নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিবোর্ডে হাজারো শব্দ দিয়ে অনেক গুলো লাইন সাজাই কিন্তু প্রকাশ করতে গিয়েও পারি না।তাই কিবোর্ডের ব্যাক-স্পেস টায় যেন এক মাত্র ভরসা .।.।.।.।.।.।.।।।

বিবর্ণ কাঁটাতার

ক্ষুদ্র মানুষ

বিবর্ণ কাঁটাতার › বিস্তারিত পোস্টঃ

।।.একটি পাগলের চাওয়া.।।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৪৭

আমায় তোমরা সাম্রাজ্যবাদী মস্তকহীন মানুষ রুপে গারদ বক্ষে নিক্ষেপ কর, পাগল জীবনে সামান্য স্বাধীনতাকেন্দ্রের আভাস দিও মাত্র।
না- নাহ আমি খুব বেশী স্বাধীনতা চাইবো না,হাতে পেন্সিল সম্মুখে কাগজ দিলেই হবে।
ভয় পেয়ো না অবহেলিত দুস্থদের ছবি আঁকা বৈকি কিচ্ছু মাথায় রাখবো না, পাগল এর চেয়ে কি বা মন্দ চিত্র আঁকতে পারে?
.
আমি তো পাগল আর পাগলেরা নাকি অসুস্থ মস্তিস্কের অধিকারী, গতবুদ্ধির বিলোপ নাকি পাগলদের জনসভায় হাত-তালি ছাড়া কোন কাজ থাকেনা?
কিন্তু আমার ভিন্ন ইচ্ছা কি তোমরা রাখবে? দিতে দিবে কি জনসভায় ভাষন!বেশী কিছু বলবো না, শুধু নিরীহ জনতার প্রতি সমাজপতিদের অবহেলার কথা বলবো।
.
কি ভাবছো পাগলদের ইচ্ছা নেই, মন নেই, কন্ঠ নেই? পাগলেরা শুধু হাজারো মানুষের ভিরে গান শুনেই সন্তুষ্ট? না-নাহ। তাদেরও গাইতে ইচ্ছে করে, ধরার সকল পাগলদের প্রতিনিধি রুপে আমায় না হয় জনসম্মুখে পাগলা গান গাওয়ার সুযোগ দাও। বেশী কিছু গাইবো না বেসুরে গলে লাষে পরিনত নিরীহ মানবদের গান গাইবো।
.
লেখায়- AR Raj দা।

http://www.somewhereinblog.net/blog/rajtami

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:১৩

হাকিম৩ বলেছেন: বুঝলাম না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.