নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Do Limitless!

পথিক সাকিব

পথিক সাকিব › বিস্তারিত পোস্টঃ

মড়া গাছে পানি দিয়ে কি লাভ?

১৯ শে জুলাই, ২০১৬ রাত ৯:১৬

"একজন জ্ঞানী ব্যক্তিকে একটি অনুষ্ঠানে কিছু বলার জন্য বলা হল। তিনি স্টেজে উঠে একটি কৌতুক বললেন। হলভর্তি দর্শক হাসিতে ফেটে পড়লো। একটু পরে তিনি একই কৌতুক আবারও বললেন; এবার খুব অল্প কয়েকজন হাসল। এরপরে তিনি একই কৌতুক কয়েকবার বললেন কিন্তু কেউ এতে হাসলোনা। তিনি একটু হেসে সকলের উদ্দেশ্যে বললেন, আপনারা একই বিষয় নিয়ে কয়েকবার হাসতে পারেন না, তাহলে কেন একই জিনিস মনে করে বারবার, অনেকবার কাঁদেন??

যা হবার তা হয়েই গেছে সেটা নিয়ে কাঁদলেও আর তা পালটানো যাবেনা। কান্না কোন সমাধান নয়, কাঁদলে সমস্যা আরও জটিল হয়। সকল ক্ষেত্রে বাস্তবতাকে মেনে নেয়াটাই হবে বুদ্ধিমানের কাজ।"

ভালো লাগলো গল্পটা। আরো কিছু গল্প শুনাই...

" আমার বয়স তখন অল্পই । তবুও বড্ড দুশ্চিন্তা করতাম। যেসব ভুল করতাম, সেসব ভেবে আমার অস্বস্তি আর রাগ হত। পরীক্ষা দেওয়ার পর খুব দুশ্চিন্তা হত, পাশ করবো কি না ভেবে। সব সময় যা করতাম, তা নিয়ে ভাবতাম আর অন্যরকম হলে ভালো হত মনে করতাম। বারবার যা করছি, রোমন্থন করতাম।
এরপর একদিন বিজ্ঞানের ল্যাবরটিতে সবাই গেলাম। সেখানে ডঃ ব্রান্ডয়াইন ছিলো। তার ডেস্কের উপর রাখা ছিলো এক বোতল দুধ। আমরা অবাক হয়ে ভাবলাম দুধ দিয়ে কি হবে! আচমকা তিনি উঠে দাঁড়িয়ে বোতলটা বেসিনের মধ্যে ফেলে দিলো। আর চেচিয়ে বলে উঠলো, পরে যাওয়া দুধ নিয়ে অনুশোচনা করো না।
এরপর তিনি আমাদের সকলকে ডেকে দেখালেন সব দুধ নর্দমায় চলে গেছে। তিনি এবার বললেন, ভালো করে দেখ সবাই। কারন আমি চাই এই কথা টা সারাজীবন মনে রাখো। দুধটা নর্দমায় পড়ে গেছে- আর তাকে নর্দমা থেকে তুলে আনতে পারবে না, এক ফোঁটাও না। একটু সাবধান থাকলে দুধটা বোধহয় বাঁচানো যেত, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। এখন যা করনীয় তা হল- এর কথা ভুলে যাও।
এরপর বাকি জীবনে আর কখনো পিছনের কথা ভেবে দুশ্চিন্তা করি নাই।
-মিঃ সন্ডারস (ডেল কার্নেগির "দুশ্চিন্তা মুক্ত জীবন" থেকে নেওয়া।)"

এটা গল্প ছিল না? ওকে। এবার সিরিয়াসলি গল্প বলব...
(ভুলে গেলাম, কি যেন আরেকটা গল্প মাথায় ছিলো এই সম্পর্কে। একটা লিখতে লিখতে আরেকটা ভুলে গেছি। পড়ে মনে পড়লে, এডিট করে দিবো।)

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.