![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বছর শেষ হচ্ছে, একটা পোষ্ট করা দরকার মনে করলাম। আমাকে চিনে না থাকলে একটু পরিচয় দেই। আমি এই ব্লগে একজন নগন্য সাধারন ব্লগার। আমি নিজেকে কেন নগন্য মনে করি, সেটার লিষ্ট দিচ্ছিঃ
১) আমি মাত্র দেড় বছর পুরনো ব্লগার। বয়স বিচারে বাচ্চা বলা যায়।
২) আমি নিয়মিত লিখি না। মাঝে মাঝে লম্বা সময় কোন পোষ্ট দেই না। কমেন্টও করি না। লগ-ইনও করি না। মাসে শত শত পোষ্ট করি না।
৩) আমি খুব বেশি মন্তব্য করি না।
৪) শত শত ফলোয়ার নাই আমার। এবং আমি অনেকের ফলোয়ার।
৫) ব্লগিংয়ে আমার কোন রেকর্ড নাই।
৬) আমি কোন পীরের মুরিদ নই।
এখন এই লেখাটা যখন লিখছি, পাশ থেকে আমার বিড়ালটা ম্যাও ম্যাও বলে আপত্তি জানাচ্ছে। (আমার একটা বিড়াল আছে, যে আমার ইন্টারনেট ব্রাউজিংয়ের সময় আমার পাশে বসে থাকে।) আমার বিড়াল আমার সাথে মহা তর্ক বাধিয়ে দিলো, তার অভিমান দেখে নিচে তার যুক্তিগুলো তুলে ধরলাম।
এই কথাগুলো আমার বিড়াল কানে কানে আমাকে বলেছেঃ
১) বয়স দিয়ে কাউকে শ্রেষ্ট / নগন্য বলা বোকামি। উকুন, জোক, তেলাপোকা এই প্রানীগুলো পৃথিবীর সবচেয়ে প্রাচীন প্রানী (ডায়নোসরের আমল থেকে)। অথচ নবীন হলেও সবচেয়ে বুদ্ধিমান ও ডমিনেন্ট প্রানী মানুষ, সবচেয়ে কিউট প্রানী বিড়াল (কিঞ্চিত পক্ষপাতদুষ্ট, কারন এটা আমার 'বিড়াল' এর মত)।
২) দিনে পাচটা পোষ্ট দিলে সেইটা মানসম্পন্ন হতো না, স্প্যামিং-ফ্লাডিং হইতো। যারা বাস্তবেই কাজ-কর্ম, লেখা-পড়া করে, অকর্মা নয়, তারা চাইলেও মাসে মাসে পোষ্টের পাহাড় গড়তে পারে না। ইদুর মাত্র দুই সপ্তাহ বয়স থেকেই বাচ্চা দিতে সক্ষম হয়, এবং তার জীবনকালে গণহারে বাচ্চা প্রসব করে (+- ২০০), অপরদিকে হাতি প্রতিবার মাত্র একটাই বাচ্চা দেয়, এই বাচ্চা জন্ম দিতে তিন থেকে সাড়ে তিন বছর সময় লাগে। এখন ইদুর আর হাতির ভেতর তুলনা করা কি ঠিক হবে?
