| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, নির্বাচনকালীন সরকারের ব্যাপারে বিভিন্ন ফর্মূলা দিয়ে দেশে জটিল পরিস্থিতি তৈরি করা হচ্ছে অভিযোগ করে বলেন, সুশীল সমাজের যে সব ব্যক্তি এই ফর্মুলা দেন তাদের জনগণের প্রতি আস্থা নেই।
জনাব হানিফ, আমরা সাধারন জনগণ ভালভাবে জানি, আপনাদের রাজনীতির দৌড় কতটুকু। কথা শিখেছেন, রাজনীতি শিখেননি। আপনার খুব স্বপ্ন ছিল এইবার আপনি আওয়ামীলীগ ক্ষমতায় গেলে মন্ত্রী হবেন। জনগণ আগের মত বোকা না। তাঁরা এখন বুঝে। কোনটা ভালো, কোনটা মন্দ।আপনাদের প্রতি জনগণের যেহেতু এতই আস্থা তাহলে কেয়ার টেকার সরকারের দাবী মানছেন না কেন? সামান্য হরতালে আপনাদের ঘুম হারাম হয়, লং মার্চে আপনাদের হৃদ কম্পন বেড়ে যায়। আবোল তাবোল কথা না বলে জনগণের জন্য ভাবুন। চিন্তা করুন জনগণ কি চাই।
পয়সা খরচ করে পত্রিকা কিনে আপনার বস্তা পচা কথা গুলো শুনতে ইচ্ছে করে না। আপনাদের কোন ফর্মুলা ভালো লাগবে না। কারণ আপনারা একটাই ফর্মুলা জানেন কিভাবে অনৈতিক উপায়ে ক্ষমতায় থাকা যায়। অনুগ্রহ করে এইবার থামুন। মাফ চাই।
©somewhere in net ltd.