নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কারো ভাই ব্রাদার না, আমারে স্যার ডাকবা

আমারে স্যার ডাকবা

আমারে স্যার ডাকবা › বিস্তারিত পোস্টঃ

নিরাপদ বোধ করছি

৩১ শে জুলাই, ২০২১ বিকাল ৩:৪২



এক বছর এক সপ্তাহ পর আজ আমার মডারেশন স্ট্যাটাস সেফ। আমি এখন নিরাপদ ব্লগার। ধন্যবাদ ব্লগ টিম কে। কোভিড এর কারনে একাউন্ট খোলার পরও ব্যবহার করা হয়নি। ১ বছর পরে ব্লগ একাউন্টটি ব্যবহার শুরু করেছি।



কিছু কথা বলার ছিলো, আমি জানি আমরা বাংলা অঞ্চলের মানুষ গুলো চরম অসহিঞ্চু এবং ঈর্ষাপরায়ন। এরা পান থেকে চুন খসলেই তেলে বেগুনে জ্বলে উঠে, অল্পতেই ট্রিগারড হয়ে যায়। কিন্তু লেখালেখির জগতে বা ব্লগে এই বিষয়টা বড্ড বেমানান। এখানে শিক্ষিত মানুষই থাকে, একজন আরেকজনের লেখার প্রতি সম্মান ও ভিন্নমতকে সহজে গ্রহন করতে না পারলে আপনি কিসের ব্লগার?
গতকাল দেখলাম একজন তার ব্লগের নিক পাল্টে ফেলেছেন। কারন তার নামের শেষে স্যার যুক্ত ছিলো। এখন লেখাটা খুজে পাচ্ছি না, হয়তো তিনি মুছে দিয়েছেন। কার সমালোচনায়, কার আপত্তিতে তিনি নিক পাল্টাতে বাধ্য হলেন জানি না, কিন্তু এইটা লেখক/ব্লগারের স্বাধীনতার বিরোধী।

বাঙালির এমন অসহিঞ্চু ও স্বৈরাচারী মানষিকতা যদি আর কিছুদিন আগে থাকতো, তাহলে সৈয়দ মুজতবা আলীর প্রিয়দর্শী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর অনিলা দেবী, অচিন্ত্যকুমার সেনগুপ্ত এর নীহারিকা দেবী ছদ্মনাম দেখেই হয়তো ফেক আইডি, ক্যাটফিশ বলে গাল-মন্দ করতো এবং পুরুষ মানুষ নারীর নামে কেন লিখবে বলে আন্দোলন ও জ্বালাও পোড়াও শুরু করে দিতো। নীহাররঞ্জন গুপ্ত এর দাদাভাই ছদ্মনাম দেখে এরা বলতো, "তুমি না তো আমার দাদা, না তো আমার ভাই, তোমাকে দাদাভাই ডাকবো কেনো?" আবার আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ যখন শহীদুল্লা কায়সার নাম নিলেন, প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায় যখন মানিক বন্দ্যোপাধ্যায় নামে লিখলেন, মইনুদ্দিন আহমেদ যখন সেলিম আল দীন নামেই পরিচিত হয়ে গেলেন, মোহাম্মদ জহিরুল্লাহ খান যখন জহির রায়হান নামে নিজের মেধার প্রকাশ করলেন তখন হয়তো এমন ডমিনেটেড মন-মানষিকতার মানুষগুলো থাকলে এরা লেখালেখি ফেলে জঙ্গলে পালিয়ে যেতেন।

যাই হোক, ছদ্মনামে লেখা লেখকের স্বাভাবিক অধিকার। আপনি এখানে হস্তক্ষেপ করতে পারেন না। এই ব্লগে কিন্তু ছদ্মনামের ব্লগারই বেশি।