৩) বেশি কথা বলা (বা লেখা) একটা বদঅভ্যেস, বুঝে শুনে প্রয়োজনীয় কথা বলা (বা লেখা)ই বুদ্ধিমানের কাজ। ব্লগার ও রাজনীতির বাচাল নেতাদের ভেতর এটা একটা বড় পার্থক্য।
৪) অন্য কোন ব্লগারকে ফলো না করে আবার সেটা বড় গলায় বলার চেয়ে, যারা ভালো লেখেন, সে সব ব্লগারদের ফলো করায় দোষ নাই। নিজের কয়টা ফলোয়ার হইলো সেইটা জনে জনে বলে নিজেকে শ্রেষ্ট প্রমান করতে চাইলে সেটা অতি উৎকৃষ্ট লেভেলের ছাগলামি।
৫) ব্লগ ছাইপাশ ও ভালোমন্দ সব ধরনের লেখা পড়া ও লেখার জায়গা, এটা টেপ রেকর্ডার না।
৬) এখানে কিছু বলার নাই। তোমার পছন্দের ব্লগার অনেক আছে।
আমি আমার বিড়ালের যুক্তি মন দিয়ে শুনলাম। তারপর নিজেকে বিচার করতে চেষ্টা করছি। আমি মহামানব বা মাটির মানুষ না। সহজ সরল হিসেবেও আমাকে বিচার করা যায় না। তবে একটা বিষয়ে নিশ্চিত থাকতে পারেন, আমি ভন্ড নই। নিজেরে বড় করে তুলে ধরে আবার নিজেকে সহজ-সরল মাটির মানুষ দাবি করার মতো ছাগলামী ও ভন্ডামি কখনো করি না।
তবে মানুষের আতঁলামী, ছাগলামী, মূর্খামি ও ভন্ডামি দেখে প্রশ্ন তুললে, এগুলো ধরিয়ে দিলে তারা ভাবে আমি ঝগড়া ফ্যাসাদ করছি। আমার চোখে এই ব্লগে প্রচুর ব্লগার আছেন যারা ভালো লেখেন। কেউ গল্পে ভালো, কেউ কবিতায়, কেউ দৈনন্দিন জীবনধর্মী লেখায়, কেউ ভ্রমন কাহিনীতে। কিন্তু এদের কেউকেই আমি এককভাবে সর্বকালের শ্রেষ্ঠ ব্লগার বলবো না।
--------------------------------------------
বিদ্রঃ আমি পশুপ্রেমী হিসেবে সকল লেখায় পশু-পাখির ছবি দিবো বলেছিলাম, এই লেখায় উপরে দেয়া ছবিটা ক্রিস্টোফার এ্যামিরুসো ও তার প্রিয় গাধা লিলি এর। ক্রিস্টোফার একজন গায়ক, লিলি তার প্রিয় গাধা। ক্রিস্টোফার এই লিলি গাধাটার ভীষনরকম ভক্ত। লিলি প্যানকেক পছন্দ করে, আর সেটা নিয়েই সে একটা গান গেয়েছে। এই গানের খবর ভাইরাল হয়েছিলো, চাইলে ইউটিউবে দেখতে পারেন।
।
২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৩৪
আমারে স্যার ডাকবা বলেছেন: গন্ডগোলের কি আছে প্রিয় ব্লগার? আমি বছর শেষে একটা পোষ্ট দিলাম এবং কেন আমাকে সেরা ভাবা উচিৎ নয় (যদিও কেউ ভাবেও না ) সেটা ব্যাখ্যা করলাম। এই লেখায় কেউ অফেন্ড হলে সেটা আমার নিজের হওয়া উচিৎ।
২| ২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৩১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
প্রত্যেক মানুষের একটা আলাদা চিন্তার জগত আছে। অন্য মানুষের সেটা ভালো না লাগতেও পারে। যেমন- আপনার লাগেনি।
আপনার গানে চয়েস ভালো নয়।
২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৩৮
আমারে স্যার ডাকবা বলেছেন: কার চিন্তা ভালো লাগলো না? আমি কি কারো চিন্তা বিশ্লেষন করে পোষ্ট দিয়েছি? কারো নাম, পোষ্ট, ছবি বা কিছু নিয়ে লিখেছি? বুঝলাম না কি বলতে চাইলেন।
আমার গানের চয়েস ভালো কি মন্দ সেই বিচার আপনি কেন করবেন? সবার চয়েস আলাদা, কারো এমন গান পছন্দ হবে, কারো বা ডিপজল-নাসরীনের সিনেমার গান পছন্দ হবে। ভালো-মন্দের ব্যাপার না, সবার রুচী ভিন্ন হওয়া স্বাভাবিক।
৩| ২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৩৯
চাঁদগাজী বলেছেন:
গার্বেজ ইন, গার্বেজ আউট।
২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৪১
আমারে স্যার ডাকবা বলেছেন: এবং গার্বেজ এর টানে যথারীতি ময়লাখোর মাছির আগমন।
৪| ২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:০৯
জ্যাকেল বলেছেন: আমি সেরা মেরা হইবার কথা খেয়াল করিনি, আসলে ভাবতেও পারি না। মাস দুয়েক ব্লগিং রেকর্ড আছে এখন ঝুনঝুনি বানিয়ে কি পাড়া গরম করে ফেলব? হাঃহাঃহাঃ
মানুষ পারেও বটে, অমুক সেরা ব্লগার তমুক সেরা ব্লগার। হাঃহাঃহাঃ
বাইদ্যরাস্তা
