![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেশমী রেশমী চুল,
টানা টানা চোখ,
ভীরু চোখ, চুপচাপ, সরলতায়
কওনা কথা কিসেরো শংকায়?
আশে পাশে মোরা সব উচ্ছল চঞ্চল,
হাসি হাসি, মিঠা বাৎ, উচ্ছল উজ্জ্বল।
মেয়ে তবুও কওনি কথা কোনো ভনিতায়,
ভাসোনি কেন কোনো উচ্ছলতায়?
মিঠা মিঠা রুদ্দুর,
দুপুর জুড়ে ভরপুর,,
কিচিরমিচির পাখিসব,
মন কষিয়া কলরব,,
সাদা মেঘ আর নীল আকাশ,
খেলে মেলে সারামাস,,
তোমারো মন চায়, মনযোগ চায়,
কওনিকো তবুও কোনো উছিলায়।
মেয়ে তুমি চুপ থেকে,
এতো কথা বলে,
হৃদয় চুড়িয়া-মাড়িয়া
মন কাড়িয়া নিলে।
০৫০৩১৯
২| ০৭ ই মার্চ, ২০১৯ দুপুর ২:১৪
মাহমুদুর রহমান বলেছেন: আমাদের বাসার পেছনে অজস্র পাখির বসবাস।প্রতিদিন তাঁদের কলকলানিতে আমার ঘুম ভাঙ্গে।
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৩০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।