আমার সম্পর্কে একটু জানিয়ে রাখি। আমি যথেষ্ঠই উদারমনা মানুষ। সবার লেখাকেই সম্মান করি। কেউ ভালো লিখুক বা খারাপ, আমার চেতনায় বাড়ি খায় না। তবে আমি আবার কমেন্ট করার সময় মিথ্যে প্রশংসা করতে পারি না। ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ। আবার লেখার ভিতর ছলনা করলে (স্প্যামিং, ডিফেমিং, আগ্রাসী পোস্ট, বিজ্ঞাপনী পোষ্ট) আমার থেকে গালিযুক্ত কমেন্টও যাবে। আমি অনেষ্ট থাকতে চাই, আপনার লেখা পরে আমার যা মনে হবে, সেটাই কমেন্টে লিখবো। যদি মনে হয় বালমার্কা পোষ্ট লিখেছেন, আমি বাল্পোষ্ট লিখেই কমেন্ট করবো।

আমি কেন আমারে স্যার ডাকবা ছদ্মনাম নিলাম?
ব্লগে একাউন্ট করার একটু আগে, ইউটিউবে হুমায়ূন আহমেদ এর "নীতু তোমাকে ভালবাসি" নাটক দেখেছিলাম, সেখানে ২১:২৮ সময়ে অভিনেতা এজাজ যখন অভিনেতা ফারুককে "রহমত ভাই" বলে ডাকে, তখন ফারুক উত্তর দেয়, "আমারে ভাই ডাকবা না, আমি কারও ভাই-ব্রাদার না ..... আমারে স্যার ডাকবা"। ডায়ালগটা আমার ভালো লাগে, তাই এই নামেই একাউন্ট খুুলে ফেলি।

আমার ছদ্মনাম নিয়ে একটা কথা ক্লিয়ার করে রাখি, এই নাম আমি বদলাবো না। কারো আপত্তি থাকলে ৯৯৯ এ ফোন দিয়ে ফায়ার সার্ভিস কল করেন। তারা এসে আপনার পেছনে জ্বলা আগুন নিভিয়ে দিয়ে যাবে।

এই নোটিশ দুটো বুুঝিনি। আমাকে ফ্রন্টপেইজ ব্যান কেন করা হয়েছিলো? সেফ স্ট্যাটাস পাবার সাথে এই নোটিশ দুুটোও আজ পেয়েছি।



সেফ হওয়ার আগে আমার কিছুু লেখাঃ
১) মুভি রিভিউঃ মিমি
২) আমরা কেন অলিম্পিকে মেডেল পাই না
৩) রম্যঃ একটা দেশের সরকার কেন ব্যর্থ হয়?
৪) দ্য বং অ্যাটিটিউড

ধন্যবাদ সবাইকে। B-))

মন্তব্য ৩৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০২১ বিকাল ৩:৫১

হাবিব বলেছেন: প্রথম পেইজে আপনাকে স্বাগতম। আমাকে নিয়ে পোস্টে লিখেছেন দেখলাম। আমি আমার ব্যক্তিগত কারনেই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেই। অনেকদিন আগেকার এই সিদ্ধান্ত। সে যাই হোক। আপনার প্রথম পাতায় দেথে ভালো লাগছে। আশা করছি আপনার থেকে সমৃদ্ধ লেখা পাবো। আমি তো প্রফেশনাল লেখক নই, মন চাই তাই লিখি। আপনার নামের ব্যাখ্যা দেবার আগেই নাটকটি দেখেছি। ভালো থাকবেন সবসময়।

৩১ শে জুলাই, ২০২১ রাত ৯:১৪

আমারে স্যার ডাকবা বলেছেন: আপনার লেখা ও মন্তব্যগুলো পড়ে মনে হয়েছিলো কারও কারও আপত্তি ছিলো নামটি নিয়ে। ব্লগে প্রফেশনাল লেখক তো খুব কম থাকারই কথা। তারপরও ব্লগারদের স্বাধীনতা আর অধিকার তো আছে।

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। :)

২| ৩১ শে জুলাই, ২০২১ বিকাল ৪:০১

সাসুম বলেছেন: আমার সেফ হতে টাইম লেগেছিল ৪ বছর। আপনি ত ভাগ্যবান! যদিও এর আগে সেফ হতে না পারে নারী নাম নিয়া ফেকাইডি খুলেছিলাম কয়েক টা। সাথে সাথেই সেইফ হয়ে গিয়েছিলাম

