![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা ধরেই নেই যে "আমার জীবনে কখন পরাজয় আসবে না।" জীবনের সবগুলো ক্ষেত্রেই সফলতা আসবে।
seriously!?
এমন যদি সত্যিই ভেবে থাকেন তাহলে আমি বলবো, ভাই ঘুম থেকে উঠুন। আপনি এখন স্বপ্নে ভাসছেন। বাস্তবে ফিরে আসুন।
আপনি একটা কঠিন আর নিষ্ঠুর পৃথিবীতে অবস্থান করছেন যেখানে আপনাকে কেউ কিছু সেধে দিয়ে যাবে না, ছিনিয়েই নিতে হবে। আপনার সুন্দর একটা কাজের প্রশংসা আপনি সবসময় পাবেন না। বরং পরিস্থিতি ভেদে নিন্দিতও হবেন। আপনার কঠোর পরিশ্রম, শেষ মূহুর্তে ব্যর্থ হয়ে যাবে। যে মানুষটাকে জিবনের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সে আপনাকে ছেড়ে চলে যাবে আপনার সামান্য ভুলে। এমনই হবে! তাই কি হয় না?
এবার আসুন দেখি এতো প্রতিকুলতার মাঝে কিভাবে টিকে থাকা যায়!
প্রথমত, পৃথিবীটা এমনই। এটাই তার বৈশিষ্ট। যারা সফল হয়েছে, এই পরিস্থিতির মোকাবিলা করেই হয়ছে। তাদের জন্য স্পেশাল কোন অফার ছিল মা। এটা মেনে নিয়েই শুরু করতে হবে। যতো তারাতারি মেনে নিতে পারবেন, ততই ভালো। নিজের তো বটেই, আপনার আশেপাশের মানুষ গুলোর জন্যও। মেনে নিতে না পারলে অহেতুক রাগ, হিংসা আপনাকে বশ করে ফেলবে। যেগুলা শুধু আপনার জন্য ধংসই ডেকে আনবে। যা গেছে তো ফিরে পাবেনই ন, উল্টো যা আছে তা ও হারাবেন।
তারপর, অবস্তা যতই খারাপ হোক, মেনে নিন সবচেয়ে খারাপটাই। এবার ভাবুন সেই ব্যাপারটায় আপনার এমন কিছু করার আছে কি না যেটায় কিছুটা হলেও অবস্তার উন্নতি হবে। যদি উত্তর হয় "না"। জাষ্ট ভুলে যান।
তারপর, যেই কাজই করুন, সৎ থাকুন, কাজের প্রতি আপনার সবটুকু ক্ষমতা ব্যবহার করুন। বাংলায় আসলে বুঝাতে পারছি না। whatever u r doing, do it with passion. একটা কথা মনে রাখবেন, পরিশ্রম কখনও বৃথা যায় না। আপনি অবশ্যই ফল পাবেন, হয়তো তাতক্ষণিক নয়, তবে অবশ্যই।
ভুল করতে কখনো ভয় পাবেন না। যে কখনো ভুল করে নাই, সে আসলে নতুন কিছু করার চেষ্টাই করে নাই। ভুল না করলে, সঠিক উপায়টাও খুজে পাবেন না।
ব্যার্থতাকে কখনো ভয় পাবেন না। কাজে নামার আগে ব্যার্থতার ব্যাপারটা মাথায় রাখবেন, তবে কাজটা করবেন জয়ী হওয়ার জন্য।
আপনি নিজেকে আগে যাচাই করে নিন। আপনি উপযুক্ত কি না! এমন কিছু করার চেষ্টা না করাই ভালো, যেখানে আপনাকে আপনার লাইফষ্টাইল থেকে অনেক দূরে সরে আসতে হবে। এতে আপনি খুব তারাতারি হতাশায় পরবেন। ধরা যাক, আপনি রাত জাগতে পারেন না, আপনি যদি নাইট গার্ডের চাকরি নিয়ে বসেন। কি অবস্তা হবে? অথবা, আপনি লিক্ষালিখি করতে পছন্দ করেন, আপনি এমন জব নিলেন যেখানে লিখালিখির সময় তো দূরে থাক, নিজের করে কিছু ভাবার সময়টাই পান না। এমন্ন অবস্তায় আপনি খুব বেশীদিন চলতে পারবেন না।