ব্লগে এই পাগল ছাগল যার কথায় না ছাগলেও চায় ইহাদের নিয়ে এইরকম পাল্টাপাল্টি পোস্ট করা আমার কাছে ওড লাগতেছে। তবে এই বিড়াল আর গাধা দুইটারেই লাইক দিয়া দিলাম।
২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:১৭
আমারে স্যার ডাকবা বলেছেন: পাগল দেখলে দূরে সরিয়ে দিবেন, ছাগল দেখলে তাড়িয়ে দিবেন। কারন পরিবেশ নোংরা ও বিপজ্জনক করায় এরা সিদ্ধহস্ত
৫| ২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:১৪
জুল ভার্ন বলেছেন: আমার চাইতে অর্ডিনারী ব্লগার সামুতে খুব বেশী নাই।
২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:১৯
আমারে স্যার ডাকবা বলেছেন: পীরের মুরিদ হতে চাইলে ছারছিনা, চরমোনাই বা দেওয়ানবাগীর কাছে যাইতাম। তেল মারার ইচ্ছা থাকলে রাজনীতিতে যোগ দিতাম। অর্ডিনারী মানুষের চিন্তাভাবনা জানতে চাই বলেই ব্লগে আসি।
শুভ কামনা প্রিয় ব্লগার
৬| ২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:১৯
অপু তানভীর বলেছেন: এখন, নগন্য ব্লগারকে কি স্যার ডাকা উচিৎ হবে ?
অনেক পরে আপনাকে ব্লগে দেখা গেল ।
২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:২৪
আমারে স্যার ডাকবা বলেছেন: অর্থ উপার্জন ও লেখাপড়া একসাথে চালানোর চেষ্টা করছি। কিছু লেখার সময় বের করা কষ্ট। লেখা পড়ি অবশ্য। তবে সেরা ব্লগারদের লেখা পড়া হয় না, আপনার মতো সাধারন নগন্য ব্লগারদের গল্প পড়ি।
৭| ২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:২৮
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন:
আপনি একজন ব্লগার। ব্লগিং করলেও আমি কিন্তু ব্লগার নই!
২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৪১
আমারে স্যার ডাকবা বলেছেন: আপনার সম্পর্কে জানি। আপনি ব্লগের বাইরেও লেখেন। আপনার লেখা পড়েছি, লগইন করি না তাই মন্তব্য করিনি।
৮| ২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৫৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, আপনাদের সাথে মন্তব্য বিনিময় করে আমি আমার লেখার খোরাক জোগাড় করি।
আপনি আসলে সেরাদের একজন। আপনার সফলতা কামনা করি।
২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:২৩
আমারে স্যার ডাকবা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। শুভ কামনা
৯| ২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৪৮
পদাতিক চৌধুরি বলেছেন: বেশতো আপনার নগন্য হতে সমস্যা কোথায়? স্যার আইজ্যাক নিউটন যদি জ্ঞানের সমুদ্রে নুড়ি কুড়িয়ে বেড়াতে পারেন তাহলে আপনার নগণ্য হওয়ার মধ্যে কোন দোষ দেখি না। উল্টোদিকে জ্ঞানের লাউ বলে পরিচয় দেননি তাহলে বরং কোলা ব্যাঙের দশা হওয়ার আশঙ্কায় আমরা ব্লগাররা কান্নাকাটি জুরে দিতাম।
২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:২৫
আমারে স্যার ডাকবা বলেছেন: চৌধুরী সাহেব, নতুন লেখা লিখেন। আমি লগইন না করলেও নিয়মিত ব্লগে আসি, পড়ি।
আপনার সিরিজটা ভালো হয়েছে। নতুন লেখা লিখেন।
১০| ২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৫৮
সোনালি কাবিন বলেছেন: পপকর্ন নিয়া বইলাম।
২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:২৮
আমারে স্যার ডাকবা বলেছেন: লাভ নাই, যাহাদের বোকামি দেখে মজা লুটতে চান, উহারা নির্বাচন জিততে ব্যস্ত।
১১| ২৭ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:০৮
সোনালি কাবিন বলেছেন: চাঁদগাজী বলেছেন:
গার্বেজ ইন, গার্বেজ আউট।
২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৪১১
লেখক বলেছেন: এবং গার্বেজ এর টানে যথারীতি ময়লাখোর মাছির আগমন।৷
# এপিক প্রতিউত্তর।
২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৩০
আমারে স্যার ডাকবা বলেছেন: ভয় পান না? তিনি সর্বকালের সেরা ব্লগো বলে কথা!
