নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কারো ভাই ব্রাদার না, আমারে স্যার ডাকবা

আমারে স্যার ডাকবা

আমারে স্যার ডাকবা › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গঃ ব্লগের ব্যানার

০৬ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:৫৮



প্রথমেই সামহয়্যার ইন কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের আঙ্গিকে ব্লগের ব্যানার সাজানোতে। তবে ব্যানারের কিছু বিষয় হয়তো ব্লগ কর্তৃপক্ষের নজর এড়িয়ে গেছে।
যেমনঃ
১) ব্যানারে থাকলেও সাকিব, তামিম, মাশরাফি এই টেস্টে বাংলাদেশ দলে নেই। সাকিব আবারও ব্যক্তিগত ছুটিতে, তামিম ইনজুরিতে, এবং মাশরাফি তো আনঅফিশিয়ালি ক্রিকেটেরই বাইরে। তবে এই টেস্টে শরিফুল, মিরাজ, তাসকিন, শান্ত, জয়, লিটন, মুমিনুল, এবাদত এর মতো তরুনেরা খুব ভালো খেলেছে। তাদের ছবি দেয়াই যুক্তিযুক্ত হতো।

২) বাংলাদেশ এর জার্সিতে যে স্পন্সরের লোগো দেখা যাচ্ছে, তারা বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বিতর্কিত স্পন্সর ছিলো।
ব্যাটিংয়ের সময় ব্যাটসম্যানের জার্সি কুচকে যাওয়ায় লোগো দেখা যায় না, আইসিসির ব্রান্ডিংয়ের ইভেন্টে তাদের লোগো রাখতে চাপ দেয়া, প্রবাসীদের দেয়া সংবর্ধনাতে তাদের লোগো না থাকা, বিজ্ঞাপনে খেলোয়ারদের উপস্থিতির জন্য চাপ দেয়া সহ নানা ছোটখাটো বিষয়ে এই সাহারা গ্রুপ বিসিবির সাথে ঝামেলা করে টাকা দেয়া বন্ধ করে দিয়েছিলো। তার উপর প্রতিষ্ঠানটি ভারতে বিনিয়োগকারীদের ২০ হাজার কোটি টাকা জালিয়াতি করে। এসব কারনে সাহারার সাথে স্পন্সরশীপের ৪ বছরের চুক্তি বিসিবি বাধ্য হয়ে ১৫ মাস আগেই বাতিল করে দেয়। এতকিছুর পর সাহারা যুক্ত ছবি দেয়া সঠিক হয়নি, চাইলেই এড়ানো যেত। কারন এই ছবিগুলো ৮-১০ বছর পুরনো ছবি।

যদি ব্লগ কর্তৃপক্ষ একটু শুধরে নিতেন, ব্যাপারটা দেখতে সামঞ্জস্যপূর্ণ হতো।

নিউজিল্যান্ডের বিপক্ষে এই জয় অনেক গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথম জয় এবং গত ১১ বছরে নিউজিল্যান্ডের মাটিতে কোন এশিয়ান টিমের প্রথম টেস্ট জয়। নতুন খেলোয়ার সম্বলিত দল নিয়েই জয়। বিগত টেস্ট চ্যাম্পিয়নশীপের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিপক্ষে তলানীতে থাকা বাংলাদেশের জয় অনেক ভাবেই আখ্যা দেয়া যায়। তাই বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন।

আপডেটঃ আমি যদি ব্যানার ডিজাইন করতাম, তবে সেটি কেমন হতো, তার একটা নমুনা নিচে দিচ্ছি।


ব্যাকগ্রাউন্ডে মাউন্ট ম্যাঙ্গানুই এর বে ওভাল স্টেডিয়াম। যেই মাঠে বাংলাদেশ গুরুত্বপূর্ণ এই ম্যাচ জিতেছে।
ফোরগ্রাউন্ডে তাসকিন, মুশফিক, লিটন, এবাদত, শরিফুল, জয় এবং মুমিনুল এর ছবি, যারা এই ম্যাচ জয়ে অবদান রেখেছে।

তবে এইখানেই যতো ঝামেলা, এই ম্যাচটা আরেক দিক দিয়ে অনন্য, কারন সবাই ভালো খেলেছে। কারও একার কৃতিত্বে জয় আসেনি। সবার অবদান ছিলো ম্যাচে। তাই ছবিতে রাখার ক্ষেত্রে শ্যাম রাখি না কুল রাখি অবস্থা!