নিন্দুকের নিন্দায় ভয় পাবেন না। নিন্দুক নিন্দা করবেই। আপনাকে যখন কেও নিন্দা করছে, তার মানে অবশ্যই আপনার মাঝে কিছু আছে, যেটা তাকে ইর্ষাণিত করছে। পরশ্রিকাতরতা কখন আসে জানেন তো? " আমার নাই, ওর কেন থাকবে?" আপনি যখন nobody আপনাকে নিয়ে কেও ভাববে না, আলোচনা তো দূরে থাক।
কিছু ব্যাপার আপনার নিজের জন্য করবেন। হিংসা থেকে কিছু করবেন না। কাওকে ঘৃনা করবেন না। ক্ষমা করতে শিখুন। আপনার প্রতি করা অন্যায়ের যন্য প্রতিশোধ নিতে যাবেন না। আমার কথার ভুল অর্থ বের করবেন না। বেঁচে থাকার জন্য কিছুটা উদাসীন হওয়ার প্রয়োজন আছে বৈ কি! এই ব্যাপারগুলো আপনার মানুষিক প্রশান্তি নষ্ট করে দিবে। এমন কোন সময় আপনার জীবনে খুজে পাবেন না যখন আপনি শুধু জীবনকে শুধু উপভোগ করবেন। আপনাকে আপনার কাজের ফাঁকে ফাঁকেই জীবনের বেঁচে থাকার আনন্দ দিতে হবে। তো এই সব খারাপ দোষ গুলো, ছোট মানুষিকতার লোকদের জন্য ছেড়ে দেন। আর একটা কথা বলে রাখি, যেটা আপনাকে খারাপ অভিজ্ঞতা ভুলতে সাহায্য করবে। প্রত্যেকেই তার কাজের ফল জিবনের কোন না কোন সময় পেয়েই যায়।
এবার দেখুন। আপনি আপনার যথেষ্ট করার পর ফলাফল ছেড়ে দেন কাজটার উপর। নিশ্চিন্ত হোন, রেজাল্ট যাই আসুক হতাসা যেন আপনাকে না ছোয়।
যদি আল্লাহ্কে বিশ্বাস করেন তবে সবকেছুই আরো সহজে মেনে নিতে পারবেন। কারন আল্লাহ্ যা করবেন সেটাতেই আপনার ভালো আছে। আপনি সেটা জানেন। আর চোখ কান খোলা রাখলে, এটা নিজেও বুঝতে পারবেন। আজকের ব্যার্থতা, আগামিকালের বড় একটা সফলতার কারন হতে পারে। এমন ভুরি ভুরি উদাহারন আপনার আসে পাশেই খুজে পাবেন। অনেক ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।
১১ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৩৩
পথিক সাকিব বলেছেন: ধন্যবাদ! একেবারেই নতুন লেখক হিসেবে এমন মন্তব্য সত্যি প্রেরনা দিল আমায়।।
২| ১১ ই জুলাই, ২০১৬ সকাল ৯:২৭
হৃদয়হীন মানব বলেছেন: Life is not fair; get used to it. দারুন লাগলো ভাই
১১ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৩৩
পথিক সাকিব বলেছেন: ধন্যবাদ!
৩| ১১ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৯
সিগনেচার নসিব বলেছেন: বাহ! চমৎকার বলেছেন
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৬ সকাল ৮:২০
জোবায়ের হোসাইন জামীল বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে
একটি অসাধারণ লেখা লেখেছেন যদি কেউ আপনার এই লেখাটি বাস্তব জীবনে প্রয়োগ করে তাহলে সত্যি তার জীবনটা অনেক সুখের হবে