নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ৃিুািুািুৃািুৃ

sisirbindu

একজন সাধারণ মানুষ হওয়ার চেষ্টায় ....

sisirbindu › বিস্তারিত পোস্টঃ

কম্পিউটারের CIH ভাইরাস থেকে মুক্ত থাকুন

২০ শে আগস্ট, ২০১১ দুপুর ১:৫২

আমরা যারা কম্পিউটার ও মোবাইল ব্যবহার করি, তারা সবাই ভাইরাস সম্পর্কে কম বেশি জানি ।একটি প্রোগ্রাম যা কম্পিউটারের কার্যকলাপে বাঁধা তৈরী করে তাকে ভাইরাস বলে । বর্তমান বিশ্বে অসংখ্য ভাইরাস রয়েছে ।এসব ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য রয়েছে এন্টিভাইরাস । এন্টিভাইরাস সব ভাইরাসকে খুঁজে বের করে কম্পিউটার থেকে ডিলিট বা মুছে দেয় । ফলে কম্পিউটার ভাইরাস থেকে মুক্ত থাকে । কিন্তু সম্প্রতি এমন এক ভাইরাস নেমেছে যা ক্ষতিকর ভাইরাসগুলোর মধ্যে শীর্ষস্থানে রয়েছে ।এ ভাইরাসের নাম CIH বা চোরানবিল ভাইরাস ।এটি আবিস্কার হয় এক দশক আগে ।চিও ইং হাও নামে একজন ব্যক্তি এই ভাইরাস আবিস্কার করেন ।১৯৮৬ সালের ২৬ এপ্রিল রাশিয়ার চোরানবিল নামক স্হানে পারমানবিক বোমা বিস্ফোরিত হয় । এতে প্রচুর ক্ষয়ক্ষতি সাধন হয় । এ ঘটনাকে কেন্দ্র করে তিনি এই ভাইরাস তৈরী করেন ।এই ঘটনার জন্য একে চোরানবিল ভাইরাসও বলা হয় । এটি অন্য ভাইরাসের মত সবসময় আক্রমণ করে না । এটি প্রতিমাসের ২৬ তারিখে আক্রমণ করে ।কম্পিউটারের সময় ২৬ তারিখ হওয়ার সাথে সাথে এটি ক্ষতি করতে শুরু করে ।এটি হার্ডডিস্ককে নষ্ট করে দেয় । এই ভাইরাসকে এন্টিভাইরাস কিছুই করতে পারে না । তাই সর্তক থাকুন । নাহলে কম্পিউটার অকালে শেষ হয়ে যাবে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.