![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা লিখা একটা নেশায় পরিনত হয়েছে।আর জানার ইচ্ছা টা প্রবল।ঘোরতে ভাল লাগে।
অদ্ভূত সব বাঁয়না ধরে মন
বল এটাও কি সম্ভব?
চাইলেই তো
চাদঁ টা আমার হবে না
তাঁরারা ও তাকে চাই।
আমি জানি
আকাশ টা আমার একার না
তাই বলে কি আমি ঘুরি উরাতে পারব না?
সাঁঝের মায়াবী রঙ চুরি করতে চাই সবাই
কত জন পারে বল?
রংধনু দেখে কত জন-ই তো কবিতা লেখে
সে আমি বেশ জানি।
তবুও আমি স্বপ্ন দেখি
তুমি হবে আমার।।
©somewhere in net ltd.