১২| ২৭ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:৩৭
রাজীব নুর বলেছেন: বিষ পিঁপড়া।
২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৪৭
আমারে স্যার ডাকবা বলেছেন: কমেন্ট টি বুঝি নাই। বিষ পিঁপড়ায় কামড়েছে নাকি? জ্বলতেছে?
১৩| ২৭ শে ডিসেম্বর, ২০২১ ভোর ৪:৪৫
ডঃ এম এ আলী বলেছেন:
বেশ যৌক্তিক একটি লেখা
২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৪৯
আমারে স্যার ডাকবা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার
১৪| ২৭ শে ডিসেম্বর, ২০২১ ভোর ৪:৪৮
ডঃ এম এ আলী বলেছেন:
তবে কারো কাছে কাওকে ভাল লাগতেই পারে
এবং তিনি তুলনামুলক বিশ্লেষন করতেই পারেন।
২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৪৮
আমারে স্যার ডাকবা বলেছেন: সেক্ষেত্রে প্রিয় ব্লগার বলা যেতে পারে, বাংলাদেশের সেরা কিংবা সর্বকালের সেরা বলে ফেলা অত্যুক্তি হয়ে যায় না?
১৫| ২৭ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৩০
ইসিয়াক বলেছেন: ভালোই তো..
২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৫০
আমারে স্যার ডাকবা বলেছেন: হ্যা.. ভালোই তামাশা চলতেছে! অবাক হয়ে যাচ্ছি
১৬| ২৭ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫৫
স্প্যানকড বলেছেন: এমন কইরা কাহাকে তীর মারিলেন ? বিষের চোটে লাফাচ্ছে বুঝি ! ভালো থাকবেন।
২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:২৪
আমারে স্যার ডাকবা বলেছেন: আমি তো হাওয়ায় মেরেছি। কেউ সেটা ক্যাচ করে নিজের পশ্চাতে লাগিয়ে কেঁদে উঠলে আমার করার কিছু নাই
১৭| ২৭ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:২৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ওয়েলকাম।
২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:৩৬
আমারে স্যার ডাকবা বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা
১৮| ২৭ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:২২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আজাইরা লেখার চেয়ে কম লেখা ভালো।
বেড়ালের কথাগুলো দারুণ। স্যার কি ওকে না কি আপনাকে ডাকব?
২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:১৪
আমারে স্যার ডাকবা বলেছেন: আপনার খুশি। আমাকে স্যার ডাকার বাধ্যবাধকতা নাই, আমার বিড়ালকে ডাকতে পারেন, আমি তাকে স্যার ডাকি
১৯| ২৭ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:০০
মোহামমদ কামরুজজামান বলেছেন: yes sir ( ভাইজান) আপনি একজন নগন্য সাধারন ব্লগার - ইডা মেনে নিলাম ।
তয় আপনি যে প্রাণী সাথে করে নিয়ে এসেছেন ইডা মেনে নেয়া যায়না। এই প্রাণী কিন্তু বড়টাই প্রকাশ করে ছোট টা নয়।
ব্যাপোক মজা পাইলাম , তার সাথে বিনোদিতও।
২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:৩৬
আমারে স্যার ডাকবা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।
সুস্থ থাকুন, ভালো থাকুন।
২০| ২৭ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার পোস্টটা আমার অসম্ভব পছন্দ হয়েছে। কিছু অহংকারী মানুষের মুখে এক থাবড়া এই পোস্ট
শুভ কামনা
২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:৪৭
আমারে স্যার ডাকবা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। আপনাকেও শুভ কামনা
২১| ২৭ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:০৮
জটিল ভাই বলেছেন:
আভী বলেছেন: আপনার পোস্টটা আমার অসম্ভব পছন্দ হয়েছে। কিছু অহংকারী মানুষের মুখে এক থাবড়া এই পোস্ট
শুভ কামনা
২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:৪৯
আমারে স্যার ডাকবা বলেছেন: ধন্যবাদ ব্লগার জটিল ভাই। শুভ কামনা রইলো।
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৩১
সাজিদ! বলেছেন: গন্ডগোল বাঁধিয়ে দিলেন।