![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শফিক... দুপায়ে চলমান মানুষ
আপনাকেই বলছি,
আপনি মাছরাঙা টেলিভিশন এর 'জিপিএ৫' নিয়ে করা রিপোর্ট দেখে জিপিএ৫ প্রাপ্তদের ও দেশের শিক্ষাব্যবস্থাককে ধুয়ে দিছেন। জাস্ট ধুয়ে দিচ্ছে।
আপনি জিপিএ৫ পাননি বলে গর্ব করছেন।
.
আপনি জিপিএ৫ পাননি বলে উচ্চমর্গীয় ছাত্র????
আপনি জিপিএ৫ পাননি বলে আপনি সব পারেন???
যারা জিপিএ৫ পেয়েছে তারা কিছুই পারে না???
.
যদি আপনার উত্তর হ্যাঁ হয়।
.
তবে শুনুন,
ইস্যু বিহীন দেশে নতুন ইস্যু সৃষ্টি করে নিজেদের প্রচার কে না করতে চায়???
মাছরাঙা'র প্রতিবেদক যে জিপিএ৫ প্রাপ্ত ১৩ জনের সাক্ষাৎকার নিয়েছে তারা কি আদৌ জিপিএ৫ প্রাপ্ত???
আপনি কি নিশ্চিত যে তারা জিপিএ৫ পেয়েছিলো??
আপনি কি নিশ্চিত যে 'মাছরাঙা'র রিপোর্টার ব্যাপারটাকে অতিরঞ্জিত করেন নাই???
জিপিএ৫ প্রাপ্ত এতো হাজার ছাত্র ছাত্রীদের মধ্যে থেকে এই ১৩ জনকেই ঐ রিপোর্টার পেলো???
.
জিপিএ৫ এর ইস্যুটাকে রিপোর্টার জাস্ট ট্রাম কার্ড হিসেবে ব্যবহার করে নিজেদের প্রচার করে নিলো।
জাস্ট নিজেদের প্রচার।
.
আর তাদের প্রচারের জন্য গিনিপিগ হিসেবে নেওয়া হলো জিপিএ৫ প্রাপ্তদের।
.
আপনি জিপিএ৫ পান নি।
তাই আপনি নিজেকে গর্বিত মনে করছেন।
ভাইয়া/আপু জাস্ট এই কলঙ্কময় জিপিএ৫ টা পেয়ে দেখাতেন। আর যদি সুযোগ থাকে তাহলে আপনার পরবর্তী বোর্ড পরিক্ষায় জিপিএ৫ টা পেয়েই দেখান যে জিপিএ৫ পাওয়া সহজ।
.
জিপিএ৫ পাওয়ার আনন্দ ও জিপিএ৫ না পাওয়ার বেদনা দুইটোই খুব তীব্র।
.
আপনাদের গিনিপিগ মার্কা পোস্ট দেখে মনে হচ্ছে দেশের ভালো ছাত্ররা জিপিএ৫ পায় না।
আপনারা ভালো ছাত্র তাই জিপিএ৫ পানন।
.
যেমন আছেন তেমন থাকুন না ভাইয়া/আপু।
শুধু শুধু জিপিএ৫ প্রাপ্তদের ব্রেইম করে কি এমন মহৎকর্ম সাধন করছেন????.
.
সমালোচনা করুন। তবে সেটা গঠনমূলক সমালোচনা, ধ্বংসাত্মক সমালোচনা করতে গিয়ে নিজেদের অজ্ঞতা ও মূর্খতারূপ প্রকাশ না করাই কি শ্রেয় নয়???
.
original: জিপিএ৫ ও একটি মাছরাঙা টেলিভিশন
৩১ শে মে, ২০১৬ সকাল ১০:৪৫
অসামাজিক শফিক বলেছেন:
২| ৩১ শে মে, ২০১৬ সকাল ১০:৪১
শাহাদাত হোসেন বলেছেন: এই প্রতিবেদন দ্বারা শুধু এটাই বুঝানো হচ্ছে যে জিপিএ৫ প্রাপ্তদের এই অবস্থা তাহলে যারা জিপিএ ৫ পাননি তাদের অবস্থা কিরকম হবে ।
৩১ শে মে, ২০১৬ সকাল ১০:৫৩
অসামাজিক শফিক বলেছেন: যেখানে
প্রতিবেদন'ই
ফেইক, সেখানে
আর কি বুঝাবে !