৩১ শে জুলাই, ২০২১ রাত ৯:১৫

আমারে স্যার ডাকবা বলেছেন: ৪ বছর :||
সে তুলনায় তো আমি আসলেই ভাগ্যশালী! B-))

৩| ৩১ শে জুলাই, ২০২১ বিকাল ৪:০৩

সাহাদাত উদরাজী বলেছেন: স্বাগতম।

৩১ শে জুলাই, ২০২১ রাত ৯:১৮

আমারে স্যার ডাকবা বলেছেন: ধন্যবাদ :)

৪| ৩১ শে জুলাই, ২০২১ বিকাল ৪:১৪

চাঁদগাজী বলেছেন:



লেখা সামনের পাতায় আসবে, ভালো খবর; লিখুন।

৩১ শে জুলাই, ২০২১ রাত ৯:১৯

আমারে স্যার ডাকবা বলেছেন: ধন্যবাদ। চেষ্টা করছি নিয়মিত কিছু না কিছু লিখতে :#)

৫| ৩১ শে জুলাই, ২০২১ বিকাল ৪:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রথম পেইজে আপনাকে স্বাগতম।

৩১ শে জুলাই, ২০২১ রাত ১০:১৮

আমারে স্যার ডাকবা বলেছেন: ধন্যবাদ মরুভূমির জলদস্যু :)

৬| ৩১ শে জুলাই, ২০২১ বিকাল ৫:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রথম পাতায় সুস্বাগতম আপনাকে। এবার মনের কথা তুলে ধরেন নুতন উদ্যমে।

৩১ শে জুলাই, ২০২১ রাত ১০:২০

আমারে স্যার ডাকবা বলেছেন: আহা! ধন্যবাদ চৌধুরি সাহেব :#)

৭| ৩১ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:০০

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর আলোচনা।++
নিজের উপর নিজের আস্থা নিঃসন্দেহে প্রশংসনীয়‌।
নিজের ভালোলাগা সর্বাগ্রে।
শুভকামনা আপনাকে।

৩১ শে জুলাই, ২০২১ রাত ১০:২১

আমারে স্যার ডাকবা বলেছেন: আপনাকেও শুভ কামনা, সুস্থ ও নিরাপদে থাকুন :#) :#)

৮| ৩১ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩৯

শেরজা তপন বলেছেন: আমিও সংক্ষিপ্ত নামে লিখি- এটাও একপ্রকার ছদ্ম নাম।
অশ্লীল কিছু না হলে ছদ্মনামে লেখা দোষের কিছু নয়!

প্রথম পাতায় স্বাগতম জানিয়ে অপেক্ষায় রইলাম- দেখি কাজে কথায় মিলে কিনা

৩১ শে জুলাই, ২০২১ রাত ১০:১৯

আমারে স্যার ডাকবা বলেছেন: চেষ্টা ও ইচ্ছা আছে নিয়মিত লেখার। ধন্যবাদ ভাই :#)

৯| ৩১ শে জুলাই, ২০২১ রাত ১০:২৪

রানার ব্লগ বলেছেন: লিখুন যা মনে চায়। কে ঠ্যাকায়!!!

৩১ শে জুলাই, ২০২১ রাত ১১:১১

আমারে স্যার ডাকবা বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা আপনাকেও B-)

১০| ৩১ শে জুলাই, ২০২১ রাত ১০:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কেউ বিব্রত হবার কারনে স্যার পদবী
পরিত্যাগ করছ্নে আর আপনি আদেশ
করছেন আপনাকে স্যার ডাকতে হবে!!
তা স্যার উপাধীটা আপনাকে কে দিলো
নাকি নিজেই নিজেকে দিলেন !!
মিলাদ নাকি আকিকা করে
করে ছিলেন ?