আরেকটা কথা, খালেদ মাহমুদ সুজন এই জয়ের ক্রেডিট দাবি করতে পারেন। তাকে গতিদানব বা গদাখামাসু বলে যতই ট্রল করেন না কেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কেউ যদি দায়িত্ব পালনে সফল হন, তবে সেটা সুজন। সুজন বিতর্কিত হয়েছেন দায়িত্বের বাইরের ভিন্ন ঘটনাকে কেন্দ্র করে। কিন্তু যুব বিশ্বকাপ জয় হোক, টিম ম্যানেজার হিসেবে হোক বা ট্যালেন্ট হান্ট সব ক্ষেত্রেই তিনি নিজের দায়িত্ব পালন করেছেন। খান সাহেব বা নান্নু সাহেব যদি এভাবে নিজের দায়িত্ব পালন করতেন, তাহলে দেশের ক্রিকেটে আরো অনেক উন্নতি হতো।

মন্তব্য ২৫ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:১২

ঋণাত্মক শূণ্য বলেছেন: খুব সম্ভবত এটা পুরাতন একটা ব্যানার।

০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:১৯

আমারে স্যার ডাকবা বলেছেন: হ্যা, ২০১৫ সালের।

২| ০৬ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৪৮

জুল ভার্ন বলেছেন: দেশের মার্কা মারা খেলোয়াড় যারা এই টেস্টে খেলেননি- তাদের ছবি দিয়ে ব্যানার তৈরীতে যেসব খেলোয়াড়গণ এই ঐতিহাসিক টেস্ট খেলে বিজয় ছিনিয়ে এনেছেন-তাঁদের মূল্যায়ণ বঞ্চিত করা হয়েছে।

০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:২৩

আমারে স্যার ডাকবা বলেছেন: এটা পুরাতন ব্যানার, ২০১৫ সালের। ব্লগ কর্তৃপক্ষ নতুন ব্যানার ডিজাইন করে দিলে ভালো করতো।

৩| ০৬ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৪৮

মোহামমদ কামরুজজামান বলেছেন: এই ছবিটি এবং ছবির সবাই বহুল পরিচিত এবং সারা দুনিয়ায় বাংলাদেশের ক্রিকেটার বলতে তাদেরই বেশী চিনে । তাই হয়ত এ ব্যানার ।

তবে, যাদের হাত ধরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক জয় এসেছে ব্যানারে তাদের ছবি থাকলে আরো ভাল হত।

০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:২৪

আমারে স্যার ডাকবা বলেছেন: প্রথম যুক্তি হাস্যকর। যারা ম্যাচে খেলেই নাই তাদের ছবি কেন দিবেন? শাকিব খানের সিনেমায় দিপিকা পাডুকোন অভিনয় না করলে কি তার ছবি পোষ্টারে দিবেন? :``>>

৪| ০৬ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৫১

জটিল ভাই বলেছেন:
স্মরণীয় জয় স্মরণীয়ভাবে উদযাপনই শ্রেয় বলে মনি। যদিও ব্যানারের এই ভুলগুলোও স্মরণীয় হয়েই থ্কবে =p~

০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:২৬

আমারে স্যার ডাকবা বলেছেন: ব্যানারে আসলে ভুল হয় নাই। ২০১৫ সালের ব্যানার, তখনকার সময়ে ঠিক ছিলো।
সামুর ক্রিয়েটিভ ডিজাইনার/টিম সম্ভবত আলসে হয়ে গেছে। নতুন ব্যানার না বানিয়ে পুরাতন ব্যানার ঝুলিয়ে দিয়েছে

৫| ০৬ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৫৬

প্রতিদিন বাংলা বলেছেন: ক্রিকেট বিষয়ে তাদের[(যারা ব্যানার বানিয়েছে, যেমন বিসিবি কর্ণধার ) ধারণা আছে,জ্ঞ্যান নেই ]