তবে জিপিএ৫ না পাওয়ারা
যেভাবে প্রাউড ফিল করছে,
তাতে জিপিএ৫ বন্ধ করে
দিতে হবে। :p
৩| ৩১ শে মে, ২০১৬ সকাল ১০:৪৯
জনি চৌধুরী বলেছেন: আপনার কথাটা ঠিক আছে তবে আপনি কি জানেন উচ্চ পর্যায় থেকে শিক্ষকদের বলা আছে ফেইলের পরিমাণ বেশী হতে পারবেনা? যেন খাতা ঐভাবে কাটে। সমালোচনা অবশ্যই গঠনমূলক হওয়া উচিত, আমি ছাত্রদের কোন দোষ দিচ্ছি না যারা শিক্ষা ব্যবস্থাকে রসাতলে নিয়ে যাচ্ছেন শুধু পাসের হার বাড়িয়ে তারাই এই দেশের মেধাবীদের ধ্বংস করছেন। শুধু হারই বাড়লো মান বাড়লোনা এটা ছাত্রদের লজ্জা নয় এটা এই দেশের শিক্ষাবিদের লজ্জা!
৩১ শে মে, ২০১৬ সকাল ১০:৫২
অসামাজিক শফিক বলেছেন: জনি চৌধুরী ভাইয়া, হ্যাঁ বিষয়গুলো অজানা নয়।
জিপিএ৫ না প্রাপ্তদের প্রাউড ফিল করা থেকে আমার পোস্টের সূত্রপাত
৪| ৩১ শে মে, ২০১৬ সকাল ১০:৫০
অসামাজিক শফিক বলেছেন: যেখানে প্রতিবেদন'ই ফেইক, সেখানে আর কি বুঝাবে !
তবে জিপিএ৫ না পাওয়ারা যেভাবে প্রাউড ফিল করছে, তাতে জিপিএ৫ বন্ধ করে দিতে হবে। :p
৫| ৩১ শে মে, ২০১৬ সকাল ১১:০৩
স্টাইলিশ বয় বলেছেন:
এই ইমশনাল পোস্টের কোন গুরুত্ব নাই ভাইজান! আপনার কথাই ধরে নিলাম যে মাছরাঙা টেলিভিশনের রিপোর্টার যাদেরকে দেখিয়েছে তারা আসলেই জিপিএ-৫ পায় নাই। না পাক, তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু তাদেরকে যে সব প্রশ্ন গুলো করা হয়েছিল সেগুলো তো ক্লাস থ্রি ফোরের ছাত্ররাও ভাল পারে!
ভিডিও দেখে আপনার এমন কিছু কি মনে হয়েছে যে, তাদেরকে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করা হয়েছে? আমি কঠিন গুলো না হয় বাদই দিলাম। অন্তত সহজ গুলো ধরি-
বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? এটা তো একজন বাড়ির কামলাও জানে! এখন এই ভিডিওটা যদি রাষ্ট্রপতি দেখে, আর জানতে পারে যে তার দেশের মেধাবী নাম ধারি ছাত্র-ছাত্রীদের এই হলো অবস্থা। তাহলে সে তো হার্টফেল করে মারা যাবে!
জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? রণ সঙ্গীতের রচয়িতা কে? এসব প্রশ্নের উত্তর গুলো আমি শিখেছি স্কুলে যাওয়ার আগেই। শুধু আমি না, আপনিও শিখেছেন! মনে করে দেখেন প্রতি সন্ধ্যায় মা একটা আদর্শলিপির বই নিয়ে বলতো বাবু এসো তোমাকে এতটু পড়াই! বলেন, এসব প্রশ্নের উত্তর গুলো কি সেই বাচ্চা বয়সে শেখেননি?
অপারেশন সার্চ লাইট মানে কি অপারেশন করার সময় যে লাইট জ্বালানো হয় সেটা? তারপর একজন সায়েন্স পড়া ছাত্র যদি পিথাগোরাস সম্পর্কে না জানে তাহলে আমার মতে তার আত্মহত্যা করা উচিত! আপনি ভাবেন তো, আজ থেকে বিশ বছর পরে যখন এরা দেশের কর্নধার হবে তখন দেশের অবস্থা কি হবে?
