নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিবোর্ডে হাজারো শব্দ দিয়ে অনেক গুলো লাইন সাজাই কিন্তু প্রকাশ করতে গিয়েও পারি না।তাই কিবোর্ডের ব্যাক-স্পেস টায় যেন এক মাত্র ভরসা .।.।.।.।.।.।.।।।

বিবর্ণ কাঁটাতার

ক্ষুদ্র মানুষ

বিবর্ণ কাঁটাতার › বিস্তারিত পোস্টঃ

★সত্যিকার ভালোবাসা ১ম পর্ব ★

২১ শে এপ্রিল, ২০১৫ ভোর ৫:০৫

সত্যিকার ভালোবাসা মানে
পাগলামি।

সত্যিকার ভালোবাসা প্রচন্ড আবেগ।

সত্যিকার ভালোবাসা মানে সব সময়
হারানোর ভয়।

সত্যিকার ভালোবাসা মানে সবসময়
অধিক টেনশন।

সত্যিকার ভালোবাসা মানে
আজানা সঙ্কা।

সত্যিকার ভালোবাসা মানে কষ্ট
পেয়েও হাসা।

সত্যিকার ভালোবাসা মানে মুখ বুঝে
সব সহ্য করা।

সত্যিকার ভালোবাসা মানে কোন
প্রতিবাদ না করা।

সত্যিকার ভালোবাসা মানে শত
ব্যাস্ততায় তাকে সময় দেয়া।

সত্যিকার ভালোবাসা মানে বার
বার তার কাছে ছুটে যাওয়া।

সত্যিকার ভালোবাসা মানে
কম্প্রোমাইজ।

সত্যিকার ভালোবাসা মানে জীবন
কে নতুন করে সাজানো।

সত্যিকার ভালোবাসা মানে এরশাদ
হওয়া নয়।(লুল ইমো হবে)

বিঃদ্রঃ- আরো অনেক আছে পরে বলবো।
আমার কাছে ভালোবাসার সংগা এগুলো আপনাদের সাথে নাও মিলতে পারে।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৪

ময়না বঙ্গাল বলেছেন: দাগ ফেলে
হিয়া-আয়নার গায়ে, থেমেছে কানুর বাঁশরী-
থামেনি যমুনার কলনাদ

২| ২৮ শে এপ্রিল, ২০১৫ ভোর ৬:০০

বিবর্ণ কাঁটাতার বলেছেন: sundor.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.