৩১ শে জুলাই, ২০২১ রাত ১১:১৫

আমারে স্যার ডাকবা বলেছেন: আপনার কমেন্টগুলো সবসময় এমন উদ্ভট ভাবে (ছোট ছোট অনেকগুলো লাইনে) লিখেন কেনো? হঠাৎ দেখলেই মনে হয় কবিতা।

কারো থেকে উপাধী নিতে হয় নাই। আমি বাংলা বিহার উড়িষ্যার অবিসংবাদিত স্যার। আমাক স্যার ডাকবেন।

১১| ৩১ শে জুলাই, ২০২১ রাত ১০:৪৮

ইন্দ্রনীলা বলেছেন: কিন্তু আপনারে কেউ এইখানে স্যার ডাকবে বলে তো মনে হচ্ছে না। ভাইও ডাকা যাবেনা আবার আপনার নামও নাই। বিপদে ফেললেন।

৩১ শে জুলাই, ২০২১ রাত ১১:১৭

আমারে স্যার ডাকবা বলেছেন: স্যার ডাকতে না চাইলে কি করার? গনতান্ত্রিক(!) দেশ, জোড় জবরদস্তি কেমনে করি? :|
বিপদে পরতে হবে না, সহজ সমাধান বলে দিচ্ছি, আমারে স্যার ডাকবেন B-))

১২| ৩১ শে জুলাই, ২০২১ রাত ১১:২৩

ইন্দ্রনীলা বলেছেন: আমারে স্যার ডাকবেন আপনি কেমন আছেন এমন?

০১ লা আগস্ট, ২০২১ রাত ১২:২২

আমারে স্যার ডাকবা বলেছেন: কইবেন, "স্যার, আপনি কেমন আছেন?" :-<

১৩| ০১ লা আগস্ট, ২০২১ রাত ১২:২৪

ইন্দ্রনীলা বলেছেন: জীবনেও না :-P

০১ লা আগস্ট, ২০২১ রাত ১২:৫০

আমারে স্যার ডাকবা বলেছেন: মনঃক্ষুন্ন হইলাম, চিত্তে ক্লেশ অনুভূূত করিলাম :(

১৪| ০১ লা আগস্ট, ২০২১ রাত ১২:৪৫

স্প্যানকড বলেছেন: প্রথমে স্বাগতম। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

০১ লা আগস্ট, ২০২১ রাত ১২:৫১

আমারে স্যার ডাকবা বলেছেন: ধন্যবাদ স্প্যানকড। আপনিও সুস্থ থাকুন, নিরাপদ থাকুন :#)

১৫| ০১ লা আগস্ট, ২০২১ দুপুর ১২:৪০

রাজীব নুর বলেছেন: বাহ!
ভালো খবর।
মিষ্টি কই?

০১ লা আগস্ট, ২০২১ বিকাল ৫:৩১

আমারে স্যার ডাকবা বলেছেন: ধন্যবাদ :)

একটার বেশি খাইয়েন না, মিষ্টিদ্রব্য কম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো B-))

১৬| ০১ লা আগস্ট, ২০২১ বিকাল ৪:৫৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমারে স্যার ডাকবা"
...........................................................
সমস্ত ব্যাখ্যা সহ উপকার অপকার সহ লিখুন
নইলে পরবর্তী ক্লাশে প্রমোশন হবে না ,
আর হ্যাঁ , গ্রহন যোগ্য কারন দর্শাতে হবে ,
কেন আপনাকে স্যার ডাকব !!!


০১ লা আগস্ট, ২০২১ বিকাল ৫:৩৩

আমারে স্যার ডাকবা বলেছেন: স্বপ্নের শঙ্খচিল
স্যার না ডাকলে কি ডাকবেন? মহামান্য, মাননীয় ডাকতে পারেন, আপত্তি নাই B-))

১৭| ০১ লা আগস্ট, ২০২১ রাত ৯:০১

সেলিম আনোয়ার বলেছেন: প্রথম পেজে সুস্বাগতম। নিরন্তর শুভকামনা। স্যার তকমা দিয়ে আপনার ব্লগে বিচরণ শুরু। নিক আপনার জন্য শুভ হোক কল্যান বয়ে আনুক।

০১ লা আগস্ট, ২০২১ রাত ৯:০৫

আমারে স্যার ডাকবা বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.