শোনেন, সব জায়গায় ইমোশন খাটে না। তাই যদি খাটতো তাহলে স্কুলে পড়ানোর সময় স্যার ক্লাসে বেত ব্যবহার করতো না। ঐ ইমোশন দিয়েই ক্লাস নিতো! আমার তো মনে হয় দেশের শিক্ষা ব্যাবস্থার দিন দিন যে কতটা অবনতি হচ্ছে সেটা সরকারকে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য অন্তত এমন একটা ভিডিওর দরকার ছিল!
সর্বশেষ একটা কথা বলি! বাড়ির মা চাচিরা সব সময় মুখে মুখে একটা কথা বলে থাকেন! হয়তো আপনিও সেটা শুনে থাকবেন! কথাটা হলো- হাড়িতে জ্বাল দেওয়া ভাত ফুটছে কিনা সেটা চেক করার জন্য সব গুলো ভাত টেপা লাগে না। একটা টিপলেই যথেষ্ট!
আশাকরি আমার কথা আপনি বুঝতে পেরেছেন?
৬| ৩১ শে মে, ২০১৬ সকাল ১১:১০
রানার ব্লগ বলেছেন: স্টাইলিশ বয় @ মনের কথা বলেছেন রে ভাই, সকাল থেলে কিছু ব্যক্কলের কাউ কাউ শুনতে শুনতে হাত পা রাগে কিড় মিড় করতে ছিল। এক জন শিক্ষার্থি সে জিপিএ ৫ পাক বা না পাক কিন্তু প্রশ্ন গুলর উত্তর তার জানা জরুরি। এই গুলা বেসিক প্রশ্ন। পাব্লিসিটি আর এমনি সিটি যাই হোক যারা এই সব প্রশ্নের উত্তর দিতে পারেন নি। তাদের অতিসত্বর আবার নতুন করে শুরু করা উচিৎ। এভাবে হয় না, এভাবে চলতে পারে না। দেশ কে পঙ্গু বানাবার অধিকার আমরা কাউকেই দেই নাই। শিক্ষকদের বলছি সচেতন হন।
৭| ৩১ শে মে, ২০১৬ সকাল ১১:২৩
রোয়ানু বলেছেন: ঢাবিতে মহাসংকটে ইংরেজি বিভাগ, ভর্তির যোগ্য ৩ শিক্ষার্থী!
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ সেশনে শিক্ষার্থী ভর্তি নিয়ে মহাসঙ্কটে পড়েছে ইংরেজি বিভাগ। এবছর ‘খ’ ইউনিটে ফল বিপর্যয় হয়েছে। পরীক্ষায় মাত্র ১০ ভাগ শিক্ষার্থী পাশ করেছেন। এর মধ্যে ওই ইউনিট থেকে মাত্র ৩ জন শিক্ষার্থী ইংরেজী বিভাগে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেছেন! এনিয়ে বিপাকে পড়েছে ঢাবির ইংরেজী বিভাগ।
এই নিউজগুলিও গত বছর ভুয়া ছিলো মনে হয়
৮| ৩১ শে মে, ২০১৬ সকাল ১১:৩৭
রোষানল বলেছেন: শিক্ষাই জাতির মেরুদন্ড তাই সরকার এখন মেরুদন্ড ভাঙার কাজে ব্যাস্ত।
৯| ৩১ শে মে, ২০১৬ দুপুর ২:৫০
আব্দুল্লাহ তুহিন বলেছেন: হা হা, আপনি কাদের বিরোধীতা করতেছেন?
এসব ইমোশনাল পোস্ট না দিয়ে বাস্তবতায় আসেন।
আপনি যদি এদের নিজেই ইন্টার্ভিউ নেন, তাহলে আপনি ক্লিয়ার হবেন যে, দেশ আজ জিপিএ ৫ এর আড়ালে মেধাশূণ্য হয়ে যাচ্ছে!
তবে ভাই এদের দোষ দিয়ে লাভ কি বলেন? আমি এদের দোষ দি নাহ, যারা এদের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে তাদের ই দোষারোপ করুন।
১০| ৩১ শে মে, ২০১৬ বিকাল ৩:৫৯
বিজন রয় বলেছেন: সব শেষ।
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৬ সকাল ১০:৩৩
কলাবাগান১ বলেছেন: মাছরাঙা'র প্রতিবেদক যে জিপিএ৫ প্রাপ্ত ১৩ জনের সাক্ষাৎকার নিয়েছে তারা কি আদৌ জিপিএ৫ প্রাপ্ত???
আপনি কি নিশ্চিত যে তারা জিপিএ৫ পেয়েছিলো??