নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাজামুস জুলকারনাইন রতন

এস েজ রতন

একজন প্রতিশ্রুতিশীল তরুণ সংগীতশিল্পী, সুরকার, গীতিকার, অভিনয়শিল্পী, লেখক, বক্তা, প্রশিক্ষক ও উন্নয়নকর্মী এবং মানব কল্যাণে নিজেকে সমর্পণকারী একটি স্বর্গীয় পৃথিবী উপহারে নিবেদিত আত্মা।

এস েজ রতন › বিস্তারিত পোস্টঃ

শুভ নববর্ষ ও কিছু কথা

১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৪


আনন্দময় এই ঝলমলে সকালে সবাইকে বাংলা নতুন বর্ষ ১৪২৫ সালের শুভেচ্ছা জানাচ্ছি!

আবারো এলো ফিরে যেন প্রাণের সেই স্মৃতিময় সময়৷ পুরো বাংলার গ্রামীণ চিত্রগুলো সিনেমার ফ্ল্যাশব্যাকের মতো ফিরে আসছে চোখের পাতায়৷ পিঠা পুলি পায়েস খাওয়া; বৈশাখী মেলা থেকে চিনির সাজ, বাঁশি, খেলনা পুতুল, রান্না-বাড়ার হাঁড়ি পাতিল, দুইকাঠিওয়ালা ঢোলকগাড়ি কেনা আরো কত কি৷

মামা, কাকার সাথে হাত ধরাধরি করে সারা গ্রাম ঘুরে বেড়ানো, ঝিলের ধারে বিকেল বেলায় গানের প্রতিযোগিতায় মেতে ওঠা, রঙ্গীন রঙ্গীন ঘুড়ি নীলাকাশে উড়িয়ে দিয়ে সূতা কাটার খেলায় আনন্দ করা৷ এই তো ছিল সেই নিপাট আবহমান বাংলার চিরায়ত রূপ৷ মানুষগুলো ছিল মাটির মতো সরল, ভালবাসায় মাখামাখি৷

সব আনন্দ মাটি করারও সংবাদ রয়েছে৷ যে মুহূর্তে আমরা নতুন বছরকে উদযাপন করছি, ঠিক সেই মুহূর্তে সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ছুঁড়ে পশ্চিমা ও তার দোসরেরা মরণখেলায় মজেছে৷ কত কত নিরীহ মানুষ, শিশু, নারী, প্রৌঢ় নির্মমভাবে মারা পড়বেন৷ যুগের পর যুগ সেই রাসায়নিক অস্ত্রের ভয়াবহ পরিণতি বয়ে বেড়াতে হবে সিরিয়াবাসীদের৷

রাজনৈতিক অপখেলাও এদেশে যথানিয়মে উপহাস করছে৷ এমন খুশির সময়েও আলোকিত ভদ্রজনদেরকে থাকতে হয় বেহায়ার ঘেরাটোপে৷ জনপ্রিয় শীর্ষ বিশ্বনেতাদেরকেও অনাহূত অপমানের বোঝা বয়ে বেড়াতে হয়৷

সরকার সবসময়ই চায় উৎসব যেন আনন্দের হয়৷ এ উৎসব কোন হায়েনার রক্তচক্ষুর পরিকল্পনায় ভেস্তে দিতে দেয়া যায় না৷ তাই বিকেল ৫ টার মধ্যে উন্মুক্ত স্থানের সকল আয়োজন সমাপ্ত করার ঘোষণা দেয়া হয়েছে৷ সবকিছুতেই নিয়ন্ত্রণ থাকা চাই৷ আনন্দেও তাই৷ সরকারকে সাধুবাদ জানাই এমন উদ্যোগে৷ সবাই দারুণভাবে ভদ্রোচিত আচরণে এই আনন্দ উৎযাপন করুক এই প্রত্যাশাই থাকবে৷

আজ দিন শেষে পবিত্র রাত শব-ই মেরাজ৷ এই রাতের পবিত্রতা রক্ষার্থে ধর্মপ্রাণ মানুষগণ মহান আল্লাহ'র এবাদতে মশগুল হবেন -এই প্রত্যাশাও থাকলো৷ শুভ হোক বাংলা নববর্ষ৷

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৪

রাজীব নুর বলেছেন: শবে মেরাজ এ সরকারি ছুটি পাওয়া যায় না।

২| ১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৮

সোহাগ তানভীর সাকিব বলেছেন: যান্ত্রিক আর ইলেক্ট্রনিক্সের দাপটে এখন আর আগের মত কোনো উৎসব নেই। এখন প্রতিদিন-ই মেলা হতে দেখা যায়। রাস্তার পাশে একটা ছাতার নিচে কয়েকটা সিমকার্ডের দোকান দিয়েও মেলার কথা শোনা যায়। কিছু কিছু অসৎ ব্যবসায়িক এবং কোম্পানির হাত থেকে মেলা উদ্ধার না হলে মেলা শব্দটার অর্থ-ই এক সময় পরিবর্তন হয়ে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.