়া লিংক ১ https://goo.gl/gjnyL9 ২ https://goo.gl/9MiWeZ ৩ https://goo.gl/8g5bZZ
৩| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ২:৫১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: 'সন্দেহ' পারিবারিক জীবনে অশান্তির অন্যতম প্রধান কারণ। তবে ডিজিটাল যুগটাও একটু উসকে দিচ্ছে...
৪| ২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১১
রাজীব নুর বলেছেন: সন্দেহ খুব খারাপ জিনিস।
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২৬
মি.সিম্পলম্যান বলেছেন: আমার এক প্রিয় আলেমের মুখে শুনেছিলাম, উনার কথার মূল ছিল এরকম,

* দেখুন আল্লাহ কুরআনে বলেছেন 'তোমরা সন্দেহ কোরনা কারন বেশিরভাগ সন্দেহ-ই পরে ভুল প্রমানিত হয়।
* কারও দোষ জানলে তা প্রকাশ করনা (বেক্তিগত দোষ) কারণ যে অন্যের দোষ গোপন রাখবে আল্লাহ আখিরাতে তার দোষও গোপন রাখবেন।
* স্বামী - স্ত্রী একে অন্যের দোষ না ধরে যতটা সম্ভব ধৈর্য ধরবেন, আর অন্যকে নিজের মত করতে চেয়ে তার উপরে জোর খাটাবেন না। এটা ভুল।
* আরও অনেক কথা। ভিডিওটার লিংক দিচ্ছি ভালো মনে হলে দেখুন।
............ লেখাটা বাস্তব সম্মত। আমরা প্রায় সয়তানের ধোকায় পড়ে সন্দেহ করে নিজেদের সংসারে আগুন লাগাই।
লেখাটা আমার ফেসবুকে কপি দিচ্ছি । ধন্যবাদ এত সুন্দর লেখার জন্য