০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:২৭

আমারে স্যার ডাকবা বলেছেন: বিসিবি কর্ণধার এই ব্লগের ব্যানার কেন বানাবে? বুঝলাম না #:-S

৬| ০৬ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২৪

সভ্য বলেছেন: যাদের হাত ধরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক জয় এসেছে ব্যানারে তাদের ছবি থাকলে আরো ভাল হত।

০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:২৯

আমারে স্যার ডাকবা বলেছেন: জ্বি, আমিও এ কথাই বলছি। জয়ের নায়কদের ছবিই রাখা উচিৎ ছিলো

৭| ০৬ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২৪

সাজিদ! বলেছেন: ইবাদতের ছবি কই?

০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৩০

আমারে স্যার ডাকবা বলেছেন: "একমাত্র পান্ডব" এর ছবি দেখে পুষিয়ে নিতে হবে। :-*

৮| ০৬ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩০

চাঁদগাজীর সমর্থকগোষ্ঠী বলেছেন:


কোন ধরণের স্পন্সরের ব্যানার দেওয়া উচিৎ হবে না। সামুতে যদি তারা এড দেয় , তাহলে দেওয়া যেতে পারে।

০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৩৪

আমারে স্যার ডাকবা বলেছেন: দারুন মন্তব্য :||
ক্রিকেট বুঝেন? আমার লেখা বুঝেছেন? নাকি না বুঝেই ল্যাদাইতে চলে আসছেন? :||

৯| ০৬ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৪

খায়রুল আহসান বলেছেন: কথাগুলো যুক্তিযুক্ত। সম্ভব হলে এখনও ব্যানারটা বদলে ফেলা যায়।

০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৩৬

আমারে স্যার ডাকবা বলেছেন: হ্যা, তবে মনে হয় ব্লগের দিক থেকে কোন গুরুত্ব নাই। ফরমারিটির খাতিরে ব্যানার বদলাইতে হয়, তাই বদলায়। না হলে এই পোষ্ট দিয়েছি ১০ ঘন্টা পার হয়ে গেছে। :-*

১০| ০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:৪০

জ্যাকেল বলেছেন: ভাল বলেছেন। ব্যানারে ইবাদাত, মুমিনুলদের ছবি থাকা উচিত।

০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৩৬

আমারে স্যার ডাকবা বলেছেন: সেটাই যুক্তিসংগত হতো।
আর এটা ২০১৫ সালের ব্যানার। পুরনো ব্যানার আবার দিয়েছে।

১১| ০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কর্তৃপক্ষের হয়ত নিজস্ব ব্যাখ্যা আছে। তবে, বিখ্যাতদের সাথে বর্তমান টিমের জয়ের নায়কদেরও ছবি দেয়া সমীচীন। টেস্ট ক্রিকেটের ড্রেস সাদা - এটাও বিবেচনায় নেয়া যেতে পারে।

০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৩৮

আমারে স্যার ডাকবা বলেছেন: সহমত।
আমি জাষ্ট আমার নিজের মতামত লিখেছি। ব্লগ কর্তৃপক্ষকে দুষছি না বা সমালোচনা করছি না। অবশ্যই তাদের নিজস্ব ব্যাখ্যা আছে 8-|

১২| ০৭ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:০৯

চাঁদগাজীর সমর্থকগোষ্ঠী বলেছেন:


লেখক বলেছেন: দারুন মন্তব্য :|| ক্রিকেট বুঝেন? আমার লেখা বুঝেছেন? নাকি না বুঝেই ল্যাদাইতে চলে আসছেন?


আপনার পোস্টগুলো কি কমোড বা টয়লেট?

১৩| ০৭ ই জানুয়ারি, ২০২২ রাত ২:২৫

নেওয়াজ আলি বলেছেন: বগ্ল কতৃপক্ষ কষ্ট করে নতুন আরেকটা করতে চায়নি। তবুও ধন্যবাদ । এবাদত জয়ের নায়ক।

১২ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৪৬

আমারে স্যার ডাকবা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। :)
আশা করি এবাদত এর মতো তরুনেরা ভবিষ্যতে আরো অনেকবার এমন নায়কোচিত ভূমিকা রাখবে, জয় আনবে। 8-|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.