নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিবোর্ডে হাজারো শব্দ দিয়ে অনেক গুলো লাইন সাজাই কিন্তু প্রকাশ করতে গিয়েও পারি না।তাই কিবোর্ডের ব্যাক-স্পেস টায় যেন এক মাত্র ভরসা .।.।.।.।.।.।.।।।

বিবর্ণ কাঁটাতার

ক্ষুদ্র মানুষ

বিবর্ণ কাঁটাতার › বিস্তারিত পোস্টঃ

বিপরীত মুখী সমাজ

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:০২

সমাজ?

-জ্বী বলেন?

তুমি অবিচল অবিরত বিপরীতে বহমান কেন?

-অ্যাাঅ্যামি কই নাতো?

তাহলে কাঁপাকণ্ঠে মৃদুস্বরে উচ্চার্য বনে উচ্চারণের ধ্বন্যা কি তোমার ডরে?

-নাঅ্যাাহ তো, সুখানুভূতি সুখানুকাব্য সুখস্মৃতিতে ভরি কণ্ঠে আমার আনন্দের সানাই যাহা ভাবুক ডরের রবি।
-আর কতো লুকাবে, কত কাঁদিবে নিরবে ফেলিবে জল, চোক্ষু যেদিন মর্মস্পর্শীর মর্মবেদনায় খুঁজে নাহি পাবে তল।

রাখিবে কতো গোপণ নিজেকে যতটুকু নাহি সুখ, লাশের সারিতে খুঁজে না পাওয়া রক্তপরিবাহী রক্তপিপাসুদের নির্যাতনের ভূক?

দেখোনা চাহিয়া আঁখি মেলিয়া রক্ত রঞ্জিত নিদারুন দেহের আর্তনাদের রুপ, চিৎকার দিয়ে ছটফট করিয়া সারা নাহি পায় তূক।

নিথর দেহ তোমারে তখন কি বলিয়া ডাকে?

যন্ত্রনাকে অভিশাপ ভেবে মিথ্যা কি সে বকে?

অবাক তুমি নিদারুন সমাজ নিরব থাকিবে কত? মরিবার তরে বিসর্জন দিয়া নিজের আমিকে শত।


AR Raj দা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.